আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে। চলুন শুরু করা যাক।
আমরা জানি আগে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দরকার হতো ভারী সফটওয়্যার এবং অনেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ডিজাইনার পর্যন্ত ভাড়া করতো৷ তাছাড়া ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেমন কষ্টের তেমনি সময় সাপেক্ষ। কিন্তু বর্তমানে মেশিন লার্নিং এর মাধ্যমে সহজেই স্বয়ংক্রিয় পদ্ধতি ছবি থেকে রিমুভ করে ফেলা যায় ব্যাকগ্রাউন্ড। এজন্য ছবিটি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দিলেই হয়। বিভিন্ন অনলাইন টুল গুলোর মাধ্যমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে আরও সহজ এবং দ্রুত। টুল গুলোতে ছবি আপলোড করে দিলেই হয় তারপরেও ছবির বডি পার্ট ইচ্ছে করলে আলাদা Draw করেও দেয়া যায়।
BgEraser একটি ফ্রি অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল। এর মাধ্যমে অতিদ্রুত যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলা যায়। মূলত মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইউজারকে বেস্ট অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে এই টুলটি। সবগুলো সেবা পেতে হলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন না করলে এই টুলের মাধ্যমে শুধুমাত্র 800x800 px এর .Jpg
, .Jpeg
অথবা .Png
ছবির দিয়ে কাজ করতে পারবেন তবের ছবির সাইজ 2 Mb এর বেশি হওয়া যাবে না।
এটি বর্তমানে এক দম ফ্রি হলেও ভবিষ্যতে পেইড হয়ে যেতে পারে কারণ কন্ট্রোল বারে অলরেডি বিলিং ইনফো দেয়া আছে। এখানে মনে রাখতে হবে সকল টুলের বেস্ট রেজাল্ট ডিপেন্ড করে ছবির অবস্থার উপর। ছবির ব্যাকগ্রাউন্ড বেশি এলোমেলো হলে এই টুল গুলোর পক্ষে ছবির বডি পার্ট আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে পড়ে।
তাছাড়া BgEraser এর Windows ও macOS এর ফটো এডিটর টিও ব্যবহার করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট @ BgEraser
চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন BgEraser টুল।
প্রথমেই BgEraser এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং ছবি আপলোড অথবা ড্রাগ করে দিন। মনে রাখবেন এই সাইটে রেজিস্ট্রেশন না করলে শুধুমাত্র 800x800 px এর .Jpg
, .Jpeg
অথবা .Png
ছবি আপলোড করতে পারবেন এবং ছবির সাইজ 2 Mb এর বেশি হতে পারবে না।
ভুল করে নিয়ম থেকে বেশি সাইজের ছবি আপলোড করলে তা রেড মার্ক দেখাবে এবং সার্ভিস ব্যবহার করতে আপনার রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিট্রেশন করতে ইমেইল পাসওয়ার্ড দিন৷ ভেরিফিকেশনের জন্য আলাদা একটি মেইল যাবে। মেইলটি ভেরি-ফাই করে পুনরায় লগইন করুন।
এবার আপনি 2000 × 2000 px এর ছবি আপলোড করতে পারবেন। ছবি আপলোড করে দিন এটি অটো Algorithm Hugo অপশনে চেক হয়ে যাবে এবং Start এ ক্লিক করুন। আপনার ছবি এনালাইসিস করা শুরু হয়ে যাবে।
আপনার ছবি তাদের হোম পেজে ২৪ ঘণ্টা থাকবে এর পর সেটা ডিলিট হয়ে যাবে।
এর মাধ্যমে আপনি অতিদ্রুত, নিখুঁত ভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরাতে পারবেন। কমপ্লিট হলে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড করে সেভ করে নিন।
নিচের ছবিটি দেখুন, আমি এই মাত্র এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আপনি খেয়াল করে দেখবেন এটি খুব সুন্দর ভাবে ছবির শেষ প্রান্ত গুলো মিলিয়েছে। এমনকি চুলের পাশেও ভাল ভাবে ম্যাচিং করেছে।
তো আর দেরি কেন আপনার কাছেও এমন কোন ছবি থাকলে এখনি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন।
যাদের বিভিন্ন কারণে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরাতে হয় এবং এজন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করেন আশা করছি এই অনলাইন টুলটি আপনার কাজের জন্য সহায়ক হবে৷ আপনাকে আলাদা ভাবে ছবির কোন পার্ট সিলেক্ট করে দিতে হবে না মেশিন লার্নিং এর মাধ্যমে অটোমেটিক ভাবে এই BgEraser টুলটি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।