Digital Security ও আপনার Digital Privacy Protect করার এবং শেখার ৫ টি চমৎকার সার্ভিস!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে অনলাইনে নিরাপদ থাকবেন।

ডিজিটাল নিরাপত্তা

সাইবার সিকিউরিটি বর্তমানে অনেক বড় একটা ইস্যু। অনলাইনে আপনি কিভাবে নিরাপদে থাকবেন এটা নিয়ে চলছে না গবেষণা। দেশের সরকার প্রধান থেকে শুরু করে সকল স্তরে এই সাইবার নিরাপত্তার জন্য নেয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। ইউজারদের অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতন করতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন সেমিনার। এত কিছু করার উদ্দেশ্য কি? এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে অনলাইনে নিরাপদ থাকতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যবসায়িক সকল তথ্য যাতে নিরাপদে রাখতে পারেন, অনলাইনে যেন নিশ্চিন্তে আর্থিক লেনদেন করতে পারেন। তাই আপনাকে এ বিষয়ে সচেতন হতে হবে, সবার আগে আপনার ডাটা প্রাইভেসিকে গুরুত্ব দিতে হবে।

আজকে এই টিউনে আমি এমন ৫ টি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে অনলাইন নিরাপত্তা নিয়ে অনেক কিছু শিখতে পারবেন এবং যাচাই করে নিতে পারবেন আপনি নিজে কতটুকু নিরাপদ।

১. Your Security Guide

মাত্র দুই ঘণ্টায় অনলাইনে নিরাপদ করুন নিজেকে Your Security Guide দিয়ে। এই ওয়েবসাইটে একজন বিগেইনার শিখতে পারবে কিভাবে অনলাইনে নিরাপদ থাকতে হয়। এখানে ধাপ ধাপ অনলাইন সিকিউরিটি চেক করা হয়। এই Your Security Guide ওয়েবসাইট আপনার অনলাইন সিকিউরিটিকে ৮ টি ভাবে ভাগ করছে যেমন, browser, password, phishing, device, public access, network, personal data, and advanced security details।

প্রতিটি ধাপ আপনি চেক করে নিতে পারবেন আপনার সিকিউরিটি কতটা দরকার। যেমন প্রথমে এটি আপনার ব্রাউজার চেক করবে, দেখবে আপনার ব্রাউজার ঠিক আছে কিনা, কি কি এক্সটেনশন লাগবে ইত্যাদি। এটি ৫ মিনিট সময় নিয়ে আপনার ব্রাউজার চেক দেবে। প্রথম সাতটি ধাপ আপনি ২ ঘণ্টায় শেষ করতে পারবেন।

২. Ononymous

বর্তমানে অনেক অর্গানাইজেশন আছে যারা আপনার, আমার অনলাইন নিরাপত্তা নিয়ে ভাবে। এই Ononymous ওয়েবসাইটে আপনার জন্য বিভিন্ন কন্টেন্ট দেয়া হয়েছে যাতে করে আপনি সাইবার নিরাপত্তা নিয়ে নিজের সচেতনতা বাড়াতে পারবেন।

এটি অনেক গুলো টপিকের উপর কন্টেন্ট রেখেছে যাতে করে আপনি অনলাইন নিরাপত্তা নিয়ে একটি বৃহৎ জ্ঞান পাবেন।

৩. Google's Phishing Quiz

আমরা সবাই জানি ফিশিং কি এবং ফিশিং এর ভয়াবহতা কি হতে পারে। যেকোনো ফিশিং মেইল আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারে। বর্তমানে ফিশিং এতটাই আধুনিক হয়েছে আপনি নিজেও কনফিউজড হয়ে যেতে পারেন এটি কি অফিসিয়াল মেইল নাকি ফিশিং মেইল।

গুগলের এই চমৎকার উদ্যোগ এর মাধ্যমে আপনি ফিশিং সম্পর্কে জ্ঞান বাড়াতে পারেন। চলে যান এই Google's Phishing Quiz সাইটে এখানে আপনাকে কুইজ দেয়া হবে এবং আপনাকে বের করতে হবে কোনটা ফিশিং মেইল। এতে করে আপনি বাস্তব জীবনেও এর প্রয়োগ করতে পারবেন।

Google's Phishing Quiz  ওয়েবসাইটটিতে ৮ টি প্রশ্ন করে আপনার ফিশিং জ্ঞান চেক করা হবে। আপনি যদি সব গুলোতে জয়ী হয়ে যান তাহলে অন্য কাউকে এটি রেফার করুন যাতে তারাও সচেতন থাকতে পারে।

৪. Email Self Defence

আমরা সাধারণত যে মেইল ব্যবহার করি এটি এত টা নিরাপদ নয়। চাইলে ইমেইল, কোম্পানি, দেশের সরকার নজর রাখতে পারে আপনার উপর। এজন্য Encrypt ইমেইল ব্যবহার সবচেয়ে উত্তম।

Email Self Defence  একটি ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনটি যা আপনাকে Encrypt মেইল সম্পর্কে বিস্তারিত গাইড দেবে।

এই Email Self Defence ওয়েবসাইটে আপনি শিখতে পারবেন কিভাবে স্পেশাল কোন সফটওয়্যার ব্যবহার করে আপনি এনক্রিপ্ট মেইল পাঠাতে পারেন। এটি আপনাকে ইমেইল পাঠানোর সাথে সাথে শেখাবে কিভাবে এনক্রিপ্ট মেইলের কোড গুলো ব্যবহার করবেন এবং প্রাপককে পাঠাবেন। কোড গুলো শুধু মাত্র প্রাপক ব্যবহার করেই মেইল ডিক্রিপ্ট করতে পারবে।

৫. Pixel Privacy

Pixel Privacy একটি বিশাল ব্লগ যেখানে আপনাকে অনলাইন নিরাপত্তা নিয়ে বিস্তারিত শেখানোর দায়িত্ব নিয়েছে।

এই ব্লগে বৃহৎ ভাবে ছয়টি ক্যাটাগরি আছে যেমন, VPN, cloud storage, backup providers, password managers, antivirus, and privacy guides। প্রতিটি ক্যাটাগরি আপনাকে প্রাইভেসি কিভাবে নষ্ট হতে পারে এবং কিভাবে নিরাপদ থাকা যায় তা শেখাবে।

এই Pixel Privacy ওয়েবসাইটের এর্টিকেল গুলো চমৎকার এবং খুবই তথ্য বহুল করে তৈরি করা হয়েছে বলে যেকেউ অনলাইন নিরাপত্তার বিস্তারিত একটি প্যাকেজ পাবে এর মাধ্যমে।

শেষ কথাঃ

সব সময়ের মত বলব অনলাইনে সর্বোচ্চ নিরাপত্তার জন্য সব সময় নিজে সচেতন থাকুন। আপনার ছোট কোন ভুল বা অজ্ঞতার জন্য ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে এবং গুণতে হতে পারে হাজার হাজার টাকা।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস