ইংলিশ গ্রামাটিক্যাল ভুল আর বানান চেক করুন WhiteSmoke দিয়ে

অনেকদিন পর নিজস্ব গন্ডির বাইরে টিউন করলাম তবে আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে।
আমাদের মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজী তবে যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজী না তাই ইংরেজী আমাদের জন্য অনেক কঠিন ।সামান্য কিছু মানুষ ইংরেজীটা ভালো ভাবে বুঝে আর আমার মতো যারা তারা মোটামুটি বুঝি আর আরেক অংশ আছে যারা ইংরেজী ভীতিতে ভীত

কিন্তু আমরা আমরা যতই ইংরেজীতে পাকনা হইনা কেন আমাদের ভুল ভ্রান্তি হবেই বানান ভুল হবে ব্যাকারণগত ভুল হবে এর বড় কারন আমরা খুব কম সময় ইংলিশ চর্চা করি।

এই গ্রামীটিক্যাল ভুল আর বানানের ভুল হতে রক্ষা করতে আমার এই টিউন ।
ইংলিশে বানানের ভুলগুলো সহজেই জানতে পারি মাইক্রোসফটওয়ার্ডে লিখার সময় কিন্তু গ্রামাটিক্যাল ভুলগুলো জানার জন্য মাইক্রোসফটওয়ার্ড অতটা রিচ না।

আজকে আমি আপনাদের একটা অনলাইন বেইজড সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনার ইংলিশ দক্ষতাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে ।
চলুন দেখি এই সফটওয়্যারটির আসল কাজ কি

  • লেখার সময় আপনার গ্রামাটিক্যাল ভুলগুলো দেখিয়ে দিবে সাথে সাথে সঠিকটি কি হবে তা জানিয়ে দিবে ।নিচের উদাহরণটি দেখুন

  • এখানে আমি লিখেছিলাম i have to known that, i am a men যখন চেক এ ক্লিক করলাম তখন আমাকে জানানো হলো যে এখানে known হবেনা হয়তো এখানে be known অথবা know হবে ।এবং a men হবেনা হয়তো a man হবে না হয় man হবে।

  • আপনার ভুল ঠিক করে দেওয়ার সাথে সাথে এটি আপনাকে জানাবে কেন ভুল হয়েছিলো কেন সঠিকটি হবে নিচের স্কীনশটটি দেখুন এখানে কেন ভুল হয়েছে সঠিকটি কি জানিয়ে দিয়েছে বিস্তারিস
  • বানান ভুল হলে ঠিক করে দিবে
  • যেকোন শব্দের সিমিলার মানে সিনোনেমসগুলো জানিয়ে দিবে যাতে আপনার ইংলিশ হয় আরও স্মার্ট
  • আছে অটোকারেক্ট্র অপশন

আর কিছু লেখার প্রয়োজন মনে করছিনা নিচের লিংক হতে ডাউনলোড করে নিন।মনে রাখবেন এটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার তাই এটি চালু থাকা অবস্হায় নেট কানেক্ট থাকতে হবে।আর ডাউনলোড লিংকের সাথে দেয়া সিরিয়াল কীটি যে কোন সময় ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে তাই ব্ল্যাকলিস্টেড হলে নতুন সিরিয়াল কী ইন্টারনেট হতে খুজতে হবে।
ডাউনলোড এখানেডাউনলোড করে ইন্সটল করার পূর্বে এর সাথের ম্যানুয়েলটি পড়ে নিলে ভালো হবে।
আমার নিজস্ব সাইটে ব্লগার মামুন এ প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আবার ইংরেজি তে কাচা 😛 😛 😛

১০০ তে মাএ ৭০ নাম্বার কম পাওয়ার কারণে আমি ইংরেজীতে ………….গেছি!!!!

মামুন ভাই কি দিলেন আমিতো শূন্যে ভাসতেছি।
অনেক ধন্যবাদ।

SERIAL KEY DEN..
[email protected]

একটা কাজের জিনিস দিলেন ভাই দেখি কাজে লাগাতে পারি কিনা কারন আমি সত্যি ইংরেজি কম বুঝি তাই ঐ পথেও কম হাটি,টিউনটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো সফট কাজে লাগবে

জটিল জিনিস গুরু।

দেখি এংরেজি কেমন পারি । 🙂 (টেকটিউনসে স্মাইলি থাকলে আনেক মজা হত)
ধন্যবাদ আপনাকে টিউনটি করার জন্য ।

Level 0

আমি আনেক আগেই ব্যবহার করেছি, কিন্তু কয়েক দিন পর আর কাজ করেনাই/ করছেনা। কিনে ব্যবহার করার জন্য বলে। তার পরেও আপনাকে ধন্যবাদ।

অফলাইনে কাজ করবে —- এইরকম সফট আছে কি?

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে েশয়ার করার জন্ন