টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমি হটাৎ করে ভাবলাম বিভিন্ন কোম্পানির খোঁজ খবর অনেক নেয়া হয়েছে এখন আলাদা কোন টিউন করা যাক। মাথায় আসলো অনলাইনের এর দারুণ একটি টুল নিয়ে আলোচনা করা যাক, আজকে আলোচনা করব কিভাবে আপনার ইমেইলকে করে তুলবেন আরও আকর্ষণীয় এবং পাঠানো মেইলে এড করবেন কাউন্ট ডাউন।
আমাদের জীবনে ইমেইলে গুরুত্ব অনেক। যদিও এখন চারপাশে রয়েছে অসংখ্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যপ তারপরেও ইমেইলের আবেদন কখনোই কমে নি বা কমবেও না। অফিস আদালতের বিভিন্ন যোগাযোগে এখনো সবাই ইমেইলকেই প্রেফার করে।
বর্তমানে মার্কেটিং অথবা বিপণনে ইমেইলের রয়েছে দারুণ গুরুত্ব। এমনকি সরাসরি বিশাল ক্রেতাকে নতুন কিছু জানানোর একমাত্র মাধ্যম হল ইমেইল বিপণন। অনেক আগে থেকে মার্কেটিং তথা ব্যবসায় বাণিজ্যে ইমেইলের প্রচলন ছিল। পূর্বের ক্রেতাদের সাথে সুসম্পর্ক রক্ষা এবং নতুন পণ্যের ক্রেতা তৈরিতে ইমেইলের বিকল্প নেই। অন্য দিকে ইমেইল বিপণন খুবই জনপ্রিয় বর্তমানে ব্যবসায় জগতে। এর জনপ্রিয়তার অন্যতম কারণ সময় এবং অর্থের অপচয় রোধ। একমাত্র ইমেইলের মাধ্যমে খুবই কম সময়ে এবং কম খরচে যোগাযোগ করা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। বর্তমানে ইমেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইন আদান প্রদান করা যায়।
বর্তমানে ইমেইলের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন, Gmail, yahoo mail ইত্যাদি। ইমেইলের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে Gmail বর্তমানে সর্বাধিক ব্যবহৃত। দ্রুত এবং সহজ যোগাযোগ এর জন্য দিনের দিন আপডেট করা হচ্ছে ইমেইল সেবা।
আজকে আমি দেখাব এই মেইলে কিভাবে একটি দারুণ কাউন ডাউন এড করবেন
Email Taco দারুণ একটি টুল যার মাধ্যমে আপনি আপনার মেইলকে করে ফেলতে পারবেন আরও আকর্ষণীয় এবং যার মাধ্যমে আপনার প্রাপক সহজেই কাজের শেষ ডেট দেখতে পারবেন এবং টাস্ক দ্রুত করার জন্য চাপে রাখবে। এটি মূলত কোডের মাধ্যমে কাজ করে। আপনি যখন Email Taco এর কোড আপনার মেলে দেবেন এটি HTLM এ কনভার্ট হয়ে কাউন্ট ডাউন আকারে প্রদর্শিত হবে।
অফিশিয়াল ওয়েবসাইট @ Email Taco
দারুণ এই Email Taco টুলটি ব্যবহার খুবই সহজ। চলুন ধাপ গুলো দেখে নেয়া যাক।
প্রথমে Email Taco ওয়েবসাইটে যান। হোম পেজে গিয়েই সরাসরি টুলটি পেয়ে যাবেন। এখানে আপনার পছন্দ মত টাইম দিয়ে কাউন্ট ডাউন করতে পারবেন।
Expire date এবং Time এ আপনার চাহিদা মত সময় বসিয়ে নিন। এবং image URL থেকে কোডটি কপি করে নিন।
আপনার মেইলে চলে যান Compose এ ক্লিক করুন।
আপনার মেইলে যাবতীয় তথ্য দিন এবং শেষ হলে ফটো আইকন টিতে ক্লিক করুন।
Web address (URL) থেকে আপনার কপি করা কোডটি পেস্ট করে দিন। Insert এ ক্লিক করুন। এবং মেইলটি সেন্ট করে দিন।
বর্তমানের ইমেইল বক্স পূর্বের থেকে অনেক বেশি আধুনিক। আমরা যদি Gmail এর কথাই ধরি তাহলেই দেখতে পারব, তিনটি ভার্সন আছে। একটি ফোন ভার্সন, একটি ডেক্সটপ ভার্সন এবং আরেকটি ব্যাসিক HTML ভার্সন। তো আপনার মনে প্রশ্ন আসছে পারে Email Taco আসলে কিভাবে কাজ করে? উত্তরটা হচ্ছে, আমরা যে মেইল-বক্স দেখতে পাই সেটা যেহেতু একটি ওয়েবসাইট সুতরাং এটা অসংখ্য HTML এর সমন্বয়ে তৈরি। আমরা যখন Email Taco এর কোডটি মেইলে যোগ করে দেই তখন সেটা বাকি HTLM কোড গুলোর সাথে একত্র হয়ে কাউন্ট ডাউন আকারে প্রদর্শিত হয়।
চলুন দেখে নেয়া যাক প্রাপকের কাছে কিভাবে মেইলটি শো হচ্ছে, পাচ্ছেন মেইলের পাশাপাশি কাউন্ট ডাউন ও শো করছে
কেন ব্যবহার করবেন এটি এবং চলুন জেনে নেয়া যাক Email Taco এর কিছু সুবিধা।
আমরা যখন কাউকে কোন কাজের দায়িত্ব দেই। স্বাভাবিক ভাবেই সে তার ডেট ভুলেই যেতে পারে তো তাকে মনে করিয়ে দেওয়ার এই টুলটি আমার কাছে দারুণ লেগেছে। আপনিও আজকেই ব্যবহার করতে পারেন এই টুলটি।
কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই টুলটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
Vai ar karor comment dekha jai na kno