শিক্ষাথীদের তো বঠেই পাশাপাশি যারা ইংরেজী শিখতে ইচ্ছুক তাদের জন্য এই টিউনটি । আসলে সঠিক ইংলিশ শিখা বা বলার জন্য গ্রামার ও সঠিক উচ্চারন জানা দরকার ।
পুরোপুরি গ্রামার শিখে ভাষা শিখতে চাইলে সেটা কঠিন হবে । যেমন দেখুন আমরা অনেকেই গ্রামারের নিয়মনীতি না জেনে ও শুদ্ধভাবে বাংলা বলি ।ভাষা শিখার ক্ষেত্রে সবচেয়ে কাযকরী বিষয় হচ্ছে ঐ ভাষার বেশী বেশী শব্দ শেখা, ইংরেজী বলার অভ্যাস করা । তবে আপনাকে basic কিছু গ্রামার অবশ্যই জানতেই হবে । basic নিয়মটি না জানা থাকলে কথা বলতে গিয়ে আপনি ব্রিবতকর পরিস্হিতির মধ্যে পড়তে পারেন । তো শুরু করুন গ্রামার practice করা “oxford practice grammer” এর সাথে । যে যে গ্রামারগুলো এখানে সেটিং করা হয়েছে
সেগুলো হলো :
Tenses: present.Tenses: past.Tenses: future.Sentences and questions modal Verbs Articles, nouns, pronouns, etc.Adjectives and adverbs.Prepositions.Verbs.Conditionals and reported speech.Buiding sentences.Appendices.
ছবিগুলো দেখুন :
ডাউনলোড শেষে extract করার পর আপনি অনেকগুলো ফাইল পাবেন ।এখানে কিছু অডিও ক্লিপ ও দেওয়া আছে । ইচ্ছে হলে শুনতে পারেন ।গ্রামার practice এর জন্য চিহ্নিত ঘরের ফাইলটিতে ক্লিক করুন ।
Start test button এ ক্লিক করে শুরু করুন আপনার grammer practice ।
MB 127.1
এবার একটি সফটওয়্যারের কথা বলবো । এটির মাধ্যমে অসাধারন ভাবে আপনি উচ্চারনগুলো জানতে পারবেন ।শিখতে পারবেন নতুন নতুন শব্দ ।সাথে ধারনা পাবেন long & short sound, soft& hard sound,silent leller আর ও অনেক কিছু ব্যবহার করলেই বুঝবেন ।আসলে প্রত্যেক ভাষারই রয়েছে একটা standard উচ্চারনবিধি ।ইংরেজীর সঠিক উচ্চারনটা native English বা ঐ পরিবেশে বসবাসকারী ছাড়া অন্যদের জানা কঠিন ।তবে মোটামুটি একটা standard ভাব বজায় রাখতে এই software টি আপনার দারুন উপকারে আসবে বলে আমার বিশ্বাস ।
ছবিগুলো দেখুন :
যেমন ধরুন প্রথমেই alphabet option থেকে আমি c letter এ ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন corner এ show হচ্ছে c কখন hard sound or soft sound ধারন করবে ।মানে c এর পরে যদি a,o,u I,r থাকে তাহলে সেক্ষেত্রে c hard sound অথাৎ c তখন k আকারে উচ্চারিত হবে ।আর c যদি e,i,y কে follow করে সেক্ষেত্রে c soft sound মানে sound টা আসবে s এর মত ।এভাবে প্রতিটি letter কে long,short,hard,soft sound আকারে দেখানো হয়েছে ।
Vowel,consonant এই option গুলোতে nice pronunciation (উচ্চারন )করা হয়েছে ।just right click করে play all the words select করুন আর জানুন নিখুত pronunciation ।
rules অপশানে ক্লিক করলে silent letter,double consonant,double vowel এগুলো কখন কিভাবে হয় সেগুলো সম্বন্ধে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ।
55.91mb
সফটওয়্যারটি password protected । password টি এখান থেকে সংগ্রহ করুন ।
আসলে শিক্ষাথীদের পাশাপাশি সবার জন্যই ২টা জিনিসই খুবই প্রয়োজনীয় ও কাজের মনে হয়েছে তাই শেয়ার করলাম ।আশাকরছি আপনাদের উপকারে আসবে । শুদ্ধ উচ্চারন ও সঠিক গ্রামারের মাধ্যমেই কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে ।
ধন্যবাদ সবাইকে ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
আমি ইংলিশ একেবারেই জানিনা বললেই চলে তাই জিনিসটা মনে হয় আমার কাজে লাগতে পারে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন ভাল একটি বিষয় শেয়ার করার জন্য।