এই বইটি নিয়ে আলোচনা করার কিছুই নাই । অবশ্যই অনেক শিক্ষার্থী এবং শিক্ষকরা এই বইটির সাথে পরিচিত আছেন । এই বইটি student & teacher দের কাছে বেশ জনপ্রিয় । মূলত intermediate student দের জন্য এই বইটি হলে ও সব শ্রেনীর শিক্ষার্থীদের জন্যই যে অতি প্রয়োজনীয় একটি বই সেটা নিঃসন্দেহে বলা যায় ।
আর এই বইটির latest verson 3rd Edition সবার সাথে শেয়ায় করবো ।
বইটির সাথে interactive exercise থাকাতে সাইজটি 468 mb ।
সাইজ বড় যেমন তেমনি কাজ ও অসাধারন । আমি আপনাদের সুবিধার্থে মিডিয়া ফায়ারে part আকারে আপলোড করেছি ।
পার্ট 1
পার্ট 2
পার্ট 3
পার্ট 4
পার্ট 5
যারা সাইজ বড় দেখে ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য আমি শুধুমাত্র pdf বইটিকে আলাদা করে আপলোড করেছি।তবে যারা পারবেন পূরা প্যাকটি কাজে লাগালেই পরিপূর্ণতা পাবেন ।
book size : 72 mb
যারা পুরো প্যাকেজটি ডাউনলোড করেছেন তারা প্রথমে সবগুলো পার্ট ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন । তারপর শুধু প্রথম পার্ট টি কে extract করলে automatically সবগুলো পার্ট extract হয়ে যাবে ।
extract শেষে আপনি 380 page এর সম্পূণ বইটিকে pdf আকারে পাবেন এবং সাথে একটি rar ফাইল পাবেন।প্রথমেই বইটি সম্পকে একটু বলি । বইটিতে a-z গ্রামারের সব ফর্মূলা ,exercise এবং শেষে answer দেওয়া হয়েছে বইটিতে । আর সাথে থাকা rar ফাইলটিকে extract করলে ছবিতে দেখানো ফাইলগুলো পাবেন ।
ফাইলগুলো থেকে start এ ক্লিক করলে এমন একটি page আসবে ।
কমপিউটারে setup দিতে চাইলে উপরের অপশনটিতে ক্লিক করে install করতে পারেন অথবা সরাসরি run করাতে চাইলে নিচের option এ ক্লিক করলে flash আকারে run হয়ে programme টি show হবে ।এছাড়া ও extract করা ফাইলগুলোকে বই বাদে সব একসাথ করে data cd বানিয়ে run বা install করতে পারেন । programme টি open হলে এমন একটি picture আসবে ।
এখানে ১০০টির ও বেশী গ্রামার interactive exercise add করা হয়েছে । ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ।।পছন্দমত option এ ক্লিক করে আর যাচাই করুন আপনার গ্রামারের অগ্রগতি ।
প্রতিটি option এর under এ ২টি করে exercise দেওয়া আছে যা দিয়ে আপনার grammer strength যাচাই করতে পারবেন ।আমি একটি ছবি show করে দেখাচ্ছি ।
আমি ইংলিশ grammer practise ও pronunciation নিয়ে আগে একটি টিউন করেছি সেখানে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য খুবই গুরূত্বপূণ এই প্যাকটি শেয়ার করলাম । আশাকরছি বেশ উপকৃত হবেন ।
যেকোন টিউন করার সময় একটাই লক্ষ্য থাকে টিউনটি দ্বারা যাতে সবাই উপকৃত হয় ।যখন সুন্দর ভাবে সবাই ডাউনলোড করতে পারেন বা ব্যবহার করে উপকার হয়েছে জানলে ভীষন ভাল লাগে । সবাই সুস্হ্য ও সুন্দর থাকবেন এই প্রত্যাশায়............আল্লাহ হাফেজ ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
ধন্যবাদ স্বপ্না আপা সুন্দর এই প্যাকেজ আমাদের উপহার দেওয়ার জন্য ।