ইংলিশ গ্রামার practice করুন ও সঠিক উচ্চারন জানুন এবং সাথে শিখুন আর ও কিছু । ।

 

                                                              

 

শিক্ষাথীদের তো বঠেই পাশাপাশি যারা ইংরেজী শিখতে ইচ্ছুক তাদের জন্য এই টিউনটি । আসলে সঠিক ইংলিশ শিখা বা বলার জন্য  গ্রামার ও সঠিক উচ্চারন জানা দরকার ।

 পুরোপুরি গ্রামার শিখে ভাষা শিখতে চাইলে সেটা কঠিন হবে । যেমন দেখুন আমরা অনেকেই গ্রামারের নিয়মনীতি না জেনে ও শুদ্ধভাবে বাংলা বলি ।ভাষা শিখার ক্ষেত্রে সবচেয়ে কাযকরী বিষয় হচ্ছে ঐ ভাষার বেশী বেশী শব্দ শেখা, ইংরেজী বলার অভ্যাস করা  । তবে আপনাকে basic কিছু গ্রামার অবশ্যই  জানতেই হবে । basic নিয়মটি না জানা থাকলে কথা বলতে গিয়ে আপনি ব্রিবতকর পরিস্হিতির মধ্যে পড়তে পারেন । তো শুরু করুন গ্রামার practice করা “oxford practice grammer” এর সাথে  । যে যে গ্রামারগুলো এখানে সেটিং করা হয়েছে

সেগুলো হলো :

 Tenses: present.Tenses: past.Tenses: future.Sentences and questions modal Verbs Articles, nouns, pronouns, etc.Adjectives and adverbs.Prepositions.Verbs.Conditionals and reported speech.Buiding sentences.Appendices.

ছবিগুলো দেখুন :

 

                             

ডাউনলোড শেষে extract করার পর আপনি অনেকগুলো ফাইল পাবেন ।এখানে কিছু অডিও ক্লিপ ও দেওয়া আছে । ইচ্ছে হলে শুনতে পারেন ।গ্রামার practice এর জন্য চিহ্নিত ঘরের ফাইলটিতে ক্লিক করুন  ।

                            

                                

                               Start test button এ ক্লিক করে শুরু করুন আপনার grammer practice ।

 

                            

 

                            

 

                                                         

                                                                                                 MB 127.1

 

                                                                                     

 

                                              

 

এবার একটি সফটওয়্যারের কথা বলবো । এটির মাধ্যমে অসাধারন ভাবে আপনি উচ্চারনগুলো জানতে পারবেন ।শিখতে পারবেন নতুন নতুন শব্দ ।সাথে ধারনা পাবেন long & short sound, soft& hard sound,silent leller আর ও অনেক কিছু ব্যবহার করলেই বুঝবেন ।আসলে প্রত্যেক ভাষারই রয়েছে একটা standard উচ্চারনবিধি ।ইংরেজীর সঠিক উচ্চারনটা native English বা ঐ পরিবেশে বসবাসকারী ছাড়া অন্যদের জানা কঠিন ।তবে মোটামুটি একটা standard ভাব বজায় রাখতে এই software টি আপনার দারুন উপকারে আসবে বলে আমার বিশ্বাস ।

ছবিগুলো দেখুন :

 

 

                        

যেমন ধরুন প্রথমেই alphabet option থেকে আমি c letter এ ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন corner এ show হচ্ছে c কখন hard sound or soft sound ধারন করবে ।মানে c এর পরে যদি a,o,u I,r থাকে তাহলে সেক্ষেত্রে c hard sound অথাৎ c তখন k আকারে উচ্চারিত হবে ।আর c যদি e,i,y কে follow করে সেক্ষেত্রে c soft sound মানে sound টা আসবে s এর মত ।এভাবে প্রতিটি letter কে long,short,hard,soft sound আকারে দেখানো হয়েছে ।

 

                            

 

                               

 

Vowel,consonant এই option গুলোতে nice pronunciation (উচ্চারন )করা হয়েছে ।just right click করে play all the words select করুন আর জানুন নিখুত pronunciation ।

 

                             

rules অপশানে ক্লিক করলে  silent letter,double consonant,double vowel এগুলো কখন কিভাবে হয় সেগুলো সম্বন্ধে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ।

 

                             

                                                                                                         55.91mb

 

 

                                                                                     

 

                                                                      

                 সফটওয়্যারটি password protected ।  password টি এখান থেকে  সংগ্রহ করুন ।

 

   আসলে শিক্ষাথীদের পাশাপাশি সবার জন্যই ২টা জিনিসই খুবই প্রয়োজনীয় ও কাজের মনে হয়েছে তাই শেয়ার করলাম ।আশাকরছি আপনাদের উপকারে আসবে । শুদ্ধ উচ্চারন ও সঠিক গ্রামারের মাধ্যমেই  কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে ।

 

                                                                                                   ধন্যবাদ সবাইকে ।

 

 

                                                     

 

 

 

 

 

 

 

 

  

  

 

         

 

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ইংলিশ একেবারেই জানিনা বললেই চলে তাই জিনিসটা মনে হয় আমার কাজে লাগতে পারে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন ভাল একটি বিষয় শেয়ার করার জন্য।

    চেষ্ঠা করে দেখুন আপনার কাজে লাগাতে পারেন কিনা। কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া ।।।

Level New

খুবই কাজের পোস্ট দেখি ডাউনলোড করে কেমন,ধন্যবাদ।

    Level New

    ডাউনলোড হল কিন্তু সেটাপ হয় না।

    আপনি আসলে oxford pack নাকি ২য় software টির কথা বলেছেন বুঝিনি । যদি oxford service pack এর কথা বলে থাকেন তাহলে আপনি ঠিক ছবির মত চিহ্নিত ফাইলটিতে ক্লিক করুন অবশ্যই open হবে অথবা cd তে burn করে ও উপভোগ করতে পারেন । তবে প্রথমে আপনার flash player setup আছে কিনা দেখে নিন । আর যদি ২য় software টির কথা বলে থাকেন তাহলে software টিতে ক্লিক করে password দিন অবশ্যই setup হবে । সফটটি সব windows এর জন্য প্রযোজ্য । ধন্যবাদ ।

টিউনের জন্য কৃতজ্ঞতা।
(অফটপিকঃ আপু , আপনিতো আমার প্রথম টিউনে প্রথম কমেন্ট করেছিলেন, কিন্তু আমি ans দিতে পারি নি,কারণ হঠাৎ করে টিউনের একটা ডাউনলোড লিঙ্ক ও কাজ করছিল না, অথচ যা একটু আগেও কাজ করেছিল, দুভাগ্য বলতে হয়। যদিও আমি আপলোড করে দিতে পারতাম,অনেক গুলো অডিও থাকার কারণে এই সাহস করি নি । কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।)

no provlem,এমন হতেই পারে । সামনে আপনার টিউন পাব আশাকরছি । ধন্যবাদ আপনাকে ও । ।

অনেক সুন্দর একটা টিউন । আপু আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    ফাহিম ভাইয়া আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ।

Level 0

Wow that’s great. অনেকদিন পর একটা কাজের টিউন পেলাম। এটাইতো খুঁজছিলাম। স্বপ্ন ভাই আপনাকে অ……নে………..ক…… ধন্যবাদ।

    আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ । ।

আপু সফটওয়্যারের জন্য কি ইন্টারনেট ওপেন রাখতে হবে? ধন্যবাদ শিক্ষানীও একটা টিউন উপহারের জন্য।

    না ইন্টারনেট open রাখতে হবেনা । ধন্যবাদ আরিফ ভাইয়া ।

জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস…………………….কাজে লাগবে!! টেংকু…..

আপনার ঘরোয়া(ঘরে বসে শেখা) টিপস গুলো অনেক কাজের। thanks sis

ধন্যবাদ আপু, আসলেই অনেকের উপকারে আসবে।

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

সুন্দর উপস্থপনা সাথে শিক্ষনীয় সফট । ধন্যবাদ।

ধন্যবাদ আপু,

আপনার টিউনের মান অনেক ভালো এমনকি অতি প্রয়োজনী।ধন্যবাদ 😀

অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ এই টিউনের জন্য

যদি ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার কোন সফটয়ার দিতে পারেন তাহলে খূব উপক্রিত হতাম।

ধন্যবাদ আপনাকে ও । আপাতত আমার কাছে এই ধরনের সফটওয়্যার নাই sorry.

Level 0

২য় সফ্টঅয়্যারটি তে মনে হয় problem আছে। আর্ধেক Install হওয়ার পর আর Install হয় না। (There was a problem installing this file. The installation will be canceled). এই লেখা আসে, কাহিনি কি বুঝলাম না। এত কষ্ট করে ডাউনলোড করলাম।

    ভাইয়া আমি যেকোন সফটওয়্যার first use করে তারপর টিউন করি আমিতো software এ কোন provlem পাইনি । আপনার windows এ কোন provlem আছে কিনা দেখুন এবং kindly আবার try করুন ।

Level 0

ধন্যবাদ, অনেক কাজের একটা টিউন।

ধন্যবাদ শেয়ারের জন্য। oxford এর সফটওয়্যারটি mediafire এ upload করলে উপকার হত। অনেকেই নামাতে পারছেনা। hotfile শুধুমাত্র ৩০ মিনিট সময় দিচ্ছে নামানোর জন্য।

    ২য় সফটওয়্যারটিতো mediafire এ আপলোড করেছি । oxford pack টি একটু কষ্ঠ করে hotfile থেকে নামিয়ে নিন । ধন্যবাদ ।

Level New

আমার ওনেক কাজে দিবে ,ধন্যবাদ আপু।

    কাজে লাগলেই টিউনের স্বাথকতা । ধন্যবাদ আপনাকে ও ।

কাজের, সুন্দর এবং খুব ভাল টিউন । ধন্যবাদ………………………………….ধন্যবাদ……………………………ধন্যবাদ………………………………………
http://tech2bd.blogspot.com

ধন্যবাদ স্বপ্না আপা ।

২ নং সফটওয়্যারের মনে হয় প্রব্লেম আছে…………।।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ এই জটিল এবং কাজের সফটগুলি সবার সাথে শেয়ার করার জন্য। অনেক কষ্ট করে ডাউনলোড করলাম বাট ইন্সটল করতে পারলাম না। হয়তো আমারই কপাল খারাপ। যাই হোক আমি ঢাকার মিরপুরে থাকি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে দয়া করে আমাকে এই [email protected] ঠিকানায় জানালে উপকৃত হব। কারন আমি যে কোন মূল্যে আপনার সফটগুলি সংগ্রহ করতে চাই।

আবারও আপনাকে ধন্যবাদ।

    আপনি আমার থেকে যেকোন মূল্যে সফটওয়্যারগুলো সংগ্রহ করতে চান এমন কথা কেন বলছেন ভাইয়া ।আমি দেশে থাকলে এমনিতেই সফটওয়্যার গুলো দিয়ে আপনাকে হেল্প করতাম । আমিতো সবাইর উপকারের কথা চিন্তা করেই share করলাম ।যাক যে ২,৩ জনের ২নং softwareটি ডাউনলোডে provlem হয়েছে আমি আপনাদের জন্য ২নং software টির আর ও একটি লিংক দিলাম । password কিন্তু আগেরটাই হবে । ইনশাল্লাহ সফল হবেন বলে বিশ্বাস ।
    http://rapidshare.com/files/39490485/PPS_Edu.exe

    Level 0

    ধন্যবাদ আপনাকে। এত কাজের যে তাই আমি যে কোন মূল্যে মানে যে কোন কষ্ট শিকার করে সফটওয়্যারগুলো সংগ্রহ কথা বুঝিয়েছি। আসলেই আমার Windows এ প্রবলেম আছে তাই প্রথমে English Grammar in Use ব্যবহার করতে পারিনি তার পর সফল হয়েছি আর এখানের প্রথম সফটটা ঠিক মত কাজ করেছে কিন্তু ২য়টাতে একটু সমস্যা করতেছে। যাই হোক রেপিড শেয়ার থেকে ডাউনলোড দিলাম দেখি কাজ হয় কিনা।
    আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

hotfile থেকে full download করা যাচ্ছে না (big file,limited download speed,load shedding)

আপু, আপনি যদি সময় করে মেডিয়াফায়ারে বা রেপিডশেয়ারে আপলোড করে দিতেন, খুব উপক্রত হতাম।

শুভকামনা রইল আপনার জন্য।

    সময় পেলে অবশ্যই দেওয়ার চেষ্ঠা করবো । শুভকামনা রইল আপনার জন্য ও।

ধন্যবাদ।

Level 0

খুব ভাল িজিনস

Level New

@swapna apu fast software ta link kaj kore na. and 2nd software ta download korar por error dakhai. kindly software 2 tir download link amar email id te send korben plzzzzzzzz. email id : [email protected]

Level 0

Softwear ti download korar option khuje pacci na . pls help me.

apu download link paina kno? Apu plz amake download link ta mail kore diben plz…
[email protected]

Level 0

খুব ভালো মনে করে ডাউনলোড দিলাম দ্বিতীয় টা কাজ হয় নাই
প্রথম টা তো লিংক থেকে ফাইল ডিলেট করে দেয়া হয়েছে । আপু কোন কাজ হলো না আপনার পোস্ট টি বৃথা হলো কারো উপকারে আসছে কিনা জানিনা, আমার হয় নি বরং কিছু মেগা বাইট লস হলো । যাই হোক ধন্যবাদ ।

0010\F7\consonant_ng_sound.wav
There was a problem installing this file.
The installation will be cancelled.