প্রথমেই মাফ চাই উদ্ভুট টাইপের টাইটেল দেওয়ার জন্য আসলে যখনই সফটওয়্যারটি দেখলাম তখনই টিউনটি করবো ভাবছিলাম তখনই এই একটা মাত্ত টাইটেলই মাথার ভিতরে আসছে তাই এই টাইটেলটি দিয়ে দিলাম । তবে এই টাইটেলটি পরে চেন্ঝ করে দেবো
এই টিউনটি হচ্ছে SkyDownloader নামের একটি সফটওয়্যার নিয়ে যেটি ইন্সটল করার পর আপনি কিছু জটিল ফিচারের সন্ধান পাবেন । যার প্রধান প্রধান ফিচারগুলো হচ্ছে :
আসল কথা হলো ব্যবহার করে দেখুন তারপর বুঝতে পারবেন কত মজার সফটওয়্যার এটি । মজার না হলে কিন্তু আমি টিউন করতাম না । আর আপনাদের বেশিরভাগের কাছে যদি আমার কথা ভুল মনে হয় তাহলে কোন কথা নাই সরাসরি টিউন ডিলিট করে দেবো ।
প্রথম ১০,০০০ জনকে কর্তৃপক্ষ ফ্রী এর প্রো ভার্সন ডাউনলোডের সুযোগ দিবে । তবে এর জন্য আপনাকে টুইটারে এই অফারটি নিয়ে টিউন করতে হবে । যাদের টুইটারে একাউন্ট আছে তারা এখানে ক্লীক করে টুইটার পেজে যান তারপর টুইটার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে টুইট করুন তারপর প্রো ভার্সন ডাউনলোড করুন । আর যাদের টুইটারে একাউন্ট নেই তারা টুইটারে একাউন্ট করুন তারপর ডাউনলোড করুন ।
আর যারা টুইটারের কিছুই বুঝেন না তারা এখানে ক্লীক করে বেসিক ভার্সনটি ডাউনলোড করুন ।
আরেকটা কথা ডাউনলোড করার পর ইন্সটলের সময় ফায়ারওয়াল থাকলে অনুমতি চাইবে অনুমতি দিয়ে দিন । আর কোন সমস্যা হলে জানাবেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আগে দেখেছি তবে ব্যবহার করে দেখি নাই, তবে যেহেতু আপনে টিউন করছেন তাই একবার ব্যবহার করে দেখব।