আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে যেকোনো ওয়েবসাইটের নোটিফিকেশন পাবেন আপনার ইমেইলে। চলুন শুরু করা যাক।
আমরা সবাই হয়তো জানি RSS ফিডের কাজ কি। কোন ওয়েবসাইটে যখন নতুন কোন আপডেট আসে বা নিউজ পাবলিশ করা হয় তখন এর মাধ্যমে আমরা আপডেট পাই এবং মেইলে Subscribe করে রাখলে নোটিফিকেশন আসে। কিন্তু ধরুন কোন ওয়েবসাইটে RSS ফিড নেই এবং মেইলে Subscribe করার ও কোন ব্যবস্থা নেই কিন্তু ওয়েবসাইটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন অফার বা ক্যাম্পেইনের ডেট লাইনের জন্যও অনেকের দরকার হয় নির্দিষ্ট ওয়েবসাইটের আপডেট। এখন যদি সাইটের কোন আপডেট আসে তখন তা কিভাবে পাবেন?
এই সমস্যার সমাধানও আছে। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দারুণ একটি অনলাইন সার্ভিসের সাথে যা যেকোনো ওয়েবসাইটের পরিবর্তন আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
Visualping একটি ওয়েব-টুল যা আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটের পরিবর্তনে আপডেট দেবে এবং সেভ করে রাখবে পেইজের আগে বিভিন্ন অবস্থা যা Internet Archive এর মতই কাজ করবে। এখানে আপনার ইমেইল যুক্ত করে দিলে সকল নোটিফিকেশন চলে আসবে আপনার ইমেইলে।
Visualping এই ওয়েব টুলটি একটু স্পেশাল কারণ এটি যাত্রা শুরু করে ১৯৯০ সালে। যদিও এর ডিজাইন মোটামুটি সাদামাটা তবে এর সার্ভিস বেশ চমৎকার। আপনি যদি এই ধরনের ওয়েব আপডেট পেতে চান তাহলে সাজেস্ট করব এই টুলটি ব্যবহার করুন কারণ অন্য সাইট থেকে এই Visualping যে সার্ভিস দিচ্ছে যা যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং কার্যকরী।
এই টুলটি আপনাকে নোটিফিকেশন দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইটের আপডেট হিস্ট্রি গুলোও সেভ রাখবে। আপনার ড্যাশবোর্ড থেকে যেকোন সময় পরিবর্তন গুলো দেখতে পারবেন এবং লাস্ট আপডেট জানতে পারবেন। এই টুলটির প্রিমিয়াম প্যাকেজও আছে তবে মূল সুবিধা গুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট @ Visualping
চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন Visualping টুলটি।
প্রথমে চলে যান Visualping এর অফিশিয়াল ওয়েবসাইটে, নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন। ওয়েবসাইটটি ব্যবহার খুবই সহজ।
আপনি যে ওয়েবসাইটের আপডেট পেতে চান সেটির লিংক প্রথম বক্সে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। পেজ লোড হয়ে গেলে যে ইমেইলে নোটিফিকেশন পেতে চান সেটি ২য় বক্সে দিন।
আপনি নিজের ইচ্ছে মত এই ওয়েবসাইটে সেটিং করে নিতে পারবেন। কয়দিন পর পর নোটিফিকেশন পাবেন সেটা নির্ধারণ করার পাশাপাশি Advanced এ ক্লিক করে, কি ধরনের পরিবর্তনে নোটিফিকেশন পাবেন তা সিলেক্ট করে দিতে পারবেন। এবং বাছাই করে দিতে পারবেন আপনার এলার্টের ধরন কেমন হবে। প্রয়োজন মত কনফিগারেশন করে Start Monitoring এ ক্লিক করুন।
আপনি Visualping ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ইমেইলটি ভেরি-ফাই করতে হবে। Start Monitoring এ ক্লিক করার পর আপনার ইমেইল এড্রেস টি আবার দিন এবং Ok ক্লিক করুন। এবার চলে যান আপনার ইন-বক্সে এবং নতুন মেইলটি ভেরি-ফাই করে নিন। নতুন করি পেজে আপনার পাসওয়ার্ড দেয়ার অপশন আসবে নিজের ইচ্ছে মত পাসওয়ার্ড বসিয়ে দিন।
এবার Visualping ওয়েবসাইটে গিয়ে লগইন করুন এবং ড্যাশ-বোর্ডে যান। ড্যাশ-বোর্ড থেকে আপনি আপনার নির্ধারিত ওয়েবসাইটের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন ওয়েবসাইট চেঞ্জ এর হিস্ট্রি গুলো এবং কবে লাস্ট চেক করা হয়েছে।
আপনি চাইলে পরবর্তীতেও যেকোনো ধরনের কনফিগারেশন করতে পারবেন ড্যাশ-বোর্ডে গিয়ে।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন Visualping এবং এর সুবিধা।
যারা কোন ওয়েবসাইটের নিয়মিত অফার বা অন্য ক্যাম্পেইন ফলো করেন তাদের প্রায়ই সেই সমস্ত ওয়েবসাইট গুলোর আপডেটের প্রয়োজন হয়। আশা করছি আজকের টুলটির মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েবসাইটের সকল ধরনের পরিবর্তনের নোটিফিকেশন পেয়ে যাবেন সেটা আবার ইমেইলে।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
ভালো লাগলো। ধন্যবাদ