Vector Creator – লাগবেনা কোন ডিজাইন টিম! সম্পূর্ণ বিনামূল্যে এবং কোন রেজিস্ট্রেশন ছাড়াই নিজেই বানিয়ে নিন আপনার কাস্টম ইলেস্ট্রেশন!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমি হটাৎ করে ভাবলাম বিভিন্ন কোম্পানির খোঁজ খবর অনেক নেয়া হয়েছে এখন আলাদা কোন টিউন করা যাক। মাথায় আসলো অনলাইনের এর দারুণ একটি টুল নিয়ে আলোচনা করা যাক। কিছুদিন আগে আমি আপনাদের ITG Digital – এবার প্রফেশনাল ইলেস্ট্রেশন বানাতে পারবেন আপনিও! কোন ধরনের সফটওয়্যার এর সাথে পরিচয় করে দিয়েছিলাম। আজকে আলোচনা করব আরেকটি অনলাইন টুল নিয়ে যার মাধ্যমে আপনি ফ্রিতে বানিয়ে ফেলতে পারবেন চমৎকার সব ইলেস্ট্রেশন।

icon8 একটি গ্রাফিক্স কোম্পানি যারা ফ্রিতে ছবির জন্য ভেক্টর এবং বিভিন্ন গ্রাফ ডিজাইন করে এবং মিউজিকের জন্যও বিভিন্ন ম্যাটারিয়াল সরবারহ করে। এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি নাম, হোক সেটা ফটোর রিসোর্সের ক্ষেত্রে হোক, সাধারণ ছবির ক্ষেত্রে হোক বা ভেক্টর ডিজাইন বা মিউজিকের ক্ষেত্রে হোক। icon8 বিভিন্ন টুল পাওয়া যায় যেমন, ফ্রি মিউজিক ম্যাটারিয়ালের জন্য Fugue, ইউজারদের নিজেদের গ্যালারি তৈরি করার জন্য Moose Photos এবং কোড থেকে বিভিন্ন আইকন বানানোর জন্য Omg-img project.।

Vector Creator কি?

আজকে আমি icon8 এর দারুণ একটি টুল নিয়ে আলোচনা করব, সেটা হল Vector Creator। এই টুলের মাধ্যমে আপনি সহজেই যেকোনো ইলেস্ট্রেশন বানানোর ম্যাটারিয়াল তৈরি করে নিতে পারবেন। মাজার ব্যাপার হচ্ছে সকল কাজ করে ফেলতে পারবেন আপনার ব্রাউজারের মাধ্যমে আলাদা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না।

Vector Creator

অফিশিয়াল ওয়েবসাইট @  Vector Creator

কিভাবে ব্যবহার করবেন:

এটি ব্যবহার খুবই সহজ কয়েকটি ধাপের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আপনার ইলেস্ট্রেশন ম্যাটারিয়াল। সর্বশেষ আপনার করা ডিজাইন ডাউনলোড করে নিতে পারবে, PNG অথবা SVG ফর্মেটে। তবে SVG তে ডাউনলোড করার জন্য আপনাকে এটার প্রো ইউজার হতে হবে।

ধাপ ১

প্রথমে Vector Creator ওয়েবসাইটে চলে যান। নিচের মত একটা পেজ আসবে। এখানে একটি ডেমু দেখতে পাবেন। এবার আমাদের ডিজাইন করার পালা। Strat creating for free তে ক্লিক করুন।

ধাপ ২

ক্লিক করার পর এটি vector creator tool এ ঢুকবে। স্ক্রিন টি দুইভাগে ভাগ হবে। ডান পাশে থাকবে এডিট করার এরিয়া এবং বাম পাশে থাকবে ম্যাটারিয়াল গুলো। আপনি চাইলে আপনার পছন্দ মত ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন অথবা সব গুলো একসাথেও দিতে পারেন। আমি দুইটি অবজেক্ট সিলেক্ট করলাম।

এডিট শুরু করার আগে আমার পরামর্শ থাকবে সাইজ সিলেক্ট করে নেবেন। এখানে classic 3:2, Standard 4:3 wide 16:9 square 1:1 সাইজের পাশাপাশি আলাদা করে ফেসবুক, ইনস্টাগ্রামেরও সাইজ পেয়ে যাবেন। ইচ্ছে মত সাইজ সাইজ সিলেক্ট করে নিন।

ধাপ ৩

All Stayles ক্লিক করলে সব গুলো স্টাইল দেখাবে। আপনার ব্যবহারের জন্য যেকোনো স্টাইল সিলেক্ট করুন। ম্যাটারিয়াল গুলো সিঙ্গেলই দেখাবে আপনি চাইলে পরবর্তীতে এগুলো একসাথে করতে পারবেন। ভাল ভেক্টর বানানোর জন্য আপনার শুধু ভাল চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি হলেই হবে।

ধাপ ৪

ইলেস্ট্রেশনকে আরও সুন্দর বানাতে প্রয়োজন মত Character, Plant এবং Background এ ক্লিক করে সেগুলো ব্যবহার করতে থাকুন যতক্ষণ না মিলে।

এখানে দারুণ একটি সুবিধা হচ্ছে প্রতিটি ইলেস্ট্রেশন চাইলে জুম, রুটেশন, ফ্লিপ এমনকি বিভিন্ন লেয়ারেও পরিবর্তন করতে পারবেন। এটা করার জন্য ক্যারেক্টারে রাইট ক্লিক করুন দেখবেন অপশন চলে আসবে। আমি মানুষ সিলেক্ট করেছিলাম, দেখতেই পাচ্ছেন পাশে কালার পরিবর্তনের পাশাপাশি বাকি অপশন গুলোও চলে এসেছে।

ধাপ ৫

Vector Creator এর মাধ্যমে আপনি ছবিতে চাইলে Text ও এড করতে পারেন। Text মেনুতে ক্লিক করে সেখানে বিভিন্ন ধরনের জনপ্রিয় ফন্ট পেয়ে যাবেন। আপনি চাইলে Text এর style, alignment, color, zoom পরিবর্তন করে নিজের চাহিদা মত করে নিতে পারবেন। আমি উদাহরণ হিসাবে Techtunes লিখেছি।

ধাপ ৬

আমাদের কাজ মোটামুটি শেষ এবার ডাউনলোড করার পালা। উপরের ডান পাশ থেকে Export এ ক্লিক করুন। আপনি দুইটি ফরমেটে ডাউনলোড করতে পারেন। তবে ফ্রি তে আপনি PNG তে ডাউনলোড করতে পারলেও SVG তে করতে হলে তাদের প্রো ইউজার হতে হবে।

আপনি যদি SVG ফরমেটে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশীল নিতে হবে আর এই জন্য প্রতিমাসে প্রায় ২০ ডলার গুনতে হবে।

Vector Creator এর দারুণ কিছু সুবিধাঃ

চলুন Vector Creator এর দারুণ কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক। এবং জেনে নেয়া যাক কেন এটি ব্যবহার করবেন।

  • কোন ধরনের সফটওয়্যার ডাউনলোড ইন্সটলেশন ছাড়াও তৈরি করতে পারবেন ইলেস্ট্রেশন
  • ইলেস্ট্রেশন তৈরি কর‍তে আপনি সেখানে পাচ্ছে ১২ টি Stayle এবং 3000 এর উপরে ম্যাটারিয়াল।
  • প্রতিটি প্যাটার্ন সহজের resize, Positioned, flipped করা যায়।
  • দুইটি ফরমেটে ডাউনলোড করা যাবে ইলেস্ট্রেশন।

শেষ কথাঃ

আমার কাছে এই টুলটি ভাল লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এতে যাবতীয় কাজ করে ফেলা যায় কোন ধরনের লগিন করা ছাড়াই। নিজের তৈরি করা ইলেস্ট্রেশনও ডাউনলোড করা যায় বিনা মূল্যে।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস