মহান পবিত্র কোরআন তিলাওয়াত শুনুন ক্রোমের চমৎকার ৫ টি এক্সটেনশন দিয়ে!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমি হটাৎ করে ভাবলাম বিভিন্ন কোম্পানির খোঁজ খবর অনেক নেয়া হয়েছে এখন আলাদা কোন টিউন করা যাক। মাথায় আসলো গুগল ক্রোমের এক্সটেনশন নিয়ে  আলোচনা করা যাক।

আমাদের অন্তরের প্রশান্তির জন্য অনেকেই আমরা কোরআন শরিফ শুনতে ভালবাসি। আজকে কোরান শরিফ শুনার এমন ৫ টি এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি সহজেই কোরানের তিলাওয়াত শুনতে পারবেন। আপনি ব্রাউজার ব্যবহার করার সময় প্লেয়ার গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আসছে রমজানে ই এক্সটেনশন এগুলো আপনাকে কোরআন শরিফ শুনতে দারুণ ভাবে সাহায্য করবে ইনশাল্লাহ!

দারুণ ৫ টি এক্সটেনশন!

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু এক্সটেনশন। যেগুলোর রেটিং খুবই ভাল এবং ব্যবহার একদম সহজ। এক্সটেনশন গুলোর আরেকটি সুবিধা হচ্ছে স্লো ইন্টারনেট স্পীডেও ভাল আউট-কাম পাবেন। এখানে যে ৫ টি এক্সটেনশন নিয়ে কথা বলব একেকটা একেক রকম। তো প্রতিটাতে আলাদা আলাদা সুবিধা পাচ্ছেন।

চলুন আলাদা আলাদা করে পরিচিত হওয়া যাক।

১. Zikr

Zikr এর রয়েছে তিলাওয়াতের বিশাল ডাটাবেজ। এছাড়া এর ইন্টারফেস টিও চমৎকার আপনি যে সুরা শুনতে চান, নাম লিখে সার্চ দিলেই চলে আসবে। আপনি স্লো ইন্টারনেট স্পিডেও এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবেন।

এটি যেহেতু একটি অনলাইন টুল সুতরাং এখান থেকে তিলাওয়াত শুনতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে। প্লেয়ারটি দুইটি ভাগে ভাগ করা। উপরে সূরা গুলো তিলাওয়াত হতে থাকবে এবং নিচে সূরা গুলোর লিস্ট দেখতে পাবেন।

ব্যবহারের শুরুতে এটি আরবি ভাষায় থাকবে আপনি আপনার পছন্দ মত ইংরেজি করে নিতে পারবেন।

ক্রোম এক্সটেনশন : Zikr

২. Quran Player

Quran Player একটি অনলাইন প্লেয়ার মত। এটা দারুণ একটি এক্সটেনশন। Quran Player এর আইকনে ক্লিক করে আপনি সুরার নাম গুলো পাবেন। আপনার পছন্দ মত সুরাতে ক্লিক করে শুনতে থাকুন।

এই প্লেয়ারটি ইন্সটল দিলে এটি ক্রোম ব্রাউজারের এড্রেস বারেই পেয়ে যাবেন। আইকনটিতে ক্লিক করুন আপনাকে সকল সুরার একটি লিস্ট দেখাবে আপনার পছন্দ মত সূরাতে ক্লিক করে তিলাওয়াত শুনতে থাকুন। আপনি চাইল তিলাওয়াত-কারী চেঞ্জ ও করতে পারবেন।

ক্রোম এক্সটেনশন : Quran Player

৩. Live Quran Radio

Live Quran Radio এটিও একটি চমৎকার প্লেয়ার। এখানেও আপনি কোরান শরিফ তিলাওয়াত শুনতে পারবেন। তবে এই প্লেয়ার আপনাকে অতিরিক্ত কিছু সুবিধা দেবে যেমন এখনে আপনি তিলাওয়াত এর ইংরেজি অনুবাদও দেখতে পারবেন।

তাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে বিভিন্ন সূরার অডিও ফাইলও ডাউনলোড করতে পারবেন। এটি একই সাথে তারা অনেক গুলো সুবিধা দিচ্ছে তাদের ওয়েবসাইটে একবার ভিজিট করে আসলেই বুঝতে পারবেন।

ক্রোম এক্সটেনশন : Live Quran Radio

৪. QuickQuran

QuickQuran  একটি অনলাইন প্লেয়ার মত। এটা দারুণ একটি এক্সটেনশন। QuickQuran এর আইকনে ক্লিক করে আপনি সুরার নাম গুলো পাবেন। আপনার পছন্দ মত সুরাতে ক্লিক করে শুনতে থাকুন।

এই প্লেয়ারটি ইন্সটল দিলে এটি ক্রোম ব্রাউজারের এড্রেস বারেই পেয়ে যাবেন। ক্লিক করার পর দুইটি বক্স আসবে, ২য় বক্স থেকে আপনার পছন্দ মত সূরা সিলেক্ট করুন। এখানে আপনি  চাইলে তিলাওয়াত কারী চেঞ্জ করতে পারবেন।

ক্রোম এক্সটেনশন : QuickQuran

৫. Quran Radio

Quran Radio এটি দারুণ একটি এক্সটেনশন যার মাধ্যমে আপনি জনপ্রিয় তিলাওয়াত এবং সুরা গুলা শুনতে পারবেন। এটি ক্রোমের উপরের ডান পাশে আইকনের মাধ্যমে পেয়ে যাবেন।

এই এক্সটেনশনটি খুবই লাইট এবং দ্রুত, ক্লিক করার সাথে তিলাওয়াত শুরু হয়ে যায়।

ক্রোম এক্সটেনশন : Quran Radio

কেন এক্সটেনশন গুলো ব্যবহার করবেন

চলুন জেনে নেয়া যাক কেন এই এক্সটেনশন গুলো ব্যবহার করবেন এবং এক্সটেনশন গুলোর কিছু সুবিধা।

  • কোরান তিলাওয়াত শুনার জন্য আলাদা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না
  • ক্রোমের ছোট একটি এক্সটেনশনের মাধ্যমেই তিলাওয়াত শুনতে পাবেন
  • একই সময় তিলাওয়াত এর সাথে ইংরেজি অনুবাদও দেখতে পাবেন

শেষ কথা:

আলাদা সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল না দিয়ে আমরা কিছু খুব সহজেই এই এক্সটেনশন গুলোর মাধ্যমে কোরআন তিলাওয়াত শুনতে পারি। আমরা যখন ক্রোমে কাজ করব তখন প্লেয়ার গুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আমার ব্যক্তিগত ভাবে এই এক্সটেনশন গুলো চমৎকার লেগেছে।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই টুলটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস