বাংলাদেশী ওয়েব ডিরেক্টরী এক সাইটেই এখন সব ,না পড়লে সত্যি মিস করবেন ।

টেকটিউনার ভাইদের আজকে একটা নতুন সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই । আর এই জন্য আমার টিউনটা করা । যারা ইন্টানেট নতুন ব্যবহার করছেন , তারা অনেক সময় কিছু প্রয়োজনিও লিঙ্ক খুজেন , কিন্তু সহজে সব লিঙ্ক গুলো খুজে পাওয়া যায়না না । এতে তাদের অনেক সময় অপচয় হয়। আর তাই আপনার এই কাজকে সহজ করে দিতে বিভিন্ন প্রয়োজনীয় সাইটের লিংক নিয়ে চালু হল দারুন একটি ওয়েবসাইট । যা আমাদের বিজি লাইফ কে ইজি করে দিবে । সাইট টির ঠিকানা : http://www.bdlink24.co.cc আশা করি এখন প্রয়োজনীয় সাইট খোজার জন্য এখন আর সার্চ ইঞ্জিন ঘাটতে হবে না, আর যদি এটিকে আপনার হোমপেজ হিসেবে রাখেন তাহলে তো আর প্রয়োজনীয় সাইটের এ্যাড্রসও আর বারবার লিখা লাগবে না।


সাইটটার লিঙ্ক এখানে

জানি না আপনাদের সাইট টা কেমন লাগলো , ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর সাইট টি সম্পর্কে যেকোন প্রকার সাজেন্স থাকে অবশ্যই দিবেন।যদি সাইটটা আপনাদের এতটুকু ভালো লাগে তাহলেই আমার টিউনটা সার্থক হবে।মন্তব্য করতে ভুলবেন না।

Level 0

আমি আদিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 219 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.enjoybd.co.cc http://www.bdlink24.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo lage nai…………………………………………………………

সোহেল ভাই সাজেন্স দেন , কি করলে ভাল লাগবে!

Level New

ভাই আমি আপনার লিংকে এমন কিছু প্রয়োজনিয় লিংক পেলাম যার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ।

রাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

ধন্যবাদ আদিল ভাই, এই ডিরেকটরিটি শেয়ার করার জন্য । এর লোডিং টাইম অনেক ব্যাপক । টেকটিউনসে উপস্থাপনাকৃত আমিন ভাইয়ের ডিরেকটরিটি খুবই ভালো লেগেছিল । একবার দেখতে পারেন ।
http://www.addressbd.co.cc/

    রুহুল আমীন ভাই আসলে আমার net speed অনেক ভাল। তাই আমি যখন সাইটটি করি তখন এর লোডিং টাইম কত নেয় তা বুঝতে পারিনাই, কিন্তু আমি ইনশাল্লাহ এর লোডিং টাইম অনেক কমিয়ে আনার চেস্টা করবো । আপনাকে অনেক ধন্যবাদ।

আন্তরিকতা দেখিয়ে লিঙ্কটা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
সমস্যা আরেক জায়গায়, ধীর গতির ইন্টারনেট এর যুগে যদি এমন একটা সাইট বানানো হয় যেটাতে পুরো সাইট্টি ছবি দিয়ে একাকার, ফলে পেইজ লোড হতে অনেক সময় নেয় ,সেরকম একটা যায়গায় কেন ভিসিটররা সময় বাচাতে যেয়ে সময় নষ্ট করতে যাবে তা সত্যিই ভাবনার বিষয়।

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও@ প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আমি এই সাইটির হবহু আরেকটি সাইট তৈরি করচ্ছি যার মধ্যে ছবি থাকবেনা তার কাজ শেষ প্রযায়,আশাকরি ধীর গতির ইন্টারনেট এর যুগে সকলের আর সমস্যা থাকবে না সাইট টি তৈরি হলে। আপনাকে আবরো ধন্যবাদ।

Level 0

আপনার সাইট টিক আছে কিন্তু আপনার সাইট ডিজাইন করেছে (রুহুল আমীন) আর টিউন করেছেন আদিল দুইজন কি একজন?
http://www.youtube.com/watch?v=tJD-hhYOyqU

http://www.newswebbd.com

দেখুন সবচেয়ে এডভান্স বাংদেশী ওয়েব ডিরেক্টরী – http://www.morol.net