পুরোপুরি English grammer জানুন CAMBRIDGE English Grammar 3rd Edition প্যাকের সাথে !!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

 

                                             

 

এই বইটি নিয়ে আলোচনা করার কিছুই নাই । অবশ্যই অনেক শিক্ষার্থী এবং শিক্ষকরা এই বইটির সাথে  পরিচিত আছেন । এই বইটি student & teacher দের কাছে বেশ জনপ্রিয় । মূলত intermediate student দের জন্য এই বইটি হলে ও সব শ্রেনীর শিক্ষার্থীদের জন্যই যে অতি প্রয়োজনীয় একটি বই সেটা নিঃসন্দেহে বলা যায় ।

   আর এই বইটির latest verson 3rd Edition  সবার সাথে শেয়ায় করবো

বইটির সাথে interactive exercise থাকাতে সাইজটি  468 mb ।

সাইজ বড় যেমন তেমনি কাজ ও অসাধারন ।  আমি আপনাদের সুবিধার্থে মিডিয়া ফায়ারে part আকারে আপলোড করেছি ।

                                                            

 

                                                                        

                                                                                          পার্ট 1

                                                                      

                                                                                     পার্ট  2

                                                                       

                                                                                       পার্ট  3

                                                                          

                                                                                            পার্ট 4

                                                                           

                                                                                         পার্ট  5

 

 যারা সাইজ  বড় দেখে ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য আমি শুধুমাত্র pdf বইটিকে আলাদা করে আপলোড করেছি।তবে যারা পারবেন পূরা প্যাকটি কাজে লাগালেই পরিপূর্ণতা পাবেন ।

                                                                     book size : 72 mb

 

                                                                           

যারা পুরো প্যাকেজটি ডাউনলোড করেছেন তারা প্রথমে সবগুলো পার্ট ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন । তারপর শুধু প্রথম পার্ট টি কে extract করলে automatically সবগুলো পার্ট extract হয়ে যাবে ।

extract শেষে আপনি 380 page এর সম্পূণ বইটিকে pdf আকারে পাবেন এবং সাথে একটি rar ফাইল পাবেন।প্রথমেই বইটি সম্পকে একটু বলি বইটিতে a-z গ্রামারের সব ফর্মূলা ,exercise এবং শেষে answer দেওয়া হয়েছে বইটিতে আর সাথে থাকা rar ফাইলটিকে extract করলে ছবিতে দেখানো ফাইলগুলো পাবেন ।

 

                       

 

                                        ফাইলগুলো থেকে start এ ক্লিক করলে এমন একটি page আসবে ।

                     

কমপিউটারে setup দিতে চাইলে উপরের অপশনটিতে ক্লিক করে install করতে পারেন অথবা সরাসরি run করাতে চাইলে নিচের option এ ক্লিক করলে flash আকারে run হয়ে programme টি show হবে ।এছাড়া ও extract করা ফাইলগুলোকে বই বাদে সব একসাথ করে data cd বানিয়ে run বা install করতে পারেন । programme টি open হলে এমন একটি picture আসবে ।

                       

এখানে ১০০টির ও বেশী গ্রামার interactive exercise add করা হয়েছে । ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ।পছন্দমত option ক্লিক করে আর যাচাই করুন আপনার গ্রামারের অগ্রগতি ।

 প্রতিটি option এর under এ ২টি করে exercise দেওয়া আছে যা দিয়ে আপনার grammer strength যাচাই করতে পারবেন ।আমি একটি ছবি show করে দেখাচ্ছি ।

                       

 

আমি ইংলিশ grammer practise ও pronunciation নিয়ে আগে একটি টিউন করেছি সেখানে আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য খুবই গুরূত্বপূণ এই প্যাকটি শেয়ার করলাম । আশাকরছি  বেশ উপকৃত হবেন । 

যেকোন টিউন করার সময় একটাই লক্ষ্য থাকে টিউনটি দ্বারা যাতে সবাই উপকৃত হয় ।যখন সুন্দর ভাবে সবাই ডাউনলোড করতে পারেন  বা ব্যবহার করে উপকার হয়েছে জানলে ভীষন ভাল লাগে । সবাই সুস্হ্য ও সুন্দর থাকবেন এই প্রত্যাশায়............আল্লাহ হাফেজ ।
                                                                                           

                                                             

  

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ স্বপ্না আপা সুন্দর এই প্যাকেজ আমাদের উপহার দেওয়ার জন্য ।

    ধন্যবাদ আপনাকে ও রমজান ভাই মন্তব্যের জন্য ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

কেমনে যে আপনাকে ধন্যবাদ দিব…

    বুঝতে পেরেছি আপনি অনেক happy হয়েছেন এবং বইটির গুরুত্ব বুঝতে পেরেছেন । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

প্রথমে ৪৫০ মেগাবাইটের ফাইল দেখে আফসোস হচ্ছিল। এরপর ৭২ মেগাবাইট দেখে মন শান্ত হল।
72 মেগাবাইটের প্যাক টা ডাউনলোড করার পরিকল্পনা আছে……তার আগে ১ জিবি একটিভ করতে হবে…

    Level 0

    ভাই মাসে কত জিবি লাগে , একটু জানালে ভাল হয় ।

    আগে নিতাম ১ জিবি । ১৫-১৭ দিনেই শেষ। এরপর আবার ১ জিবি। মানে মাসে ২ জিবি লাগে।
    এখন অনেক সময় ৩০০ মেগাবাইট নেই আবার ১ জিবিও নেই । ৩০০ মেগা ৫-৬ দিনেই শেষ।

    ৪৫০ মেগাবাইটের ফাইল অনেকে হয়ত ডাউনলোড করতে পারবেনা সেটা ভেবেই আলাদা শুধু বইটি আপলোড করেছি । কিন্তু বইয়ের থেকে পুরো প্যাক ডাউনলোডকারীর সংখ্যাই বেশী দেখা যাচ্ছে । যাক আপনার টিউনের এত মন্তব্যের reply দিয়ে ও আমার টিউনে যে কষ্ঠ করে মন্তব্য দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

শুধু বর্ণনা শুনেই মন্তব্যে এলাম…..
দারুন একখান টিউন করেছেন

    তাই বুঝি, আসলে যারা শিক্ষাথী বা টিচার আছেন তাদের খুব কাজে আসবে এই ভেবেই টিউনটি করেছি । ধন্যবাদ ।

বাজারে এই সফটওয়্যারটির দাম কত ???

    কেন ভাই দাম উল্লেখ করলে কি বেশী খুশী হতেন ? যাই হোক আপনার জন্যই বলছি প্যাকটি $ 39
    ধন্যবাদ আপনাকে।

Level 0

ধন্যবাদ আপনাকে ।

অনেক অনেক ধন্যবাদ।

Level 2

a lot lot lot lot lot lot…..thanks

thanks for your usefull tune. Apner er ager tune ‘ইংলিশ গ্রামার practice করুন ও সঠিক উচ্চারন জানুন এবং সাথে শিখুন আর ও কিছু “er 2nd software ti pc-ta install-er somoy fill missing dakascha. Noton kora upload kora link dila valo hoto.

    welcome bro…তবে আপনি গত টিউনের ২য় যে সফটটির কথা বলেছেন ঐ সফটটি আমি আমার কম্পিউটার ছাড়াও আর একটা কম্পিউটারে ট্রাই করেছি খুব সুন্দর ইনস্টল হয়েছে । যাক তবু আপনার জন্য এই লিংকটি http://rapidshare.com/files/39490485/PPS_Edu.exe দিলাম । password আগেরটাই হবে । ধন্যবাদ ।

    thanks for help

যাক এবার শুদ্ধভাবে ইংরেজী বলতে পারবো…………..দেখি তো পারি কিনা-
Shopna Api, thanks for this nice tune……………………..WoW…….মনে হচ্ছে আমি পেরেছি!!!!!!!!!!আহা……….কি………আনন্দ আকাশে বাতাসে……………….

    10 out of 10 😀 😀 আমার টিউন থেকে ও আপনার কমেন্টটি খুব সুন্দর হয়েছে । অনেক অনক ধন্যবাদ ।

    তাই বুঝি!!!!!!!!!!!!! ………………হা……………….হা………………

এটা আমার দরকার ছিল। আপু আপনাকে ১০০% ধন্যবাদ জানালাম ।

    আপনাকে ও ১০০ % ধন্যবাদ জানালাম ।

Level 0

দারুন জিনিষ উপহার দিলেন। ধন্যবাদ স্বপ্না আপু

অসাধারন খুব সুন্দর

ধন্যবাদ

    আপনার সমস্যার সমাধান নীচে answer দিয়েছি । কাজ হইলে অনেক খুশী হবো ।

অনেক ধন্যবাদ আপনাকে। আমি নিশ্চিত, এটা অনেকেরই খুব কাজে আসবে।

    শিক্ষাথীদের খুব কাজে আসবে এই ভেবেই কষ্ঠ করে ফাইলগুলো আপলোড করেছি । ধন্যবাদ আপনাকে ও । নীচে সমস্যার সমাধান দিয়েছি ।

ami to download korte parsi na first file bar bar eki downlod page ase.

    একই page আসে কথাটা বুঝতে পারিনি । click করার পর click here download option আসলে ক্লিক করুন । তবেই download হবে ।

আমার দেখা সেরা টিউন ।শিক্ষার্থীদের জন্য এরকম টিউন খুব কম হয়। আপনার কাছ থেকে এরকম আর ও টিউন আশা করি।

    আসলেই শিক্ষার্থীদের জন্য এমন টিউনের সংখ্যা খুবই কম হয় । চেষ্ঠা করবো । সুন্দর মনতব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

সপ্না আপু, আমি কখনো টিউন করিনি !
আমি ইংরেজি অনার্স করছি, আমার নিজের ইচ্ছে ছিল এমন একটা টিউন করবো!
আপনি করে দিলেন! ধন্যবাদ !!!!!!
এমনি আমি অন্য একটা পরিকল্পনা মাথায় নিচ্ছি দেখি শুরু করতে পারি কিনা !

    so sorry , যাই হোক আপনার নতুন টিউনের অপেক্ষায় রইলাম । অসংখ্য ধন্যবাদ ।

২ ও ৩ নং ফাইল Corrupted দেখায়। দেখি আবার ডাউনলোড করি।

    আমারও একই এরর দেখায়। সমাধান আবশ্যক।

    যারা সমস্যার কথা বলেছেন তাদেরকে বলছি আপনারা সবগুলো part ডাউনলোড শেষে extract করলে corrupt বা ফাইল missing এমন কিছুই আসবেনা যদি ১,2 টি part download করে extract করেন তবেই এমন আসবে । আর যারা সবগুলো part download এর পরে extract করলে এমন আসে তাদের সম্ভবত windows এ কোন provlem আছে । কারন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এতগুলো ফাইল আপলোড করার আগে আমি নিজে অনেকবার ট্রাই করেছি প্রথমে আমার কম্পিউটারে দারুন কাজ করছে কিনতু হঠাৎ করে দেখি কাজ হচ্ছেনা পরে নতুন করে windows সেটাপ দেওয়ার পর আমি এখন ভালভাবে কাজ করছি ।তাই বলছি আপনার উইন্ডোজ ঠিক আছে কিনা দেখুন । আসলে আমি উপরে ও এই কথাটি উল্লেখ করছি যে সবাইর যদি সুন্দরভাবে কাজ হয় তখন আমি খুব খুশী হই ।১২৪ জন এই পযনত ডাউনলোড করছে সবারতো ভালই কাজ হচ্ছে তবে pls আপনাদের 2,1 জনের যাদের provlem হচ্ছে আমার কথা অনুযায়ী চেষ্ঠা করে দেখুন । অবশ্যই কাজ হবে ।

Level 2

APU AMI RAR EXTRACT KORLE…….NICER LEKHA GULO ASE…KI KORBO

! J:\BOOKS\english\GRAMER\Cambridge.3rd.CDROM.swapna part2.rar: Packed data CRC failed in Cambridge.3rd.CDROM\English Grammar in Use 3rd Edition(CDROM).iso. The volume is corrupt
! J:\BOOKS\english\GRAMER\Cambridge.3rd.CDROM.swapna part3.rar: Packed data CRC failed in Cambridge.3rd.CDROM\English Grammar in Use 3rd Edition(CDROM).iso. The volume is corrupt
! J:\BOOKS\english\GRAMER\Cambridge.3rd.CDROM.swapna part5.rar: CRC failed in Cambridge.3rd.CDROM\English Grammar in Use 3rd Edition(CDROM).iso. The file is corrupt

    সমাধান দিয়েছি । kindly দেখে নিন এবং ট্রাই করুন pls ।

    আমারও একই সমস্যা দেখা যাচ্ছে।

Great tune…………….
Thank u soooo much…….. 😀 😀

টিউনটি দেরীতে পেলাম।। আসলে ইচ্ছা থাকলেও টিউনে নিয়মিত আসার সময় পাই না।। অনেক সময় টু মেরে যাই , লগ ইন করার সময় থাকে না।। অনেক দেরীতে মন্ত্যব্য করছি।। সবাই ধন্যবাদ দিয়ে আমার ভান্ডার খালি করে ফেলেছে।। তবে বিশেষ একটা ধন্যবাদ বাকী রাখলাম, ডাউনলোড দিয়ে তারপর দেখবো দেয়া যায় কি না?? এই যা,,,,,,,,, হল নি…. সবই শেষ।। বিদ্যুৎ চলে গেছে।। ইউ.পি.এস দিয়ে কোন ভাবে মন্ত্যব্যটা কম্পলিট করলাম।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
http://www.freelearnbd.blogspot.com

    নারে ভাইয়া আপনার ভান্ডার কেউ খালি করেনি আপনার মন্তব্য খুব সুন্দর হয়েছে এত কষ্ঠ করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আমিও এর সমাধান চাই।।।।।।।।

আপনাকে ধন্যবাদ। আপু ৫টি পার্টই ডাউনলোড করলাম কিন্তু ১টাও extract হচ্ছে না। সমস্যাটা কোন জায়গায়?

    সমস্যাটা আপনার winrar software এ । নতুন করে winrar সফটওয়্যার ইনস্টল করুন তবেই সমাধান পাবেন । আর একটি কথা সব part extract করতে হবেনা শুধু first part extract করলেই সবগুলো extract হয়ে যাবে ধন্যবাদ ।

    না, WinRar এ কোন সমস্যা নাই। আমি পুনরায় সেটআপ দিয়ে দেখেছি। আমি Cambridge.3rd.CDROM.swapna part1 টি দিয়ে এক্সট্রাক্ট শুরু করলে শুধুমাত্র এই পার্টটির একটা ফোল্ডার তৈরি হয় এবং সেই ফোল্ডারে একটি পিডিএফ ফাইল থাকে। আর The Volume is corrupted দেখায়।

    ফাইলে যদি কোন corrupted থাকতো তাহলে বইটি ও extract হতো না । তাই বলবো winrar latest version দিয়ে just first part extract করুন তাহলে আশা করছি কাজ হবে । আর না হলে আপনার windows এ provlem আছে কিনা দেখুন । ২,৩ জন ছাড়া সবাইরতো হয়েছে । কাজ হলে খুব খুশী হবো । ধন্যবাদ ।

ধন্যবাদ আপু।

খুবই উপকারি একটা জিনিস দিলেন,আমিও ইংরেজি ভাল ভাবেই কম জানি,শিখব শিখব ভাবছি কিন্তু সময় ও সদিচ্ছার কারনে হয়ে উঠেনা,আপনার দেয়া উপহার গুলু আমি ডাউনলোড করে রাখব এবং সময় পেলেই চেষ্টা করব শিখতে।
আপনার টিউন নিয়ে বলার কিছু নাই আমিও নিজেও আপনার টিউনের একজন ভক্ত,অতিসুন্দর উপস্থাপনা এবং গুরুত্বপুর্ন বিষয় নিয়ে টিউন করেন আপনি,আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি,টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

    ভাইয়া আপনি ও আমার ফেভারিট কমেন্টারদের মধ্যে অন্যতম একজন । আন্তরিক ধন্যবাদ এত সুন্দর মম্তব্যের জন্য ।

স্বপ্না, ইদানীং আপনার টিউন কমে গিয়েছে। ৭২ এম.বি’র বইটি এইমাত্র ডাউনলোড শেষ করলাম। খুব দামী একটি বই দিলেন। নিজের এবং আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব অনেকের কাজে লাগবে। সবার কাজে লাগার মতো বই নিয়ে আরও টিউন করার জন্য অনুরোধ করছি।

    ব্যস্ততার কারনে একটু টিউন কম করছি । কয়েকদিন পর থেকে ইনশাল্লাহ বেশী টিউন করার চেষ্ঠা করবো । অনেক অনেক……………ধন্যবাদ মন্তব্যের জন্য ।

স্বপ্না >>>
Thanks Tune-টির জন্য…
Download শুরু করলাম…
Extract করার সময় কারো কারো মতো কোন Problem না হলেই হয়…
~ !

    অসংখ্য ধন্যবাদ আপনাকে ও । ভালোভাবেই extract করতে পারবেন এবং আপনার নাম অনুযায়ী ভালোই থাকবেন এই প্রত্যাশাই রইলো ।

খুব সুন্দর টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ও মন্তব্যের জন্য 😀 😀

স্বপ্না আপনাকে অসংখ্য ধন্যবাদ!! আপনার প্রতিটা লেখা অসম্ভব ভালো লাগে even অনেক উপকারে লাগে ।

লোভনীয় গিফট । আর যদি পুরাটা ডাউনলোড করতে পারি তাহলেতো অতুলনীয়।

Level 0

মনটা খুব খারাপ, ১ রাত ১ দিন ডাউনলোডের পর
WinRAR diagnostic report a
দুইটার জন্য volume corrupted
একটার জন্য file corrupted dekhai

এইরকম ফাটাফাটি ইউজফুল একটা টিউন আমার চোখে কিভাবে এতদিস পরল না ….. তা আমার জানা নেই …. তবে দেরীতে পেয়ে একটু আফসোসই হচ্ছে আমার …..

Level 0

এই সফট কি বাজারে পাওয়া যায় ? পাওয়া গেলে জানাবেন । পি ডি এফ ডাউনলোড কিভাবে করব । হয় না ত।

Level 2

অত্যন্ত ভালো একটি টিউন । কিন্তু আমি দুইটি ফাইল ডাউনলোড করার পর দেখাচ্ছে File Blocked for Violation…etc. তাই অনুরোধ আবার আপলোড করুন এবং লিঙ্ক আপডেট করুন । এ্যাতো সুন্দর টিউনটিকে বাঁচিয়ে রাখুন দয়া করে । and then mail me pls. to [email protected]

Level 0

jader download ar problem hocca tader shobar jonno
alternate all in one (book+cd) link(100% working):

http://depositfiles.com/files/3kistmib5

স্বপ্না আপনাকে অসংখ্য ধন্যবাদ!!

Level 0

ধন্যবাদ…… :

Level 0

apnar daa-aa cd part-1 download hos-sa na .
Baki gulaa hos-sa.
http://www.mediafire.com/error.php?errno=320
ai problem da-khaa jai.
please help me.
ar apnar pdf file ar aalaa-daa link delaaa valoo hoi.
thanks.

Level 0

প্রথম লিঙ্কটা কাজ করছে না…………