আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।
আমরা সবাই QRCode এর ব্যবহার জানি। আজকাল প্রায় সব জায়গায় QRCode এর ব্যবহার দেখা যায়। দ্রুত কোন কোড ব্যবহার করার সবচেয়ে ভাল পদ্ধতি এই QRCode। ধরুন কোন প্রোডাক্টের লিংক, ফেসবুক গ্রুপ লিংক কোথাও শেয়ার করতে গেলে এর লম্বা URL এর জন্য একটু সমস্যা হয়ে যায় কিন্তু সেটি QRCode কনভার্ট করে দিলে, যেকেউ খুব সহজেই স্কেন করে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে পারে।
বর্তামানে, সুপার-শপ, গাড়ির টিকেট, সিনেমা ইত্যাদি ক্ষেত্রে বার-কোড ব্যবহার হচ্ছে।
QRCode Monkey একটি মাল্টি-ফাংশনাল অনলাইন কিউআরকোড তৈরির ওয়েব-অ্যাপ। এর মাধ্যমে আপনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন মত কিউআরকোড তৈরি করে ফেলতে পারবেন। এছাড়া কিউআরকোডে এড করতে পারবেন নির্দিষ্ট টেক্সট, ইমেইল এড্রেস, ফোন নাম্বার, Facebook, Twitter, YouTube, WiFi, এমনকি Bitcoin Wallet এর নাম্বার।
এই ওয়েব-টুলের স্পেশাল ফিচার হচ্ছে এর মাধ্যমে আপনি QRCode এ কালার এড করতে পারবেন এবং বিভিন্ন প্যাটার্ন দিতে পারবেন। এই টুল ব্যবহার করে আপনি 200px থেকে 2000px এর ইমেজ QRCode বানাতে পারবেন। এখানে এই PNG, SVG, PDF, and EPS, চারটি ফরমেটে কিউআরকোড সেভ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়াই সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন এই QRCode Monkey টুলটির মাধ্যমে।
অফিশিয়াল ওয়েবসাইট @ QRCode Monkey
চলুন দেখে নেয়া যাক কিভাবে QRCode Monkey ব্যবহার করে হাই কোয়ালিটি বার-কোড বানিয়ে ফেলা যায়।
আপনি নতুন করে কিউআরকোড বানানোর আগে, QRCode Monkey এর কিছু আগে থেকে ডিজাইন করা টেম্পলেট দেখে নিতে পারেন। প্রথমে QRCode Monkey ওয়েবসাইটে চলে যান, QR Code Template ক্লিক করে সেখানে Facebook, YouTube, সহ বিভিন্ন ধরনের টেম্পলেট পেয়ে যাবেন। যেকোনো টেম্পলেটে ক্লিক করেই ইচ্ছে মত সেটিং ভ্যালু চেঞ্জ করে নিতে পারবেন।
সব চেয়ে কমন কিউআরকোড হচ্ছে URL থেকে বানানো। URL সেকশন থেকে নির্দিষ্ট ওয়েবসাইট অথবা URL দিন।
চাইলে কালার অথবা লোগো সিলেক্ট করে নিতে পারেন। QRCode Monkey নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের লোগো দিয়ে দিয়েছে তবে আপনি চাইলে নিজস্ব লোগোও এড করে নিতে পারবেন।
QRCode Monkey এর মেনু থেকে আরও বিভিন্ন কন্টেন্ট যেমন, Facebook, Twitter, YouTube, WiFi এর উপর বারকোড বানাতে পারবেন। যেমন আপনি যদি ফেসবুক পেইজের জন্য বারকোড বানাতে চান, তাহলে Facebook সেকশনে ক্লিক করুন। এবং ফেসবুকের লোগো মাঝখানে দেখতে পারবেন।
আপনি যদি কোন এড্রেস শো করাতে চান তাহলে, Location ট্যাব এ ক্লিক করুন, QRCode Monkey যেকোনো এড্রেসকেও বার-কোডে রূপান্তর করতে পারে।
QRCode Monkey এর একটি স্পেশাল ফিচার হচ্ছে এর ওয়াইফাই ফাংশন। WiFi ট্যাবে চলে যান এবং ওয়াইফাই এর নাম, পাসওয়ার্ড, এবং এনক্রিপশন মেথড দিন। যেকেউ বার-কোড স্কেন করেই কানেক্ট হয়ে যেতে পারবে ওয়াইফাই নেটওয়ার্কে।
ইচ্ছে মত ডিজাইন করা হয়ে গেলে Create QR Code এ ক্লিক করুন। কিউআরকোড তৈরি করার আগে চাইলে আপনি ইমেজ কোয়ালিটিও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কোয়ালিটি নির্দিষ্ট করা হয়ে গেলে Download PNG তে ক্লিক করুন এবং আপনার কিউআরকোডটি PNG ফরমেটে সেভ হবে। এছাড়াও এখানে SVG, PDF ও EPS এর মত তিনটি ফরমেট রয়েছে।
এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে Customize Design ক্লিক করে কিউআরকোডের ভেতরের বক্স গুলোর স্টাইল পরিবর্তন করতে পারবেন। এখানে চোখ ধাঁধানো আলাদা আলাদা স্টাইলে বার-কোড ডিজাইন করতে পারবেন যা সহজেই ফোনের ক্যামেরা স্কেন করে কোড বের করতে পারবে।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই QRCode Monkey এবং এর কিছু সুবিধা।
ইন্টারনেটে হয়তো এমন অনেক কিউআরকোড জেনারেটর আছে, তবে আমি একটি বিষয় নিশ্চিত করতে পারি এই টুলের মত এত গুলো ফিচার আর কোন টুলই দিতে পারবে না। আপনার ও কোন কিউআরকোড বানানোর প্রয়োজন হলে ব্যবহার করে দেখতে পারেন এই QRCode Monkey চমৎকার ওয়েব-অ্যাপ এটি।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
খুবই কাজের উপকারী টিউটোরিয়াল। ধন্যবাদ।