গুগল ক্রোম ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়িয়ে চলছে কিন্তু মজিলা বা অন্যকোন ব্রাউজার হতে ক্রোমে কনভার্ট হবার পর অধিকাংশ ব্যবহারকারীরা যে সমস্যাটির সম্মুখীন হন তা হলো গুগল ক্রোম বার বার ক্রেশ করে যেখানে মজিলা বা অন্যান্য ব্রাউজারগুলো একদমই ক্রেশ করেনা ।
ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্রেশ জনিত সমস্যায় অনেক ভুগেছি তবে বর্তমানে খুবই কম ক্রেশ করে ।
ক্রেশ করার সমস্যাটি হবার পর থেকেই গুগল এর কারণ না জানিয়েই বার বার ক্রেশ করলে কি করবেন এই ধরনের টিউটোরিয়াল প্রকাশ করতে থাকে ।
কিন্তু অবশেষে গুগল ক্রোম ক্রেশ সমস্যার সমাধান এবং এর কারণগুলো প্রকাশ করেছে।
গুগল জানিয়েছে কম্পিউটারে ইন্সটল থাকা কিছু প্রোগাম ক্রোমের সাথে কম্পটিব্যাল নয় বলে এই সমস্যা হচ্ছে ।কোন কোন প্রোগামগুলোর কারনে এই সমস্যা হচ্ছে তার একটি লিস্টও ক্রোম প্রকাশ করেছে ।
গুগল কতৃর্পক্ষ এই প্রোগামগুলো সাময়িকভাবে ডিসএ্যাবল করে ক্রেশ করে কিনা তা যাচাই করে দেখতে বলেছে ।
এছাড়া আরও কিছু পরামর্শ গুগল দিয়েছে যেমন
যাদের এখনো ক্রেশ জনিত সমস্যা হয় তারা উপরের নিয়মগুলো ফলো করে দেখতে পারেন ।আশা করি ভালো ফল পাবেন ।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আমার মতে Comet Bird সেরা ব্রাউজার , Comet Bird এ Firefox সব সুবিদা ব্যবহার করা যায় ।