ফেসবুকের মাধ্যমে ভয়েস চ্যাট করুন তাও আবার ফেসবুকের ডিফল্ট চ্যাট অপশনের মাধ্যমে

আশা করি টেকটিউনের সকল টিউনার এবং অন্যরা সবাই ভালো আছেন। আমার প্রায় সবাই ফেসবুকের মাধ্যমে ম্যাসেজ চ্যাট করে করে থাকি। কিছু দিন আগে শাকিল আরেফিন ভাই আমাদের একটি টিউন উপহার দিয়েছিল যে, কিভাবে ফেসবুকে ভয়েস চ্যাট করা যায়ে। সেটা ছিল একটি ফেসবুক এপ্লিকেশন।

কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার অথবা ফায়ারফক্স এডঅন শেয়ার করব যার মাধমে আপনি খুব সহজে অনলাইনে থাকা আপনার ফেসবুক বন্ধুদের সাথে ভয়েস চ্যাট করতে পারবেন। তাও আবার ফেসবুকের ডিফল্ট চ্যাট বক্সের মাধ্যমে। শুধু মাত্র এই লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাওনলোড করুন এবং আপনার কম্পিউটারে সেটআপ দিন। আশা করি সফটওয়্যার সেটআপ দিতে আপনাদের কোন প্রকার কষ্ট হবে না। তাই সেটআপ পদ্ধতি বর্ণনা না করে এটার চালনা পদ্ধতি নিম্নে চিত্রের মাধ্যমে তুলে ধরলাম।

প্রথমে ফেসবুকে লগইন করুন। যদি আপনি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করেন তাহলে নিচের দিকে ডান পাশে কোনায় একটি আইকন তৈরি হয়েছে।তার নিচের ছবির মত করে দেখতে।

The Chat Phone

সেখানে ক্লিক করুন। কিছু সময় নিবে লোড হতে। এরপর আপনার ফেসবুক একাউন্টের ডানপাশে একটি সফটওয়্যার চালু হবে। নিচের ছবির মত করে।

The Chat Phone

এবার আপনার ফেসবুকের ডিফল্ট চ্যাট অপশন হতে আপনি যে বন্ধুর সাথে ভয়েস চ্যাট করতে চান তাতে ক্লিক করুন।নিচের ছবির মত।

The Chat Phone

এরপর চ্যাট বক্সের উপরের ডান পাশে। কল নাও তে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ করুন।

The Chat Phone

যদি আপনার বন্ধুটির কাছে উক্ত সফটওয়্যারটি পূর্বে না থাকে তাহলে তার কাছে একটি ম্যাসেজ যাবে এটার মত।

The Chat Phone

ঐ খান হতে সফটওয়্যারটি ডাওনলোড করে শুরু করে দিন আপনার বন্ধুরে সাথে ফেসবুকে ভয়েস চ্যাট।

Download

বি: দ্র: এটা সাধারনত মজিলা ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করে।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very good idea brother,thanks for share

ভালো সফটোয়ার, ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনিট পড়ার জন্য।

good but only to facebook friend.

    অবশ্যই ফেসবুকের জন্য। এটাই তো অনেক কিছু।

thanks brother

চেষ্টা করে দেখবো

    চেষ্টা করে দেখেন। অবশ্যই সফল হবেন।

কাজ হয়েছে।
ধন্যবাদ। 😀

সুন্দর টিউন । কাজে লাগবে । ধন্যবাদ ।

    আপনাদের কাজে লাগলেই আমার টিউনটি সফল হবে। আশা করি অবশ্যই কাজে লাগবে।

ফেসবুকে লগইন করে বসে আছি মাগার পোলাপাইন নাইকা।

    এই সিস্টেম দেখলে পোলাপাইনের আকাল থাকব না। বন্ধুদের ডাউনলোড করবার কন।

fine… 🙂

ধন্যবাদ । এটা আমি use করছি।

ধন্যবাদ সুন্দর সফটওয়্যারটির জন্য।

Bhai Mozila ta hosana amar verson 4 beat. plz help me

Bhai Mozila ta hosana amar verson 4 beat.Internet Explore 8 e kajhoisa. plz help me

bhai…. install korsilam KOYEKDIN aage………magar KAAM kore nai////

sob kisui hoy… khali CALL kay na!!
kahinita ki koite parben???