Plotify – মুভির প্লট অনুযায়ী তৈরি হবে Spotify প্লেলিস্ট!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব দারুণ এক অনলাইন টুল নিয়ে।

আমরা সবাই হয়তো Spotify এর সাথে পরিচিত। যারা অনলাইনে গান শুনতে পছন্দ করেন তারা অবশ্যই Spotify ব্যবহার করে থাকবেন। বেশিরভাগ মানুষ অনলাইনে সিনেমার গান শুনতেই বেশি পছন্দ করে। যেমন আমি প্রায়ই পুরাতন সিনেমার গান গুলো শুনি। তবে এখানে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে আপনার পছন্দের গানটির পরে কোন গানটি প্লে হবে৷ মাঝে মাঝে যেটা হয়, ধরুন আপনি রোমান্টিক মুডে আছেন এবং ক্লাসিক গান শুনছেন তখন হটাৎ করে যদি Recommend হিসাবে Rock Music শুরু হয়ে যায় সেটা কিছুটা বিরক্তি কর। আজকে আমি এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনার প্লেলিস্টের গান গুলো থাকবে আপনার পছন্দ মতই।

Plotify কি?

Plotify খুবই দারুন ও ইন্টারেস্টিং একটি টুল। Plotify একটি অনলাইন টুল যা আপনার জন্য আপনার পছন্দের কোন Movie Plot থেকে তৈরি করবে আপনার পছন্দমত প্লেলিস্ট। আপনি যেকোনো মুভির গান প্লে করলে, Plotify পরবর্তী গান গুলো রাখবে একই ধরনের।

আপনি যখন সিনেমার নাম লিখে সার্চ করবেন। সাথে সাথে Plotify মুভির প্লট এবং ক্যাটাগরি IMDB এর মাধ্যমে খুঁজে বের করবে। এবং কি-ওয়ার্ড তৈরি করবে, সেই কি-ওয়ার্ড গুলো Spotify এ সার্চ দিয়ে আপনার জন্য প্লে লিস্ট তৈরি করবে।

Plotify

অফিশিয়াল ওয়েবসাইট @ Plotify

কিভাবে ব্যবহার করবেন

চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই চমৎকার অনলাইন টুলটি।

ধাপ ১

প্রথমে চলে যান Plotify এর অফিশিয়াল ওয়েবসাইটে। নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন। Login to Spotify এ ক্লিক করুন।

ধাপ ২

এবার Login করুন Spotify একাউন্টে

ধাপ ৩

এবার আপনি যে মুভির মত প্লেলিস্ট বানাতে চান সেটা লিখুন।

ধাপ ৪

আপনার জন্য সেরা প্লেলিস্ট হয়ে গেছে। এবার Save Playlist to Spotify ক্লিক করে পছন্দের গান শুনতে থাকুন।

Plotify এর সুবিধা

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই Plotify এবং এর কিছু সুবিধা

  • আপনার পছন্দের মুভি দিয়ে প্লেলিস্ট তৈরি করবে।
  • সিমেনটিক এনালাইসিস এর মাধ্যমে সঠিক প্লেলিস্ট তৈরি করবে।
  • প্লেলিস্ট সেভ করে রাখা যাবে Spotify অ্যাপে

শেষ কথাঃ

সর্বশেষ বলতে পারি যারা আমার মত মিউজিক শুনতে অভ্যস্ত তাদের জন্য এই Plotify অনলাইন টুলটি দারুণ কাজ করবে।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস