টিউনারদের মধ্যে যারা শখের বশে অথবা প্রফেশনালি ফটোগ্রফির কাজ করে থাকেন তরা এতক্ষনে বুঝে গেছেন যে এই এইচডিআর ইফেক্ট আসলে কি। আর যারা এখনও এই টার্মের সাথে পরিচিত নন তাদের জ্ঞাতার্থ বলে রাখি, এইচডিআর ( হাই ডায়নামিক রেজ্ঞ ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রফার রা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন।
তবে এর জন্যে দরকার খুব হাই লেভেলের স্কীল। আর এ কারণে অনেকেই এই ঝামেলায় জড়াতে চান না। তবে একটা কথা অনস্বীকার্য যে একবার এই ইফেক্ট প্রয়োগ করা হয়ে গেলে আপনার তোলা ছবির পুরো হুলিয়া পরিবর্তিত হয়ে যাবেন। আপনিও দিওয়ানা হয়ে যাবেন এই এইচডিআর ইফেক্টের। নিজের তোলা যে কোন ভাল ছবি তে ই এই এইচডিআর ইফেক্ট মারতে চাইবেন।
উদাহরন স্বরুপ আপনাদের একটি নমুনা দেখানো হল -
কি টিউনার বন্ধুরা এখনই এইচডিআর ইফেক্ট দিতে মন চাইছে? কিন্তু ফটোশপের স্কীল তো জানা নেই। তাহলে উপায়?
সমস্যা নেই। এইখানেও ত্রানকর্তা আরেকটি ওয়েবওয়্যার।
ক্রিয়েট এইচিডআর একটি ফ্রি অনলাইন সার্ভিস যার মাধ্যমে আপনি অনলাইনে আপনার ছবিতে এইচডিআর ইফেক্ট দিতে পারবেন। সাধারণত এই এইচডিআর ইফেক্ট দেয়ার ক্ষমতা এখনও কোন ডিজিটাল ক্যামেরার নেই। তবে বিভিন্ন এ্যাডে এবং ম্যাগাজিনে ব্যবহার করার জন্যে এইরকম শত শত ছবিকে এইচডিআর ইফেক্ট দেয়া হয়।
ক্রিয়েট এইচডিআর এর মাধ্যমে এই ইফেক্ট দেয়ার জন্যে, চাইলে আপনি আপনার অনলাইন ফটো স্টোরে আপলোড করা ছবির লিংকটি দিতে পারেন অথবা নিজের পিসি থেকে আপলোড করার জন্যে গেট ফটো তে ক্লিক করতে পারেন।
এরপরে কিছুক্ষন শান্ত হয়ে অপেক্ষা করুন, আপনি পেয়ে যাবেন আপনার এইচডিআর ইফেক্ট দেয়া নতুন ইমেজটি কে। তখন আপনি চাইলে এই ফটো কোন গ্যালারিতে রাখতে পারবেন, চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আবার চাইলে ম্যানুয়ালি কিছু সেটিংসেও পরিবর্তন আনতে পারবেন, যেমন - স্যাচ্যুরেশান, ফিডেলিটি, মাইক্রো কন্ট্রাস্ট এবং এ্যামাউন্ট।
সর্বোচ্চ ছয় মেগাবিইট পর্যন্তু ছবিগুলোকে এইচডিআর ইফেক্ট দেয়া যাবে। এবং আনলিমিটেড ছবিতে চাইলে এই ইফেক্ট দেয়া যাবে এবং বর্তমানে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র jpg ফরম্যাট সাপোর্ট করে। আর ভবিষ্যতে এরা সংযুক্ত হতে যাচ্ছে ফ্লিকার, পিকাসা এবং ফেসবুকের মত সাইটে তাই আপনি চাইলে সহজেই এইসব সাইটে থাকা আপনার ছবিগুলোকে এইচডিআর ইফেক্ট দিতে পারবেন।
Good luck and have fun
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
brother i am not found that site. can u give me that site. where i sand my picture for hdr.
thanks.
Masud
USA
আমার কাজে আসবে। খিকজ
ধন্যবাদ, টিনটিন।