সবাইতো আর ভাগ্যবান না তবে যারা ভাগ্যবান তারাই এই টিউনটি পড়বে XCLUSIVELY @ সাবটাইটেল মামুন

প্রথমেই মাফ চাই উদ্ভুট টাইপের টাইটেল দেওয়ার জন্য আসলে যখনই সফটওয়্যারটি দেখলাম তখনই টিউনটি করবো ভাবছিলাম তখনই এই একটা মাত্ত টাইটেলই মাথার ভিতরে আসছে তাই এই টাইটেলটি দিয়ে দিলাম । তবে এই টাইটেলটি পরে চেন্ঝ করে দেবো

সময় কম তাই সোজা বাংলায় আসল কথা বলতেছি

এই টিউনটি হচ্ছে SkyDownloader নামের একটি সফটওয়্যার নিয়ে যেটি ইন্সটল করার পর আপনি কিছু জটিল ফিচারের সন্ধান পাবেন । যার প্রধান প্রধান ফিচারগুলো হচ্ছে :

  • আপনি যেকোন ইংলিশ মিউজিক সরাসরি ডাউনলোড করতে পারবেন
  • যেকোন মুভি ডাউনলোড করতে পারবেন এবং স্পিড ভালো হলে সরাসরি দেখতেও পারবেন
  • যেকোন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন ।
  • গেমস খেলতে পারবেন + ডাউনলোড করতে পারবেন
  • টরেন্ট হতে সরাসরি মুভি,গান,সফটওয়্যার হাবিজাবি সরাসরি ডাউনলোড করতে পারবেন ফুল স্পিডে
  • সরাসরি টিভি চ্যানেল দেখতে পারবেন আবার টিভি প্রোগাম ডাউনলোডও করতে পারবেন
  • রেডিও শুনতে পারবেন কম স্পিডেই
  • চ্যাট করতে পারবেন
  • সব একদম ফ্রী
  • আসল কথা হলো ব্যবহার করে দেখুন তারপর বুঝতে পারবেন কত মজার সফটওয়্যার এটি । মজার না হলে কিন্তু আমি টিউন করতাম না । আর আপনাদের বেশিরভাগের কাছে যদি আমার কথা ভুল মনে হয় তাহলে কোন কথা নাই সরাসরি টিউন ডিলিট করে দেবো ।

    আরও ঘটনা আছে

    প্রথম ১০,০০০ জনকে কর্তৃপক্ষ ফ্রী এর প্রো ভার্সন ডাউনলোডের সুযোগ দিবে । তবে এর জন্য আপনাকে টুইটারে এই অফারটি নিয়ে টিউন করতে হবে । যাদের টুইটারে একাউন্ট আছে তারা এখানে ক্লীক করে টুইটার পেজে যান তারপর টুইটার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে টুইট করুন তারপর প্রো ভার্সন ডাউনলোড করুন । আর যাদের টুইটারে একাউন্ট নেই তারা টুইটারে একাউন্ট করুন তারপর ডাউনলোড করুন ।
    আর যারা টুইটারের কিছুই বুঝেন না তারা এখানে ক্লীক করে বেসিক ভার্সনটি ডাউনলোড করুন ।

    আরেকটা কথা ডাউনলোড করার পর ইন্সটলের সময় ফায়ারওয়াল থাকলে অনুমতি চাইবে অনুমতি দিয়ে দিন । আর কোন সমস্যা হলে জানাবেন

    Level 0

    আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    আগে দেখেছি তবে ব্যবহার করে দেখি নাই, তবে যেহেতু আপনে টিউন করছেন তাই একবার ব্যবহার করে দেখব।

    Level 0

    আনাকে অনেক ধন্যবাদ ।
    😛

    ভালই লাগল

    wow মনে হয় ভালই হবে। দেখি কেমন লাগে।

    ব্যবহার করে দেখি…

    Level 0

    আমি কিন্তু ভাই সরাসরি লিঙ্ক দিয়ে ১টা টিউন করব

    সব ঠিক থকবে
    আমি আরো বিস্তারিত লিখবো কি বলেন????

      কিসের সরাসরি লিংক দিবেন ? এখানেতো সবই সরাসরি । বিস্তারিত লিখে টিউন করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যপার এই ব্যাপারে আমার কিছুই বলার নেই ।
      তবে এই টিউনটা প্রথম পেজে থাকা অবস্হায় করবেন না ।

      টিনটিন ভাই ইদানিং আমারে কমেন্টস দেননা ঘটনা কি ভাই ??টিউন কি ভালো হচ্ছে না ?? সবোর্চ্চ মান রক্ষার চেষ্টা করেই ভাই টিউন করি ।

    Level 0

    I don’t want to say anything about tune but the “HEADLINE” is really attractive.

    আমার মাথা ঘুরতাছে !!!

    কেন আলমাস ??

    ধন্যবাদ তপু ভাই, মিডিয়াফায়ারে লিঙ্ক দেওয়ার জন্য……………………………………………………।

    উদ্ভুত টাইপের টাইটেল হলে মন্দনা টাইটেলটা। :):)
    মামুন ভাই টাইটেলটাএমন হলে হতোনা- সবাইতো আর ভাগ্যবান না তবে যারা ভাগ্যবান তারাই Sky Downloader ডাউনলোডের সুযোগ পাবেন @ সাবটাইটেল মামুন।
    ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    ওয়াও। পুল ম্যানেজার তো ফ্লাইওভার দিয়া যাতায়াত শুরু করছে।
    মিয়া গ্রেট জব।

    আমার ও মাথা ঘুরতাছে আলমাস এর মত। সত্যি খুব ভাল টিউন।

    Level New

    আপনারা সবাই ভাল
    ধন্যবাদ মামুন ভাই।

    হুমমম ট্রেরাই কইরা দেখতে হইব 😉 Thnx 😆

    মেঘ না চাইতেই জল। আসলেই জল কি না দেখতে হবে । টিউন করার জন্য ধন্য….বাদ।

    কেন কমেন্ট দিব না রে ভাই ……. সারাদিন ক্লাসে থাকি তাই মোবাইল দিয়েই চেক করতে হয় …… আর তোর টিউনের কোয়ালিটি নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই। বললেই মনে হয় কম হয়ে গেল যেন।

      ভাই আমার কিন্তু আপনের লগে ডাইরেক্ট হিসাব । কোন অভিযোগ থাকলে টিউন নিয়া সরাসরি বাংলা ভাষায় সবার পিছনে মোবাইলে জানাই দিবেন ।আমি সাধ্যমত চেষ্টা করবো মানের উন্নতি ধরে রাখার জন্য ।

    নাবিল ভাই মানেই নতুন কিছু ভালো টিউন আপনাকে ধন্যবাদ,

      কি ব্যাপার আতাউর ভাই কষ্ট কইরা টিউন করি আমরা আর নাম হয় অন্য কারো হায়রেএএএএএএএএএএএএএ

      @আতাউর রহমান …..চোখ কান খোলা রাখুন।

      টিউন’টা আমার না আতাউর ভাই। ধন্যবাদ দিলে হলে মামুন ভাইকে দিন…
      আর না হলে রাগে মামুন ভাই আরো ভালো টিউন করবে 😉

    ভাই জব্বর জিনিছছছছ দিচেন দেকচিচচচচচ। নাইচ টিউন করচেনননন 🙂

    দুঃখিত ভাই মাপ কৈরা দিয়েন ভুল হইয়া গেছে আগামীতে এই ভুল আর হইবেনা,আপনার টিউনটা সত্যি ভালো হইছে আপনাকে স্পেশাল ধন্যবাদ.আরেকটা কথা সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে ইন্টারনেটে লাইভ খেলা দেখার কোনো সিস্টেম থাকলে জানাইয়েন,নাম ভুল করার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি মাইন্ড কৈরেন্না.

      আপনে একদমই চিন্তা লইয়েন না । বিশ্বকাপ আসার আগেই দেখবেন লাইভ কিভাবে দেখা যায় তা নিয়ে টেকটিউনস এ টিউনের হিড়িক পইড়া যাইবো ।

    Level 0

    অনেকে বলে tv দেখা যাবে কিন্তু যায় না, এবার কিন্তু মামুন ভাই, যাবে।

      মুসা ভাই এজন্য আপনাকে ওয়াচ টিভি মেনুতে একটা প্লাগিন আছে ওইটা ডাউনলোড করে ইন্সটল করুন । প্লাগিন ছাড়া দেখা যাবেনা

    ধন্যবাদ। ভাল একটাজিনিস দিলেন। আগে ডাউনলোড দিছি তারপর কম্যান্ট করছি, যদি না পাই তাই।

    টিউনটা পরতে যা সময় লাগলো না তার চেয়ে বেশী সময় লাগলো command গুলো পরতে।এতো command দেখে বুঝা য়াচ্ছে ভালো টিউন। দিলাম ধন্যবাদ!!!!!

    টাইটেল দেখে ভাবলাম নতুন কেউ এসে টিউন করলো কিনা।
    ভালো সফট।

      টাইটেলেই কিন্ত আমার নাম লেখা আছে তৌফিক ভাই । একটু ব্যতিক্রমী টাইটেল দিলাম আরকি ।

    মামুন ভাই কঠিন ও জটিল।৪ দিন ধরে জ্বরে ভুগেছি।আজকের এই সফটওয়্যার টা পেয়ে প্রায় ভলো হবার পথে।অনেক ধন্যবাদ।

    Level 0

    jotill tune bosss……………..

    thnxxxxxx

    Level 0

    ওয়াও সেইরকম একটা হইছে………………।

    Level 0

    thanks