টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি ইউটিউবের Thumbnail ডাউনলোড করার নতুন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
Thumbnail হচ্ছে একটি ইমেজ যা সাধারণত ইউটিউবের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণ ভাবে বলতে গেলে আমরা ইউটিউবে ঢুকে যে স্টিল ইমেজ গুলো দেখতে পাই সেগুলোই হচ্ছে Thumbnail। যেকোনো ভিডিও এর ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা পালন করে এই Thumbnail। কারণ একটি Thumbnailএর মাধ্যমেই একজন ভিউয়ার ভিডিও দেখতে আগ্রহী হয়।
Thumbnail সাধারণ একটি ইমেজ হলেও এটি ব্যবহারে আছে অনেক টেকনিক বা স্ট্রেটেজি। সঠিক ব্যবহারের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল অতি দ্রুত জনপ্রিয়তা পেয়ে যেতে পারে। বড় বড় ইউটিউবার তাদের ভিডিও তৈরি এবং Thumbnail নির্বাচনে অধিক সময় ব্যয় করে। বিভিন্ন কারণে ডাউনলোড দেয়ার প্রয়োজন পড়ে যেমন বড় এজন্য ইউটিউবার কি ধরনের ব্যবহার করে এটা গবেষণা করার জন্য অনেকে ডাউনলোড করে থাকে। তাছাড়া ভিডিও এ Thumbnail অনেকে ব্লগ টিউনেও ব্যবহার করে।
মাঝে মাঝে আমাদের ইউটিউবের Thumbnail ডাউনলোড করার প্রয়োজন পড়ে। আজকে আমি দেখাব কিভাবে আপনি ইউটিউবের Thumbnail ডাউনলোড করবেন। ইউটিউব ভিডিও থাম্বনেইল ডাউনলোড করার অনেক ধরনের সফটওয়্যার আছে তবে এই টিউনে আমি দেখাব কিভাবে সম্পূর্ণ সফটওয়্যার ছাড়া ইউটিউব থাম্বনেইল ডাউনলোড করবেন। একই সাথে ইউটিউব ভিডিও থাম্বনেইল ডাউনলোড করতে পারবেন মোট নয়টি সাইজে।
এটা হয়তো আমরা সবাই জানি তারপরেও ছোট করে বলে দেই,
আপনি ইউটিউবে লগ-ইন করুন উপরে ডান পাশে আপনার চ্যানেলের লগো দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে।
নতুন ইউটিউব স্টুডিও থেকে Thumbnailডাউনলোড করার জন্য ভিডিও সেকশনে যান, সেখানে আপনার সকল ভিডিও দেখতে পাবেন। যেকোনো একটি ভিডিওতে ক্লিক করলে এটি তার এডিট পেজে নিয়ে যাবে। থাম্বনেইল সেকশনে গিয়ে Three dot এ ক্লিক করলে সেখানে নতুন একটি Thumbnail এড করার এবং আগেরটি ডাউনলোড দেওয়ার অপশন পাবেন।
আপনি যখন ডাউনলোড এ ক্লিক করবেন তখন ইমেজটি অন্য একটি ট্যাবে ওপেন হবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যে ফরমেটেই ইমেজটি আগে আপলোড দিয়ে থাকেন না কেন এটি সবসময় 1280 by 720 সাইজে ডাউনলোড হবে।
এতক্ষণ দেখালাম কিভাবে নিজের ভিডিও থেকে ডাউনলোড করবেন এবার দেখাব কিভাবে ইউটিউবে থাকা অন্য যেকোনো ভিডিও থেকে থাম্বনেইল আলাদা করবেন।
এজন্য প্রথমে আপনাকে ভিডিও আইডিটা বের করতে হবে। ভিডিও আইডি বের করা কঠিন কিছু না, আপনার নির্ধারিত ভিডিও URL থেকেই সেটা পেয়ে যাবেন।
চলুন যেকোনো একটি ভিডিও সিলেক্ট করা যাক। আমি এই ভিডিও টি সিলেক্ট করলাম।
এখান থেকে এর আইডি বের করতে হবে। ভিডিওটির URL এ ক্লিক করুন। = এর পর যা দেখতে পাচ্ছেন যেমন, aiEuzkJDwUg এটিই হচ্ছে ভিডিও ID।
এবার ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করুন নিচের দেওয়া লিংকটি কপি youtube-video-id
এর জায়গায় আপনার ভিডিও ID দিয়ে ইন্টার করে দিন।
https://img.youtube.com/vi/youtube-video-id/maxresdefault.jpg
দেখুন ফুল সাইজের Thumbnail চলে এসেছে এবার এটা সেভ করে নিন।
উপরের দেখানো পদ্ধতি ছাড়াও আপনি আরও নয়টি রেজুলেশনে ইউটিউবের Thumbnail ইমেজ ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে আসা যাক,
ডিফল্ট রেজুলেশনে ডাউনলোড করতে নিচের লিংক ব্যবহার করুন:
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/default.jpg
High quality রেজুলেশনে ডাউনলোড দিতে নিচের লিংক ব্যবহার করুন:
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/hqdefault.jpg
Medium quality রেজুলেশনে ডাউনলোড দিতে নিচের লিংক ব্যবহার করুন:
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/mqdefault.jpg
Standard definition রেজুলেশনে ডাউনলোড দিতে নিচের লিংক ব্যবহার করুন:
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/sddefault.jpg
Maximum রেজুলেশনে ডাউনলোড দিতে নিচের লিংক ব্যবহার করুন:
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/maxresdefault.jpg
আরও চারটি রেজুলেশন এর লিংক,
480x360 px
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/0.jpg
120x90 px
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/1.jpg
120x90 px
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/2.jpg
120x90 px
https://img.youtube.com/vi/<insert-youtube-video-id-here>/3.jpg
এখানে একটি বিষয় মনে রাখবেন দেখানো নয়টি পদ্ধতিই কাজ করে তবে এটি ভিডিও রেজুলেশন এর উপরে নির্ভর করে। সবচেয়ে হাই কোয়ালিটির ভিডিও গুলোতে সবগুলো পদ্ধতিই কাজ করবে।
মনে রাখবেন এটি শুধু শিক্ষণীয় কাজে ব্যবহারের জন্য, যেমন কিভাবে ভাল থাম্বনেইল বানাতে হয় এবং অন্য থাম্বনেইল থেকে কিভাবে নিজের থাম্বনেইলের ধারনা নিবেন, এসব কাজে ব্যবহার করতে পারেন। অন্য ভিডিও থাম্বনেইল নিজে ব্যবহার থেকে বিরত থাকুন কারণ এখানে কপিরাইট করা থাকে এবং আপনার ভিডিওতে ব্যবহারের ফলে চ্যানেল পর্যন্ত ব্যান খেয়ে যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক হোন।
কষ্ট করে টিউনটি পড়লেন চলুন আপনাকে এই নতুন ট্রিক্সটির কিছু সুবিধা জানানো যাক
আমরা জানি ইউটিউবের Thumbnail ডাউনলোড করার অনেক অনেক ট্রিক্স আছে কিন্তু এই ট্রিক্সটি আমার কাছে চমৎকার লেগেছে তাই শেয়ার করলাম। এর মাধ্যমে আমি অন্য পদ্ধতি গুলো থেকে দ্রুত রেজাল্ট পেয়েছি এবং ভাল রেজুলেশনের ইমেজ পেয়েছি।
কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে আজকের এই ছোট টিপসটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
দারুণ