এর আগেও অনেক সিম্পল সিম্পল ওয়েবওয়্যার নিয়ে লিখেছি যেগুলো টিউনার বন্ধুদের অনেকেরই ভালো লেগেছে এবং কাজে এসেছে। তাই ভাবলাম আবারো নতুন কিছু ওয়েবওয়্যার নিয়ে রাউন্ডআপ করি। তাই টিউনার বন্ধুরা আসুন দেরী না করে দেখে নেই নতুন টুলগুলো -
আপনার কোন ইম্পরট্যান্ট ডেটা আপনার ফ্রেন্ড এবং কলিগদের সাথে শেয়ার করার জন্যে আপনি এর মাধ্যমে প্রাইভেট ইউআরএল ক্রিয়েট করে তা শেয়ার করতে পারবেন। স্বাভাবিকভাবেই এর সাহায্যে ঝামেলা অনেকটাই কমে যাচ্ছে। এছাড়াও আছে কোড পেষ্টিং, টেক্সট এডিটরে স্টোরি বিল্ডআপ, ইমেজ ও ভিডিও আপলোডিং অথবা যে কোন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে ভিডিওর লিংক শেয়ার করা সম্ভব হবে কোন রকম রেজিস্ট্রেশান ছাড়াই!!
আরেকটি কাজের জিনিস। এর সাহায্যে আপনি যেকোন লম্বা অযাচিত লেন্থের লিংককে বার্ন করে ছোট করে ফেলতে পারেন। এটার মহাত্ব্য হয়ত অনেকেই বুঝতে পারবেন না। তবে ডিজাইনাররা বোধহয় এই ব্যাপারটা নিয়ে ভেবে থাকেন। তাছাড়া বড় লিংককে ছোট করার প্রসেস নিয়ে একটা টিউনও বোধহয় আগে হয়েছে আমাদের টেকটিউনসে।
অনলাইন ভয়েস কনফারেন্সিং করার জন্যে একটি উপযোগী ওয়েবওয়্যার। একই সময়ে সর্বোচ্চ ২০০জনের সাথে ভয়েস কনফারেন্সিং করার সুবিধাও দিচ্ছে এই ওয়েব প্ল্যাটফর্ম। আনি একটি কনফারেন্স ক্রিয়েট করে আপনার ফ্রেন্ড অথবা কলিগদের সেই লিংক সেন্ড করুন। তারা সেই লিংকের সাহায্যেই অতি সহজেই সেই কনফারেন্সিং এ শামিল হবে পারবে।
এটাই একমাত্র ওয়েবসার্ভিস যার সাহায্য আপনি একটি ওয়েবপেজকে আরেকজনের কাছে মেইল করতে পারবেন। একটি ফ্লাশ এনভাইরোমেন্টে সম্পূর্ণ ওয়েব পেজকে ক্যাপচার করে ইমেইলটি করা হয়ে থাকে।
অনেক ইমেজ শেয়ারিং এবং স্টোরিং সাইটের ব্যাপারে আমরা অনেকেই জানি। সেগুলো এখন জনপ্রিয়তার তুঙ্গে। তবে সিম্পলের মধ্যে বিবেচরা করলে ইমেজার এর কোয়ালিটি আসলেই প্রসংশার দাবী নাখে।
এটি একটি অনলাইন সার্ভার চেকিং রিসোর্স। এর সাহায্যে একটি ওয়েবসাইট কাজ করছে কি না, সার্ভার অফলাইন হয়ে আছে কি না, সাভারের আইপি এ্যাড্রেস লোকেট করা, কোন ডোমেইন কোন সার্ভারে হোষ্ট করানো ইত্যাদী ফিচারের কাজ সম্পাদন করা যাবে।
এটি একটি ডকুমেন্ট সার্চ ইজ্ঞিন। ওয়েব থেকে বিভিন্ন ডকুমেন্টস এবং ইবুক খুজে পেতে আপনি এই ইজ্ঞিনের সাহায্যে নিয়ে দেখতে পারেন।
এটি মূলত একটি ডিজপোজেবল ইমেইল এ্যাড্রেস। এটি করতে মূলত কোন রেজিস্ট্রেশান লাগেনা এবং এর সাহায্যে স্প্যামও এড়িয়ে যাওয়া সম্ভব। যে কোন ফোরাম অথবা সাইটে মেম্বার হওয়ার সময় চাইলে এই মেইল এ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। এতে অনাকাঙ্খিত মেইলের সামনা করা থেকে বাঁচা যেতে পারে।
নাম থেকেই বোঝা যাচ্ছে ইন্সট্যান্ট ম্যাসেজ্ঞারের অটো আন্সারিং মেশিন। এর সাহায্যে আপনার পিসি বন্ধ থাকলেও আপনি আইএম এ অনলাইনে থেকে যেতে পারবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য কাউকে দেওয়ার থাকলে তা অটো আন্সারিং এর সাহায্যে দিয়ে দিতে পারেন।
এই টুল টা আমার ভালো লেগেছে। এর সাহায্যে আপনি চাইলে ইউএসএ তে থাকা আপনার কোন আত্মীয় অথবা বন্ধুকে মেইল করতে পারবেন। তারা এই মেইলকে প্রিন্ট, ইনভেলাপ, স্ট্যাম্পিং করে ইউএস পোর্টাল মেইলের সাহায্যে পৌছে দেবে তাও আবার সম্পূর্ন ফ্রি তে!!
আর ব্যাখ্যা করার কোন দরকারই নাই আশা করি। নিশ্পিতভাবেই বলা যায় যে একটি ওয়েব পেজকে পিডিএফ ও কনভার্ট করতে আপনি এই ওয়েবওয়্যারের দ্বারস্থ হতে পারেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
খুব ভালো লেগেছে। এগুলি আসোলেই অনেক কাজের ওয়েব ঠিকানা।ধন্যবাদ টিনটিন ভাই চালিয়ে যান