ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড তৈরীর আগে এটির জন্য ডিজাইন তৈরী করার জন্য অতিরিক্ত খরচ করতে হয়। আবার অনেক সময় তাড়াহুড়োয় পছন্দমত কার্ডটি তৈরী করতে পারা যায় না। তবে এই কাজটি অত্যান্ত সহজে ও বিনামূল্যে করতে পারা যায় http://businesscardstar.com/ এই ঠিকানা থেকে। এমন কি এই ওয়েবসাইট থেকে কার্ডটি প্রিন্ট করার অপশন ও পাবেন।
ডিাজইন করা থেকে শুরু করে প্রিন্ট করার কাজটি পর্যায়ক্রমে করার ব্যবস্থা রাখা হয়েছে। ১০০টির ও বেশী লেআউট থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন যেকোন রং এর ডিজাইন, যে কোন আকার বা রং এর ফন্ট। ডিজাইন কার শেষে প্রতি পৃষ্ঠাতে কতগুলি কার্ড প্রিন্ট কটতে চান সেটি ঠিক করে প্রিন্টও করতে পারবেন । ডিজাইনটি পিডিএফ ফাইল হিসাবে সেভ করে প্রিন্ট করাতে পারবেন যেকোন প্রেস থেকে। তাছাড়া যদি নিজের বাসা থেকে প্রিন্ট করতে চান সেই অপশন ও পাবেন এখানে।
এখান থেকে কার্ড তৈরীর আগে এখানে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে এবং তৈরী শেষ করে ওদের ওয়েব সাইটে কার্ডটির একটি কপি রেখে দিতে হবে।
আমি nasir khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
simply joss একটা টিউন ……. কিপ গোয়িং ব্রাদার!