আচ্ছা মজিলা ফায়ারফক্সকে যদি ইচ্ছামত কেটে ফেলা হয়, তবে কেমন হয় ব্যাপারটা? সন্দেহ নেই, যে কেউ অবাক হবে তা দেখে। কি ভাবছেন, এটা কিভাবে সম্ভব? হ্যা সম্ভব, ফায়ারফক্সের সম্ভবের তালিকাটা যে মস্ত বড়।
কঠিন মনে হলেও বিষয়টি কিন্তু খুবই সহজ। ঠিক ধরেছেন, এ্যাড-অন দিয়ে সবই সম্ভব। ফায়ারফক্সের অ্যাড-অনগুলো যেন একেকটি যাদুর কাঠি, শুধু পরশ বুলালেই চলে। তো এবার কাজের কথায় আসি, ফায়ারফক্সের যে এক্সটেনশনটি এই কাজ করবে তার নাম Split Browser । শিরোনাম দেখে যদি আশ্চর্য হয়ে থাকেন, তাহলে এবার খুলে বলি আসল কথাটা। এ্যাড-অনটির কাজ হলো একই উইন্ডোতে একাধিক ওয়েব পেজ খুলতে সাহায্য করা। নিচের স্ক্রিনশটটি দেখুন।
আপাতদৃষ্টিতে কেটে কেটে টুকরো করার মতই। একাধিক ট্যাগকেও পাশাপাশি বা উপর-নিচে একই উইন্ডোতে যুক্ত করা যাবে।
মজার এই অভিজ্ঞতা পেতে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমম.. খুব ভাল একটা বুদ্ধি মাথায় এল.. এক স্প্লিটেড উইন্ডোতে ietab দিয়ে ওয়েবপেইজ খুলে একই সাথে ফায়ারফক্স আর ইন্টারনেট এক্সপ্লোরারের ক্রসব্রাইজিং চেক করা যাবে। ওয়েব ডিজাইনাররা এভাবে অনেক সময় বাঁচাতে পারবে। নাইস!
Mithun bai upload korar por aditore peron korte hobe ki . Comment ta mobile theke tai bangla aseni
ফ্যাসিলিটি ভাল, কিন্তু ফায়ার ফক্স স্লো………………….ব্যবহার করে শান্তি পায় না।।। ।।।আমি এখন Apple Safari 4 ব্যবহার করে থাকি. এটাতে কিছু পান কিনা দেখেন………
প্রথম আলো ফন্ট ডাউনলোড করে ফন্ট ফোলডারে পেষ্ট করুণ আর স্পষ্ট প্রথম আলো পড়ুন আগুন শিয়ালে।
হুমম… ভালো লাগলো।