আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।
আমরা হয়তো বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটের হোস্ট চেঞ্জ করি এবং নতুন ওয়েবসাইট খুলি। আমাদের মনে একটি কৌতূহল কাজ করে যে আমাদের DNS টি কি আসলেই বিশ্বের সব দেশের সার্ভারের সাথে কানেক্ট হয়েছে? আপনার মনেও যদি এমন প্রশ্ন থাকে তাহলে আজকের টিউনটি মূলত আপনার জন্যই। আজকে আমি দেখাব কিভাবে জানবেন, নিজের ওয়েব সাইটের Domain Name Server সব জায়গায় আপডেট হয়েছে কিনা।
ইন্টারনেটে DNS চেক করার এমন অনেক টুলই রয়েছে তবে আজকে আমি ভাল একটি টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যদিও এই DNS টুল গুলো আপনার DNS তাড়াতাড়ি রেকর্ড হতে সাহায্য করবে না, তবুও আপনি নিশ্চিত হতে পারবেন আপনার DNS টি সঠিক ভাবে রেকর্ড হয়েছে কিনা অথবা আপনার করা হোস্টিং সেটিং ঠিক ভাবে কাজ করছে কিনা। এটি সাধারণত আপডেট হতে ২৪ ঘণ্টার মত সময় নেয়।
DNS Checker মূলত What’s My DNS এর মতই কাজ করে এবং আপনার DNS রেকর্ড এর সর্বশেষ তথ্য দেয়। আপনি যদি নতুন কোন ওয়েবসাইট খুলে থাকেন অথবা আগের ওয়েবসাইটকে নতুন হোস্টিং এ নিতে চান, তাহলে অবশ্যই আপনার DNS রেকর্ড আপডেট করবেন। আপনার DNS টি সঠিক ভাবে রেকর্ড হয়েছে কিনা সেই তথ্য দেবে এই DNS Checker ওয়েব-টুলটি। DNS Checker এর মাধ্যমে আপনি বিশ্বের বিভিন্ন DNS সার্ভার লিস্ট থেকে জানতে পারবেন আপনার DNS টি রেকর্ড হয়েছে কিনা এবং এখানে A
, AAAA
, CNAME
, MX
, NS
, PTR
, SRV
, SOA
, TXT
এবং CAA
রেকর্ড গুলো সাপোর্ট করে।
এই DNS Checker এর একটি চমৎকার ফিচার হচ্ছে এর মাধ্যমে নির্দিষ্ট দেশের বিভিন্ন অঞ্চল যেমন, United States, Canada, Japan, Singapore, এর মত দেশ গুলোর মধ্যে DNS রেকর্ড হয়েছে কিনা সেটাও জানা যায়। চাইলে এখানে মহাদেশও নির্দিষ্ট করে দেয়া যায়। এই ওয়েবসাইটে আরও কিছু সুবিধা গুলোর মধ্যে একটি হচ্ছে, কিভাবে DNS, cache রেকর্ড বিভিন্ন ডিভাইস থেকে ক্লিয়ার করবেন সেটার টিউটোরিয়ালও পাবেন এখানে।
অফিশিয়াল ওয়েবসাইট @ DNS Checker
চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার DNS চেক করবেন।
প্রথমে DNS Checker এর ওয়েবসাইটে চলে যান। বাম পাশের খালি বক্সে আপনার URL টি দিন, এবং রেকর্ড টাইপ সিলেক্ট করুন। এখানে, A
, AAAA
, CNAME
, MX
, NS
, PTR
, SRV
, SOA
, TXT
এবং CAA
রেকর্ড সাপোর্ট করে। সার্চে ক্লিক করার সাথে সাথে সেটা আপনার DNS টি ইতিমধ্যে কোন কোন সার্ভারে আপডেট হয়েছে তা দেখাবে।
সাধারণত সব কিছু ঠিক থাকলে সবুজ টিক দেখাবে তবে কোথায় সমস্যা থাকলে সেটা লাল দেখাবে। যদি লাল টিক আসে তাহলে বুঝবেন, আপনার Pasrsed করা ঠিক ভাবে হয় নি।
আপনার সার্চ করা রেকর্ড যদি A, অথবা AAA হয় তাহলে এটি IPv4 ও IPv6 ওয়েবসাইটের আইপি এড্রেস শো করাবে। যেকোনো আইপিতে ক্লিক করে এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।
DNS Checker এই ওয়েবসাইটের মাধ্যমে একই সাথে যেকোনো আইপি এড্রেস এর যাবতীয় তথ্য দেখতে পারবেন। এটি আপনাকে আইপি এড্রেস এর দেশ, শহর এমনকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নামও দেখতে পারবে।
আপনি যদি নির্দিষ্ট দেশ ভিত্তির রেজাল্ট দেখতে চান তাহলে DNS List সেকশন থেকে যেকোনো দেশ সিলেক্ট করুন।
সকল দেশের node এর পরিমাণ সমান হবে না। কিছু কিছু দেশে node অনেক বেশি থাকতে পারে বা কিছু কিছু দেশে দু একটি থাকতে পারে। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার DNS নির্দিষ্ট দেশে গিয়ে আপডেট হয়েছে কিনা।
চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন DNS Checker এবং এর কিছু সুবিধা।
A
, AAAA
, CNAME
, MX
, NS
, PTR
, SRV
, SOA
, TXT
এবং CAA
রেকর্ড টাইপ সাপোর্ট করে।যারা নতুন ওয়েবসাইট খুলেছেন অথবা হোস্ট চেঞ্জ করেছেন তাদের জন্য আশা করছি এই ওয়েব টুলটি কাজে আসবে। আপনার DNS রেকর্ড ঠিক মত সেট হয়েছে কিনা চেক করতে যেকোনো সময় ব্যবহার করতে পারেন এই DNS Checker টুলটি।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।