কেমন আছেন সবাই? নিশ্চই অনেক ভাল। HosT HuB পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে অনেক ধরনের হোস্টিং কোম্পানি আছে। অনেকেই দেখা যায় আবার বিভিন্ন প্রোভাইডারদের অনেক বিরক্ত।এজন্য আমাদের আছে সুপার ফ্রেন্ডলী সাপোর্টের ব্যাবস্থা। আমাদের আছে হাই কনফিগারেশনের সার্ভার,শেয়ার্ড হোস্টিং সাভরআরে কোন রিসেলার এবং মাস্টার রিসেলার নাই, কোন ওভারসেলিং নাই, আমরা ক্লাউড লিনাক্স ব্যাবহার করি না এবং আমরা কাস্টমার স্যাটিসফাই সার্ভিস প্রোভাইড করে থাকি। এজন্য অন্য হোস্টিং কোম্পানির মত বিজ্ঞাপনে বিশ্বাসী না হয়ে কাজে অনেক বিশ্বাসী। আমাদের কাস্টমারদের আমরা ঘন্টার পর ঘন্টা সাপোটর্ এর আশায় বসে থাকতে হয়না। আমার আপনাদেরকে দিচ্ছি ১০০% সাপোর্ট এর গ্যারান্টি।
HosT HuB Shared Starter কম্বো প্যাকেজ এ এখন চলছে ৬০% পর্যন্ত মূল্য ছাড়। কম্বো শেয়ার্ড স্টার্টার এ আপনাদের জন্য থাকছে ১ টি .com/.net/.org ডোমেইনের সাখে ১ জিবি শেয়ার্ড হোস্টিং ফ্রী।
এছাড়া ডোমেইন সহ ১ বছরের যে কোন শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনলেই পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট। এছাড়া প্রতিটা রিসেলার ২৫% ডিসকাউন্ট প্যাকেজ এর সাথে থাকছে একটি ফ্রী ডোমেইন রিসেলার একাউন্ট। নিচে প্যাকেজ গোলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। সাথে উল্লেখিত ছাড়ের কুপন কোড গুলোও প্যাকেজর সাখে উল্লেখ করা হল।
১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ + ফ্রী .com/.net/.org ডোমেইন সহ মাত্র ৮০০ টাকা। Coupon Code: C60OFF
৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ২৪০০ টাকা। Coupon Code: S50OFF
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৪০০০ টাকা। Coupon Code: S50OFF
আনলিমিটেড জিবি ডিস্ক স্পেস এবং ১ টিবি ব্যান্ডউইথ ৮০০০ টাকা। Coupon Code: S50OFF
২৫ জিবি ডিস্ক স্পেস এবং ২৫০ জিবি ব্যান্ডউইথ ৬০০০ টাকা। Coupon Code: R25OFF
৫০ জিবি ডিস্ক স্পেস এবং ৫০০ জিবি ব্যান্ডউইথ ৯২০০ টাকা। Coupon Code: R25OFF
১০০ জিবি ডিস্ক স্পেস এবং ১ টিবি ব্যান্ডউইথ ১৪০০০ টাকা। Coupon Code: R25OFF
আনলিমিটেড জিবি ডিস্ক স্পেস এবং ১০ টিবি ব্যান্ডউইথ ১৭৬০০ টাকা। Coupon Code: R25OFF
আমরা আগামী ১৫ই নভেম্বর, ২০১৪ পর্যন্ত প্রতিটি- .com/.net/.org/.biz/.info ৬৯০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফ্রী ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।
এই ডিসকাউন্ট মূল্য শুধুমাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে উক্ত নম্বরে যোগাযোগ করুন- ০১৬৭০৬৮৩১৩২।
আমাদেরকে পেমেন্ট করার জন্য আপনি:বিকাশ,ডাচ-বাংলা মোবাইল ব্যাংক, ব্রাক ব্যাংক, পেপাল, স্ক্রিল এর মাধ্যমে পরিশোধ করতে পারেন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“আস-স্লামুআলাইকুম” কি জিনিষ ভ্রাতা?
এই ভূয়া টিউন মুছে দেওয়ার জন্য মডুর দৃষ্টি আকর্ষণ করছি। টিটি আপনার ভূয়া কোম্পানীর ভূয়া বিজ্ঞাপন দেওয়ার জায়গা নয়।