StumbleUpon – ইন্টারনেট সার্ফারদের জন্য অপূর্ব একটি সেবা

ওয়েবসাইট ঘাঁটাঘাঁটিতে অভ্যস্ত এমন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অগণিত। সবাই যে ব্লগিং করেন, সোশাল মিডিয়া ব্যবহার করেন, সংবাদ পড়েন, এমনটা না। অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই তাদের পছন্দের বিষয়বস্তুর উপর নির্মিত ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে থাকেন। যারা এই সার্ফিংয়ে অভ্যস্ত, তাদের জন্য অবশ্যই একটি সহায়ক নেটওয়ার্ক হচ্ছে স্টাম্বল আপন, যা জয় করে নিয়েছে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মন। আসুন জেনে নিই স্টাম্বল আপন কী এবং কেন।

স্টাম্বল আপনের পরিচয়

স্টাম্বল আপন মূলত এমন একটি ওয়েবসাইট বা নেটওয়ার্ক যেখানে প্রতিনিয়ত কোটি কোটি ওয়েবসাইটের মধ্য থেকে স্টাম্বলাররা (স্টাম্বল আপনের ব্যবহারকারী) ওয়েবসাইট ভিজিট করে যাচ্ছেন এবং তাদের পছন্দ হলে “ভালো” আর অপছন্দ হলে “খারাপ” হিসেবে চিহ্নিত করে যাচ্ছেন। স্টাম্বলাররা চাইলে তাদের পছন্দ-অপছন্দের ওয়েবসাইট নিয়ে রিভিউও লিখতে পারেন। এক কথায়, স্টাম্বল আপনের মাধ্যমে আপনি আপনার পছন্দের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন এবং আপনার ভালো লাগলো কি খারাপ লাগলো সে বিষয়ে র‌্যঙ্কিং করতে পারবেন। এবারে আসুন জেনে নিই কী উদ্দেশ্যে স্টাম্বল আপন নির্মিত।

স্টাম্বল আপন – জনপ্রিয়তার মূল কারণ

স্টাম্বল আপনের মাধ্যমে ইন্টারনেট সার্ফাররা ইন্টারনেট জগতের কোটি কোটি ওয়েবসাইট থেকে তাদের পছন্দের ক্যাটাগরির নতুন নতুন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। কারো কারো জন্য এটাই অনেক আনন্দের যে ইন্টারনেট জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ওয়েবসাইটের মধ্য থেকে পছন্দের ক্যাটাগরির নতুন নতুন ওয়েবসাইট ভিজিট করতে পারছেন। তবে স্টাম্বল আপনের কাজ এখানেই শেষ নয়। আপনি নতুন নতুন সেসব সাইটগুলোকে রেটিংও করতে পারবেন “থাম্বস আপ” বা ভালো অথবা “থাম্বস ডাউন” বা খারাপ হিসেবে। ইচ্ছে করলে সেই সাইট সম্বন্ধে রিভিউও লিখতে পারবেন আপনি। এভাবে শত শত স্টাম্বলার প্রতিনিয়ত অন্যান্য স্টাম্বলারদের ভিত্তিহীন বা অসম্পূর্ণ ওয়েবসাইট দেখা থেকে বিরত রাখছেন এবং ওয়েবসাইটকে রেটিংয়ের মাধ্যমে স্বচ্ছ একটি সার্চ ইনডেক্স গড়ে তুলছেন। কারো কারো মতে, স্টাম্বল আপন গুগল সার্চ ইঞ্জিনের চেয়েও বেশি উপকারী। গুগল ভক্তরা হয়তো কথাটি শুনেই অবিশ্বাস করবেন। কিন্তু যুক্তি দিয়ে বিচার করলে স্টাম্বল আপনকে গুগলের চেয়ে বেশি উপকারী হিসেবেই পাওয়া যায়।

গুগলের চেয়ে বেশি উপকারী? কেন?

গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে যারা জানেন, তারা নিশ্চয়ই জানেন যে ভালো এসইও করতে পারলে যেকোন সাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পাতার প্রথমে আনা সম্ভব। এভাবে ভালো অপটিমাইজেশন জানলে যেকেউই তার সাইট বা ব্লগকে গুগলের সার্চ রেজাল্ট পাতায় প্রথমে আনতে পারেন। লক্ষ্য করে দেখুন, এখানে সাইটগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর ভিত্তি করে ফলাফল পাতায় উপরে আসছে। কিন্তু খুব উপকারী বা অত্যন্ত ভালো একটি ওয়েবসাইটের ওয়েবমাস্টার যদি এসইও ভালো না জানেন, তাহলে তার সাইটটি যথেষ্ট উপকারী বা ভালো হওয়া সত্ত্বেও দূরে থাকছে সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে। অন্যদিকে স্টাম্বল আপনে ইনডেক্স থাকা সকল সাইট, ব্লগ বা পোস্ট আপনার মতো সাধারণ মানুষই রেটিং করেছেন। অর্থাৎ, স্বয়ংক্রিয় কোনো পদ্ধতি নেই স্টাম্বল আপনে সার্চ রেজাল্টে আগে আসার জন্য। আপনার সাইট যদি সত্যিকারর্থেই উপকারী বা ভালো হয়, তাহলে আপনার সাইটের ব্যবহারকারীদের দ্বারাই তা স্টাম্বল আপনে ভালো অবস্থানে ইনডেক্স হবে।

যেভাবে স্টাম্বলার হবেন

প্রথমেই স্টাম্বল আপনের ওয়েবসাইট ভিজিট করে স্টাম্বলারদের জন্য বিশেষ টুলবারটি ডাউনলোড করে নিন। টুলবারটি দেখতে নিচের মতো হবেঃ

ইন্সটল সম্পন্ন হলে স্টাম্বল আপনকে আপনার পছন্দ বা আগ্রহ রয়েছে কোন ধরনের ওয়েবসাইটে, সেটা জানাতে হবে। অর্থাৎ, ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

ক্যাটাগরি নির্বাচন সম্পন্ন হলে স্টাম্বল বাটনে ক্লিক করুন। এবার আপনার পছন্দের ক্যাটাগরির ভালো ভালো কিছু ওয়েবসাইটের ঠিকানা পাবেন।

ভিজিট করার সময় কোনো সাইট যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে স্টাম্বলার টুলবার থেকে I like it বাটনে ক্লিক করলেই হবে। অন্যদিকে অপছন্দ হলে “থাম্বস ডাউন” বাটনে ক্লিক করুন।

এভাবে আপনি যতখুশি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং রেটিং দিয়ে যেতে পারবেন। স্টাম্বল আপন টুলবারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

টিউনটি বছরখানেক আগে লেখা হয়েছিল। খুব একটা আপডেটের দরকার হয়নি তাই সেভাবেই প্রকাশ করে দিলাম। এতোদিন প্রকাশ হয়নি কারণ কোনোভাবে টিউনার ম্যানেজমেন্ট প্যানেল এটাকে পছন্দ করেনি বা এড়িয়ে গেছে। বলা বাহুল্য, তখন আমার সব টিউন টিউনার ম্যানেজমেন্ট প্যানেল দ্বারা রিভিউপূর্বক প্রকাশিত হতো।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বহুদিন পর আপনার টিউন পড়লাম।
ভাল লাগল। ধন্যবাদ।
আশা করি এখন নিয়মিত লিখবেন।

Level New

ভালো লেগেছে, দেখতে হবে কেমন

Level 0

আমি আর ৮৭৮ ভাই মিলে একটি টুলবার বানিয়েছি টুলবারটি ভিজিট করে দেখতে পারেন পছন্দ হলে ডাউনলোড করতে পারেন ।টুলবারটি হল
http://www.fundoor.ourtoolbar.com

অবশ্যই স্টাম্বল আপন ওয়েব সারফারদের জন্যে ভালো একটি প্ল্যাটফর্ম… তবে এতে আমাদের বাংলাদেশী মেম্বারের সংখ্যা খুবই নগন্য… অনেকে তো হয়তো নামই শোনেনি জীবনে… কিন্তু ব্যবহার করলে মজা বোঝা যায় পাশাপাশি নিজের ব্লগ বা ওয়েবসাইটেরও একটু পাবলিসিটি করা সম্ভব এর দ্বারা… বেশ অনেক দিন পর টেকটিউনসে আপনার লেখা পেলাম… কোন কলেজে ভর্তি হবেন বলে চিন্তা-ভাবনা করেছেন?

    কমার্স কলেজে ইচ্ছে ছিল। হয়তো চান্সও পাবো কিন্তু খরচ একটু বেশি। তাই বিএএফ শাহীন অথবা আদমজী ক্যান্টনমেন্টে চেষ্টা করে দেখবো। কেউই তো এখনো সার্কুলার দিল না।

স্টাম্বল সম্পর্কে তেমন ভাল করে জানতাম না।আপনার পোস্ট পড়ে অনেক নতুন কিছুই জানলাম।ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ