মনিটর কিনবেন? পৃথিবীর তাবৎ Monitor এর Brand, Model, Specifications কম্পেয়ার করুন Display Specifications এর মাধ্যমে! তারপর মনিটর কিনুন!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আজকে টিউনে আপনাদের পরিচয় করিয়ে দেব দারুণ একটি অনলাইন টুলের সাথে। যার মাধ্যমে আপনি মনিটর কেনাতে দারুণ সহায়তা পাবেন।

সম্প্রতি আমি আমার কম্পিউটারের মনিটর বদলিয়েছি এতে বর্তমান বাজারের সকল মনিটর সম্পর্কে চমৎকার একটি ধারনা হয়েছে। মনিটর কিনতে গেলে যে ভুল গুলো আমাদের হয়, আমরা ভাল করে বাজারের সব মনিটর যাচাই বাচাই করি না। এর ফলে হয়তো কম দামে ভাল মনিটর হাত ছাড়া হয়ে যায়। আবার অনেকে একটি ফিচার খুঁজতে গিয়ে হয়তো ফিচার নেই এটি খেয়াল করে না। আমি জানি যারা মনিটর কিনবেন তারা মনিটরের দাম, পারফর্মেন্স এবং বিভিন্ন বিষয় নিয়ে নানা কনফিউশনে ভোগেন, তাদের জন্যই মূলত আজকের টিউন।

আমরা সাধারণত কম্পিউটারে ব্যবহারের জন্য মনিটর কিনি। হোক মনিটর বা টিভি যেকোনোটি কিনা আগে আমাদের যাচাই বাচাই করে কিনা উচিত। বাজারে অনেক ধরনের মনিটর আছে যেমন, LCD, LED, Curve ইত্যাদি। আমরা যখন মনিটর কিনব তখন অবশ্যই ভেবে চিন্তে কিনতে হয় কারণ এত টাকা দিয়ে মনিটর কিনে যদি ভাল ফিডব্যাক না পাওয়া যায় বা আমাদের মন মত ফিচার না হয় তাহলে সেটা আমাদের কাছে কোন আবেদনই তৈরি করতে পারে না। তাই আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই দুই থেকে তিনটা মনিটরের ভেতর কম্পেয়ার করে তারপর ডিসিশন নেবেন।

বর্তমানে প্রায় সকল ব্র্যান্ড ই তাদের মনিটরের যাবতীয় ইনফরমেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেয়। কেউ কেউ আমার এক মনিটরের সাথে অন্য মনিটরের পার্থক্য সহ তথ্য উপস্থাপন করে।

DisplaySpecifications কি?

বাজারে অনেক ব্র্যান্ড আছে সুতরাং তাদের প্রতিটি ওয়েবসাইটে গিয়ে তাদের মনিটরের আলাদা আলাদা তথ্য নেয়া মোটামুটি বেশ সময়সাপেক্ষ এবং ঝামেলার। তো আজকে আমি এমন একটি অনলাইন টুলের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে বাজারের প্রায় সকল মনিটরের পার্থক্য পাবেন এক-জায়গায়। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে অনেক ডিসপ্লে এর তথ্য আছে যেমন Width, Height, Depth, Weight, Power Consumption, Specifications, Display, Response। এটি আবার বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লের পার্থক্য ও দেখিয়ে থাকে। যেকোনো মনিটর কেনার আগে অবশ্যই আপনি পার্থক্য গুলো দেখিয়ে নিতে পারেন।

DisplaySpecifications

অফিশিয়াল ওয়েবসাইট @ DisplaySpecifications

কিভাবে ব্যবহার করবেন

চলুন দেখা নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই চমৎকার অনলাইন টুলটি।

ধাপ ১

প্রথমে DisplaySpecifications ওয়েবসাইটে চলে যান। খেয়াল করে দেখুন নিচে অনেক নামি দামি ব্র্যান্ডের মনিটর দেখাচ্ছে। পেজের ডান পাশে পাবেন ব্র্যান্ডের নাম গুলো এবং এর নিচে পাবেন বর্তমানের সবচেয়ে বেশি জনপ্রিয় গুলো যা ফিচার্ড করা।

ধাপ ২

আমরা যদি ব্র্যান্ডের দিকে খেয়াল করি এখানে দেখা যাচ্ছে প্রায় সকল ব্রান্ডেরই মনিটর আছে।

ধাপ ৩

চলুন যেকোনো একটি ব্র্যান্ড এ ক্লিক করা যাক। আমি Asus ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন তাদের বিশদ এক মনিটর কালেকশন চলে এসেছে।

ধাপ ৪

যেকোনো মনিটরে ক্লিক করুন। বিস্তারিত তথ্য চলে আসবে। সাথে সাথে আমরা width, height, depth, weight, power consumption, specifications, display, response এই তথ্য গুলোও দেখতে পাচ্ছি। যদি অন্য মনিটরের সাথে পার্থক্য করতে চান তাহলে Add to compare এ ক্লিক করুন। এবার অন্য যেকোনো আরেকটি মনিটরে গিয়ে সেখানেও Add to compare এ ক্লিক করুন।

ধাপ ৫

দুটি মনিটর সিলেক্ট করার পর Compare এ ক্লিক করুন। নিচের ছবিটি ফলো করুন।

আমরা দুটি মনিটরের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি।

সব গুলো আলাদা করে পার্থক্য দেখাচ্ছে

কেন ব্যবহার করবেন DisplaySpecifications

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন DisplaySpecifications এবং DisplaySpecifications এর কিছু সুবিধা।

  • একই সাথে অনেক গুলো মনিটরের বিস্তারিত তথ্য পাবেন
  • মনিটরের মধ্যে পার্থক্য বের করতে পারবেন
  • width, height, depth, weight, power consumption, specifications, display, response এই তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করতে পারবেন

শেষ কথা

মনিটর কিনতে বা ভাল ধারনা পেতে আমি মনে করি এর চেয়ে ভাল কোন টুল হতেই পারে না। আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনার পছন্দের ব্র্যান্ডের মনিটর গুলো দেখবেন যদি কনফিউজড হয়ে যান সাথে সাথে Compare করে নেবেন। আপনিও ব্যবহার করুন এই চমৎকার টুলটি এবং জানান আপনার অভিজ্ঞতা।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই টুলটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ