গুগল গডি (GAUDI) – এবার সার্চ করা যাবে ডিভিও-র কথায়

নিত্য নতুন ধ্যান ধারণা, পণ্য আর ওয়েব অ্যাপলিকেশন তৈরিতে গুগলের জুড়ি নেই। গুগলের মূল উদ্দেশই হচ্ছে পুরো পৃথিবীর ডেটাকে সার্চএব্যাল ফরমেটে নিয়ে আসা এবং পৃথিবীর মানুষের কাছে তথ্যের অবাধ access দেওয়া। আর সেই ধারাবিহিকতায় গুগল গত ১৬ সেপ্টেম্বর ২০০৮, মঙ্গলবার প্রকাশ করল গুগল অডিও ইনডেক্সিং (Google Audio Indexing) যার সংক্ষিপ্ত নাম GAUDI  - গডি। গুগলের এই গডি (GAUDI) প্রযুক্তির মাধ্যমে যে কোন কীওয়ার্ডের দিয়ে ভিডিওর কথা, আলাপ ও সংলাপের ভেতরে সার্চ করা যাবে। এই লিংকে ক্লিক করে একটা উদাহরণ দেখুন।

labs_logo_small.gif

এই প্রযুক্তির সাহায্যে গুগল ভিডিও এবং ইউটিউব ভিডিওতে উচ্চারিত কথা, আলাপ বা সংলাপের এই সার্চএব্যাল ফরমেট তৈরি করা হয়। ফলে আপনি যখন কোন কীওয়ার্ড দিয়ে সার্চ দিবেন তখন এই কীওয়ার্ডটি কোন কোন ভিডিওর কোন কোন সেকেন্ডে বা ফ্রেমে কতবার বলা হয়েছে তা হিসেবে করে আপনার সামনে নিয়ে আসবে। চমৎকার না!

gaudi.png

তবে এখই যারা লাফ দিয়ে নিজের প্রিয় ভিডিটি সার্চ করা শুরু করে দিয়েছেন তাদের জন্য খবর হচ্ছে গুগল অডিও ইনডেক্সিং (Google Audio Indexing) এখনও বেটা পর্যায়ে আছে মানে এখনও গুগল ল্যাবে এবং গুগল ভিডিও এবং ইউটিউব ভিডিও  -র অল্প কিছু ভিডিও বিশেষ করে রাজনৈতিক বিভাগের ভিডিও গুলো ইনডেক্স করা হচ্ছে। তবে শ্রীঘ্রই হয়ত মূল ইউটিউবে এই সুবিধা যোগ করা হবে।

গুগলের এই গডি প্রযুক্তি কিন্তু একদম নতুন নয়। এর আগে গুগল রিসার্চের অধীনে গুগল স্পিচ টিমের ( Google Speech Team) তৈরি গুগল ইলেক্ট্রিকস ভিডিও সার্চ গ্যাজেটের (Google Elections Video Search Gadget) এর একটি বিস্তৃত রূপ।

google-electronics-video-search-gadget.jpg

গুগলের প্রযুক্তি গুলো আসলেই মনমুগ্ধকর। গুগল ওয়েবকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা আমার কখনই ভাবিনি। আসলেই ত নয় কী? আপনার মন্তব্য দিয়ে জানান।

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Cool Technology..I love Google..ধন্যবাদ..।

তাইলে তো পরে ভিডিওতে গানের লিরিক ও সার্চ করা যাবে।

Level 0

গুগল আসলেই মেধাবীদের সর্বোৎকৃষ্ট কাজের এক পরিচয়। আরও কত কি যে দেখতে হবে? এখনই চেক করছি।

ভালো তথ্য দিলেন। দেখি কি আছে। শত হলেও গুগল বলে কথা। নিশ্চই অসাধারণ কিছু। অর্পণ ভাইকে ধন্যবাদ।

মন্তব্য দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের গুগল পাগল আমিনুল কই?

কামরুল ইসলাম রুবেল ভাই আপনি ঠিক বলছেন অসাধারন এক তথ্য …..। অর্পণ ভাইকে ধন্যবাদ।

অর্পণ ভাইকে ধন্যবাদ।