সংখ্যাটা খুব কম হলেও আমাদের মাঝে অনেকেই আছেন যারা অনলাইন জীবনকেও রিসার্চিং এর কাজে ব্যবহার করে থাকেন। এই ব্যাপারে অনেকদিন আগে একটা স্ম্যাশিং টিউন করেছিলাম আমি। সেইখানে জোহোকেও উপস্থাপন করা হয়েছিল সংক্ষিপ্তভাবে (অনলাইন নোট ক্রিয়েটিং টুল হিসেবে)। আর অনলাইনে রিসার্চ করাটা অতটা সোজাও না। একটু স্কিলেরও দরকার আছে। যার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ রিসার্চিং পিরিয়ডের ডাটা সুন্দরভাবে সংরক্ষন এবং উপস্থাপন করতে পারেন।
তাই এইক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন জোহো নোটবুক। এর সাহায্যে আপনি মাল্টিপল আউটলেট থেকে ফ্রিকোয়েন্টলি ইন্টারনেট ডাটা সেভ করতে পারবেন। শুধু ক্যাপচারিং এবং সেভিংই না জোহো আপনার শেয়ারিং এর ক্ষেত্রটাকে আরো সহজ ও বিস্তৃত করতে পারবেন। আর এর ইউজার ফ্রেন্ডলি, ইজি গোয়িং জিআইইউ আপনাকে রিসার্চিং এর আলাদা মজা এনে দেবে। এত সহজ ইন্টারফেসে থিসিস পেপার রেডি করতেও আপনার কোন স্পেশাল স্কিলের দরকার নেই। বিভিন্ন জায়গায় আপনার ইনফরমেশানকে ম্যানেজ করা ছাড়া এখন আপনার ইনফরমেশানকে চাইলে সেন্ট্রালাইজ করে নিতে পারেন।
এটি সাধারনত আর দশটা সাদামাটা নোটবুকের মত কাজ করে থাকে যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডাটা গ্যাদার করতে পারবেন সহজেই। সাধারনত অনলাইন রিসার্চিং এর জন্যে কিছু সিম্পল এ্যাপ্লিকেশান এর অর্গানাইজেশানস এর প্রয়োজন হতে পারে, যার সাহায্যে আপনার কাজ কিছুটা হলেও স্মুথ হয়ে যাবে। কিন্তু এই জোহোও আর দশটা এ্যাপ্লিকেশান এর চাইতে কোন অংশে দূর্বল নয় বরং তূলনামূলকভাবে আরো আধুনিক ফিচার সমৃদ্ধ।
এইবার জেনে নেই কিভাবে আপনি আপনার জোহো নোটবুকটু বিল্ডআপ করে নিতে পারবেন। এটি সাধারনত কয়েকটি সিম্পল স্টেপে সম্পাদিত হতে পারে। মজাদার টেক্সট এ্যাডিং, অডিও ফাইল, ভিডিও ফাইল, আরএসএস সহ আরো অনেক ফরম্যাট সাপোর্ট করে এই প্ল্যাটফর্ম। এর সাথে আরো ইন্টিগ্রেটেড করা হয়েছে পাওয়ারফুল মাল্টিমিডিয়া ফিচার। এর আরেকটা অসাধারন ফিচার হল, ধরুন আপনার ফ্রেন্ড এর একটা নির্দিষ্ট ইনফরমেশান যা আপনার রিসার্চের একটি অংশমাত্র সে ক্ষেত্রে আপনি চাইলে সেই নির্দিষ্ট হাইলাইটেড অংশটুকু আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন।
আপনার একটি ওয়েবপেজ এর হয়ত আপনি প্রত্যেকটি ডাটা দেখা থেকে আপনি যদি এক্সেসিবল না হয়ে থাকেন। তার পরেও আপনি জোহোর সাহায্যে যথেষ্ট ইনফরমেশান ইউনিফর্মলি গ্র্যাব করে নিতে পারবেন এবং সেভিং এর পর সেই রিসার্চ নোট শুধু মাত্র সেই অংশটুকুই গ্র্যাব করে আপনার কাজ আরো ইজি করে দেবে।
জোহো অফিসের একটি পার্ট হওয়ার কারণে আপনি চাইলে জোহোর অন্যান্য এ্যাপ্লিকেশান এর সাথে আপনি আপনার রিসার্চকে ইন্টিগ্রেট করে নিতে পারবেন। একই সাথে ডকুমেন্ট কলাবোরেশান এবং রিসেন্ট চেজ্ঞ সমূহকেও ইজিলি ট্র্যাক করে নিতে পারবেন। ফলে আয়ানার মত পরিস্কার হয়ে উঠবে আপনার রিসার্চ। আরো যুক্ত করা হয়েছে পরে দেখার জন্যে ওয়েবপেজ স্ক্রীন ক্যাপচারিং এর ফিচার। এইখানে আরেকটা মজার খেলা আছে। যানেন সেটা কি? সেটা আমার অতি প্রিয় ফায়ারফক্স এ্যাডঅন। বলতে গেলে ক্যাপচারিং তথা সমগ্র জোহো প্রসেসিং এর হেল্পার হিসেবেই আপনার পাশে থাকবে এই জোহো নোটবুক হেল্পার এ্যাডঅনটি।
রাইট ক্লিক করে অপশন থেকে আপনি চাইলে ওয়েবপেজ এর নির্দিষ্ট কোন অংশ অথবা পুরো ওয়েবপেজ ক্যাপচার করে সরাসরি আপনার জোহো রিসার্চিং ডকুমেন্টে সেন্ড করে দিতে পারবেন। এইবার থেকে রিসার্চিং এবং ডাটা কলাবরেটিং হবে আরো দ্রূত। আরেকটি কথা ভূলবেন না, জোহো নোটবুকের সমস্ত ফিচারে সমানভাবে এ্যাক্সেস এর জন্যে আপনাকে অবশ্যই আপনার জোহো এ্যাকাউন্টে লগড্ ইন থাকতে হবে।
Good luck and have fun
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...