টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনার ডিজাইনে বাড়াতে পারবেন আপনার কালার সেন্স।
যারা বিভিন্ন ভাবে ইলেস্ট্রেশন বা গ্রাফিক্স ডিজাইনের সাথে জড়িত তারা মাঝে মাঝে কালার সেন্স বাড়ানোর জন্য বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করেন। কেউ কেউ Google Art Palette অথবা Nippon Colors ব্যবহার করেন বিভিন্ন কালার কম্বিনেশন এর আইডিয়া পেতে। আবার যখন আপনার কোন ভাবেই কোন কালার সম্পর্কে মাথা কাজ করে না তখন হয়তো ব্যবহার করেন Colorinspire। আজকে আমরা এমনি একটি কালার ইন্সপাইরিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এর নাম Eggradients.
Eggradients এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি মিউজিক কাভার সহ বিভিন্ন ইমেজ থেকে নিজের কালার ইন্সপিরেশন পেতে পারেন। একই সাথে কালার কম্বিনেশনে দেখতে পারবেন আলাদা করে কালারের কোড গুলো। সহজেই বের করতে পারবেন কোন মিউজিক কাভারে কি কি কালার ব্যবহৃত হয়েছে।
এখানে Spotify এর বিভিন্ন এলবামের কাভার পেজের ছবি আছে যেগুলো কালার সেন্স এর জন্য ব্যবহার করতে পারেন এমনকি চাইলে এখান থেকে সরাসরি মিউজিকও শুনতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট লিংক @ Random Color Palette Generator
Random Color Palette Generator ব্যবহার একদমই সহজ, চলুন ধাপ গুলো দেখে নেয়া যাক।
প্রথমে Random Color Palette Generator এর লিংকে যান। যেকোনো মিউজিক কাভারে ক্লিক করুন
আমি একটি কাভার সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন গানের নাম অ্যালবাম সবই দেখাচ্ছে। সাথে সাথে নিচে ব্যবহৃত কালার গুলোও দেখাচ্ছে। এখানে আমরা ৫ টি কালার কোড দেখতে পাচ্ছি।
আরেকটি পেতে Get another এ ক্লিক করুন।
আপনার যদি যেকোনো কালার পছন্দ হয় তাহলে কালার কোডের নিচের আইকনে ক্লিক করলেই সেটা Copied হয়ে যাবে।
ডিজাইন করতে করতে যদি আপনার কালার সেন্স যদি একবারে একবারে শূন্য হয়ে যায় তাহলে ব্যবহার করতে পারেন এই Random Color Palette Generator। তাছাড়া যারা মিউজিক কাভার তৈরির কাজ করছেন বা করবেন তাদের জন্যও এটা দরুন উপকারী হবে আশা করছি।
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।