টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব দারুণ একটি এক্সটেনশন নিয়ে।
আপনারা খেয়াল করে দেখবেন যখন কোন ওয়েবসাইটে ভিজিট করা হয় কিছু কিছু ওয়েবসাইটের উপরে বাম পাশে একটা পপআপ বক্স আসে এবং আপনার কাছে পারমিশন চায়। আপনি যদি নাজেনে অচেনা এসব ওয়েবসাইটে পারমিশন গ্র্যান্ড করে দেন তাহলে সেটা কি হতে পারে আপনারা জানেন। আবার কিছু কিছু ওয়েবসাইটে Allow করার আগ পর্যন্ত কোন পেজই দেখা যায় না।
নিচে কিছু উদাহরণ দেয়া হল।
হতে পারে এমন সাধারণ পারমিশন
অথবা এমন ইন-পেজ পারমিশন
অথবা কোন এড রিলেটেড পারমিশন
অপরিচিত কোন ওয়েবসাইটে এ ধরনের কুকিজ Allow করে দেয়া যেমন ঝুঁকিপূর্ণ আবার বারবার এমন বক্স দেখাও বিরক্তিকর। আজকে দেখাব কিভাবে চিরকালের জন্য বন্ধ করে দেবেন এই বিরক্তিকর Notification Request।
Block Website Notification Requests হচ্ছে একটি ফ্রি ক্রোম এক্সটেনশন যা আপনাকে বিভিন্ন সাইটের নোটিফিকেশন পারমিশন ব্লক করে দেবে। এক্সটেনশনটিতে ইউজারদের সুবিধার জন্য আলাদা কোন সেটিং রাখা হয় নি।
ক্রোম এক্সটেনশন লিংক @ Block Website Notification Requests
চলুন দেখে নেয়া যাক ধাপ গুলো কিভাবে ব্যবহার করবেন,
প্রথম ক্রোমের এক্সটেনশন স্টোর থেকে Block Website Notification Requests এর পেইজে যান। এবং Add to chrome এ ক্লিক করে আপনার ব্রাউজারে এড করে নিন।
এক্সটেনশন বারে ক্লিক করে দেখুন কাজ হয়ে গেছে
এবার নীরবে নিরাপদে যেকোনো সাইট ব্রাউজ করুন
চলুন দেখে নেয়া যাক Block Website Notification Requests এর কিছু সুবিধা
এই ধরনের পারমিশন গ্র্যান্ড করে দিলে আমাদের কাছে চলে আসে পারে অবাঞ্ছিত সব নোটিফিকেশন এবং ফিশিং লিংক। তাই আজকেই এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করে নিন Block Website Notification Requests এর সাহায্যে।
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান। আমাদের জানান কেমন লেগেছে নতুন এই এক্সটেনশনটির সাথে পরিচিত হয়ে।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।