আজকাল শুধুই অনলাইন স্টোরেজ এর জয় জয়কার। এই ফিচার আমারদের প্রয়োজনীয় ডেটা সমূহকে করেছে আরো সংরক্ষিত, আমাদের পিসির জায়গা বাঁচিয়ে দিয়েছে দ্রূত কাজ করার ক্ষমতা। এর আগেও কয়েকটি জনপ্রিয় ওয়েব স্টোরেজ - ড্রপবক্স এবং মিডিয়াফায়ার নিয়ে টিউন হয়েছে।
তবে আমার কথা হল ফ্রি তে এদের দেয়া যায়গা টা আহামরি বেশি কিছু না। তাই আমরা যদি ওয়েবের সর্বোচ্চ জায়গাটুকু ব্যবহার করতে পারি তহলে আমাদের পারফরমেন্স রেট হয়ত আরো বৃদ্ধি পাবে।
আমাদের যাদের জিমেইল এ্যাকাউন্ট আছে তারা সবাই জানি জিমেইল প্রত্যেক এ্যাকাউন্টেই 2.8 গিগা জায়গা দিচ্ছে। যার অধীকাংশই ব্যবহার করছি না আমরা। এই মন্দার বাজারে এরকম মহামূল্যবার স্পেস ফেলে রাখাটা আসলে বোকামী।
তাই আসুন এই বোকামীকে আর দীর্ঘস্থায়ী না করে কিভাবে জিমেইলের দেয়া এই জায়গাকে নিজের ওয়েব স্টোর হিসেবে কাজে লাগাই -
জয়তু ফায়ারফক্স। এখানেও ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে ফায়ারফক্সের আরেকটি এ্যাডঅন্স। এর কাজ অনেকটা এফটিপি এ্যাপ্লিকেশানের মত। এটি সাধারনত চারটি মোড এ এ্যাভেইলেবল ( ফাইল ট্রান্ফার, প্লেয়ার, ফটো মোড এবং জিমেইল ড্রাউভ মোড )।
উপরের ছবিটি ফাইল ট্রান্সফার মোডের।
উপরের বাম হতে মাই কম্পিউটারে আপনার ফাইল সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন। ভেরী সিম্পল।
এটি উপরের পদ্ধতি হতে আরো মজাদার এবং সিম্পলও বটে। এখান থেকে জিমেইল ড্রাইভের সেটআপ ফাইলটি ইন্সটল করে নিন। ইন্সটল করার সাথে সাথে আপনি আপনার মাই কম্পিউটারে জিমেইল ড্রাইভ নামে আরেকটি ড্রাইভ দেখতে পারবেন।
এরপর?? আপনারা নিশ্চই ড্রপবক্সের কথা ভূলে যাননি। হ্যাঁ, ঐ ড্রাইভে জাষ্ট ড্র্যাগ ড্রপ করে দিলেই হবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই আপনাকে এবং সেই সাথে সকল টিউনার বন্ধুদের কয়েকটা প্রশ্ন করি , একটু ভেবে উত্তর দিয়েন।
1. আমাদের দেশের কম্পিউটার যে সব ভাইরাসে বেশি আক্রান্ত হয়, USA, UK, Australia এসব দেশের কম্পিউটার ও কি সেসব ভাইরাসে ততটা আক্রান্ত হয় ?
2. USA, UK, Australia এসব দেশের ইউজাররা যেসব সাইটে বেশি প্রবেশ করে আমরাও কি করি?
3. একটি ভাইরাস কি একই সাথে সব জায়গায় সমান আক্রমন করে?
4. আমাদের দেশ সহ দক্ষিন এশিয়ার অন্য দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় তার ডাটা কি USA এর একটি এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে নাকি দক্ষিন এশিয়ার এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে?
5. কোন ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস শুধু Clean করলে উক্ত ফাইল বেশি ভাগ সময় আর কাজ করে না কিন্তু উক্ত ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস যদি Clean & Repaire করে তবে সেই ফাইল পূর্বের মতোই কাজ করে। এখন বলুন কোন এন্টিভাইরাসটি ভালো যেটা Clean করে নাকি যেটা Repaire করে?
ধন্যবাদ টিনটিন ভাই, আমি অনেকদিন ধরেই জি-স্পেস ব্যবহার করি। কাজের জিনিস, কিন্তু জিমেইল ড্রাইভটা বাজে। এটার খুবই সমস্যা আছে। এখন বললাম না। ঠিকআ বলেছেন জয়তু ফায়ারফক্স, ভালবাসি ফায়ারফক্স।
Excellent, really, it is …………………
I dont know how to explain your nice tune
Hope and except next nice tune
AL AMIN
KINGDOM OF BAHRAIN
জিমেইল এ্যাকাউন্টে আমার 7324 MB জায়গা দিছে… ভালই… প্রয়োজন হলে আমিও এটা কাজে লাগায়