Mind Your Banners – Facebook, LinkedIn, ও Twitter সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ডাউনলোড করুন Pre-Cropped ও Ready Made কাভার ফটো! সাথে দেখুন Mobile ও Desktop Preview

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য Pre-Cropped ও Ready Made কভার ফটো খুঁজে বের করবেন। চলুন শুরু করা যাক।

আমরা প্রতিদিন বিনোদন বা নানা কাজে ব্যবহার করছি, Facebook, LinkedIn, ও Twitter এর মত সোশাল মিডিয়া গুলো। আমরা সবাই চাই আমাদের প্রোফাইল গুলো অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম বা আকর্ষণীয় হোক, আবার অনেক ক্ষেত্রে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনার ব্যক্তিত্ব৷ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলোতে ব্যবহার করি কাভার ফটো। সঠিক ভাবে কাভার ফটো নির্ধারণ করতে ইউজ করি বিভিন্ন ফটো এডিটর টুল। এতে খরচ হয় অনেক সময় এবং যা মোটামুটি কষ্ট সাধ্য ব্যাপার।

তো আজকে, এই কাভার ফটো সিলেক্ট করার কাজটি কিভাবে সহজেই করে ফেলবেন সেটাই এই টিউনের মাধ্যমে দেখানো চেষ্টা করব।

Mind Your Banners কি?

Mind Your Banners একটি ফ্রি ওয়েবসাইট যেখানে বিভিন্ন সোশাল মিডিয়ার জন্য টেম্পলেট পাবেন তাছাড়া এখানে আরও পাবেন, LinkedIn, Facebook, ও Twitter এর মত ওয়েবসাইটের জন্য আগে থেকে ক্রপ করা ব্যনার৷ আপনি যদি যেকোনো প্লাটফর্ম এর জন্য কাভার ফটো খুঁজে থাকেন তাহলে আমি বলব Mind Your Banners আপনার জন্য সেরা একটি জায়গা যেখানে সহজেই যেকোনো সাইটের জন্য ব্যানার বানিয়ে ফেলতে পারবেন।

এই ব্যানার সুবিধা ছাড়াও এই ওয়েবসাইটে ভাল Resolution এর এবং বিভিন্ন ক্যাটাগরির চমৎকার সব ইমেজ পেয়ে যাবেন। প্রতিটি ইমেজে ক্লিক করে  দেখতে পারবেন সেটি কাভারে কতটা মানায়। আপনি এর Preview ফিচারের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন কোন ইমেজ কোথায় উপযুক্ত।

Mind Your Banners ওয়েবসাইটের ব্যানারের ইমেজ গুলো একটি একটি করে আলাদাও ডাউনলোড করতে পারবেন অথবা zip আকারেও ডাউনলোড করতে পারবেন।

Mind Your Banners

অফিশিয়াল ওয়েবসাইট @ Mind Your Banners

কিভাবে ব্যবহার করবেন, Mind Your Banners?

আপনার যেকোনো একটি সোশ্যাল মিডিয়া যেমন এর জন্য Pre-croped ইমেজ পেতে এই ওয়েবসাইট চমৎকার ভাবে আপনাকে হেল্প করবে। একই সাথে Preview  এর মাধ্যমে দেখে নিতে পারবেন কোন ফটোটি উপযুক্ত। চলুন দেখে নেয়া যাক কিভাবে Mind Your Banners ব্যবহার করে আপনার জন্য উপযুক্ত কাভার ফটো নির্বাচন করবেন।

ধাপ ১

প্রথমে চলে যান Mind Your Banners এর ওয়েবসাইটে। ওয়েবসাইটটি খুবই সুন্দর করে এক পেজে সাজানো। বাম পাশে পাবেন হাই রেজুলেশন এর ইমেজ গুলো, ডান পাশে পাবেন Preview করার জন্য LinkedIn, Facebook, ও Twitter এর ডেমো প্রোফাইল। এখানে একই সাথে Mobile এবং Desktop উভয় ভার্সনই পাবেন।

ধাপ ২

ব্যানারে ইমেজ এড করতে ক্যাটাগরি অনুযায়ী ইমেজ গুলো ব্রাউজ করুন। এই ওয়েবসাইটে, Animals, Art, Business, Texture, Technology, Space, Architecture, Interior, Colorful, Plants, Minimal, Nature, Food & Drink, এবং Staff Picks নামের ক্যাটাগরি গুলো পাবেন।

এই ওয়েবসাইটের ছবি গুলো মূলত unsplash থেকে fetch হয়। যাইহোক, যেকোনো ইমেজে ক্লিক করে ডান পাশের টেম্পলেট অনুযায়ী সেট করে নিন।

কাজ হয়ে গেলে Facebook, LinkedIn, ও Twitter এর জন্য কাভার গুলো, আপনি ZIP আকারে অথবা আলাদা করে ফেসবুকের জন্য JPG ফরমেটেও  ডাউনলোড করতে পারবেন।

চাইলে এসব ইমেজের মূল ওয়েবসাইট Unsplash থেকেও ঘুরে আসতে পারেন।

সুবিধাঃ

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন Mind Your Banners এবং এর কিছু সুবিধা।

  1. Mind Your Banners এর মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন আগে থেকে ক্রপ করা ব্যানার যা সোশাল মিডিয়াতে কাভার হিসাবে ব্যবহার করতে পারবেন।
  2. এই ওয়েবসাইটে, , Animals, Art, Business, Texture, Technology, Space, Architecture, Interior, Colorful, Plants, Minimal, Nature, Food & Drink, এবং Staff Picks নামের ইমেজ ক্যাটাগরি গুলো পাবেন।
  3. Facebook, LinkedIn, ও Twitter এর মত সোশ্যাল মিডিয়ার জন্য বানাতে পারবেন পছন্দ মত কাভার।
  4. কাভার বানাতে ব্যবহার করতে হবে না আলাদা কোন সফটওয়্যার।

শেষ কথা:

যারা কষ্ট করে কাভার ফটো বানাতে চান না তাদের জন্য বেস্ট প্লাটফর্ম হচ্ছে এই Mind Your Banners। নির্দিষ্ট সাইজ মত ছবি এডিট করা এবং সেটা কাভারে সেট করা মোটামুটি ঝামেলার কিন্তু এই টুলটি ব্যবহার করে কাজটি করে ফেলতে পারবেন খুব সহজে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস