সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনস। নতুন বছরের শুরুতে আজ সবার সাথে একটা দারুন জিনিস শেয়ার করলাম। তা হল ইন্টারনেট ব্রাউজার। ইন্টরনেট ব্রাউজার বলতে আমরা বুঝি এক্সপ্লোরার, মজিলা, ওপেরা, ক্রোমে ইত্যাদি। সবাই হয়ত জানেন না পৃথিবীতে এমন অনেক ব্রাউজার আছে যার নাম হয়ত অনেকেই জানেন না।
তাই আজ সবার সাথে আজ ৫০ টির ও বেশী ব্রাউজার এর সরাসরি ডাউনলোড লিংক দিলাম। সাথে কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে তাও জানতে পারবেন। আশা করি কম বেশী সবাই উপকৃত হবে। কথা না বড়িয়ে নিচে সকল ব্রাউজারের লিস্ট দেওয়া আছে।
Please Subscribe my youtube Channel for IT Related Videos - Era IT
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । জেনে রাখলাম।।