আপনার পছন্দের প্রোডাক্ট এর মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে পড়েছেন দ্বিধায়? আপনার প্রোডাক্ট কিনতে সলিড ডিসিশন দিবে ভার্সেস Versus

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

আমাদের কিন্তু এরকম প্রায়ই হয় যে আমাদের কোন একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে কিন্তু এর মধ্যে থাকে কোনটি পছন্দ করবো তা ঠিক করতে দিশাহারা হয়ে যাই। এর মূল কারণ হচ্ছে আমরা Side by Side সঠিক ভাবে প্রোডাক্টগুলো কম্পেরিজন করতে পারিনা। কিনবেন হয়তো স্মার্ট ফোন অথবা হেডফোন, হয়তো কিনবেন একটি, কিন্তু পছন্দ হয়েছে তিনটি মডেল। এখন ডিসিশন নিতে পারছেন না কোনটি কিনবেন। আপনাকে এই ডিসিশন মেকিং এ সাহায্য করতে রয়েছে দারুণ একটি ওয়েব সার্ভিস - ভার্সেস Versus।

Versus এর মাধ্যমে আপনি আপনার পছন্দের প্রোডাক্টের Side by Side কম্পেরিজন করতে পারবেন এবং খুব সহজে ডিসিশন নিতে পারবেন কোনটি কেনা আপনার জন্য বেস্ট হবে আপনার বাজেট অনুযায়ী।

প্রোডাক্ট কম্পেরিজন এর অনেক সার্ভিস রয়েছে। তবে বেশির ভাগ প্রোডাক্ট কম্পেরিজন এর সার্ভিস বা সাইট গুলো খুবই মনোহলিক। মানে খুবই গতানুগতিক। প্রোডাক্ট কম্পেরিজন এর সাইট গুলো আপনাকে শুধুমাত্র আপনার সিলেক্ট করা প্রোডাক্টগুলোর সাইড বাই সাইড পেরামিটার গুলো দেখাবে এর বেশি কিছু নয়।

তবে Versus এর মূল বৈশিষ্ট্য এটি আপনাকে প্রোডাক্ট কম্পেরিজনের পাশাপাশি একটি প্রোডাক্ট অন্য প্রোডাক্টের থেকে কোন কোন দিক দিয়ে ভাল এবং স্পেসিফিকেশনে বেশি আছে, স্পেসিফিকেশন বেশি আছে না কম আছে। সেটির একটি তুলনামূলক চিত্র আপনাকে তুলে ধরবে। যার ফলে আপনি খুব সহজেই ডিসিশন নিতে পারবেন আপনার সিলেক্ট করা প্রোডাক্ট এর মধ্যে আপনার বাজেট অনুযায়ী কোন প্রোডাক্ট টি কেনা আপনার জন্য বেস্ট হবে।

Versus এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেকোনো প্রোডাক্টের ডিটেইল, গ্রাফিক্যাল ও In- Depth স্পিসিফিকেশন ইনফরমেশন পাবেন যা আর অন্য কোনো প্রোডাক্ট কম্পেরিজন সার্ভিস এ আপনি পাবেন না।

আমার কাছে Versus সার্ভিসটি অসাধারণ লেগেছে এবং আমি আমার Day to Day লাইফে প্রোডাক্ট ডিসিশনে এখন সব সময় Versus ব্যবহার করি। তবে শুধু স্মার্টফোন, হেডফোন এগুলি নয়। Versus থেকে আপনি মোবাইল ডিভাইস, ওয়ারেবল, ফটো, ভিডিও, অডিও, কমিউটার এক্সেসরিস, প্রিন্টার, স্ক্যানার, সফটওয়্যার, এডুকেশন, ট্রাভেল, ট্রান্সপোর্ট, গার্ডেন াই আপনি যাই কিনতে চান না কেন, কেনার ক্ষেত্রে আপনার ডিসিশন কে আরও সহজ করে দিবে Versus.

Versus

অফিসিয়াল ওয়েবসাইট @ Versus

আপনিও নিজে এক্সপেরিয়েন্স করুন আর অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান কেমন লেগেছে ওয়েব সার্ভিসটি অথবা কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করুন।

অবশ্যই অবশ্যই আমার টিউনটি জোসস করুন এবং আমার টিউনার প্রোফাইলে গিয়ে ফলো বাটনে ক্লিক করে আমাকে টেকটিউনসে ফলো করুন তাহলে আমি আপনােরকে নিয়মিত দারুন সব মাইক্রো টিউন উপহার দিতে পারবো।

Level 1

আমি মাইক্রো টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস