ওয়েবওয়্যার নিয়ে লেখাটা সময়ের সাথে সাথে আরো নেশার মত হয়ে উঠছে। ওয়েবওয়্যারগুলো যে আমাকে প্রতিদিন কতটা হেল্প করে তা আমি বলে শেষ করতে পারব না। তাই সব সময়ই মুখিয়ে থাকি নতুন ওয়েবওয়্যারের। আর খোজ পাওয়া মাত্রই টিউনার বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে। আজও এসেছি কিছু নাম না জানা ওয়েবওয়্যার নিয়ে -
বিজনেস ম্যান এবং বিভিন্ন ছোট বড় কোম্পানীর ম্যানেজারদের ঐ কোম্পানীর কর্মকর্তাদের মেইনটেইন করতে কত কিছুই না করে থাকেন। তবে এখন থেকে ম্যানেজারদের সেই ঝামেলা থেকে মূক্তি দিতে এসে গেছে “শিফট প্ল্যানিং” ওয়েবওয়্যার। এটি একটি ফ্রি অনলাইন Employee ম্যানেজমেন্ট টুল। ইন্টারএ্যাকটিভ ডিজাইন এবং সিমপ্লিসিটির মাধ্যমে কোম্পানীর কর্মকর্তাদের মেইনটেইন এবং তাদের ডিউটি শিডিউলিং এর কাজটা বেশ ভালোভাবেই সেরে নেয়া যাবে।
চলতি পথে অথবা ব্যস্ত কোন সময়ে ওয়েবে ঢু মারছিলেন অথচ চোখ পড়ে গেল গুরুত্বপূর্ন একটি টপিকে। কিন্তু পড়ার সময়টুকু নেই। এই সমস্ত বিব্রতকর মোমেন্টগুলো কে কাজে লাগাতে এই ওয়েবওয়্যারটি। আপনার রেগুলার ব্রাউজারে রান করা পাশাপাশি আছে আইফোন সহ আরো সকল স্মার্ট ফোনের সাপোর্ট।
অটো ক্যাড সফটওয়্যারটার সাথে পরিচিতি নেই এমন টিউনার মনে হয় খুজে পাওয়া দুস্কর। সাধারনত আর্কিটেক্টরা বিভিন্ন প্ল্যানিং এর কাজে বেশি ব্যবহার করে থাকে। তবে ফ্লোর প্ল্যানিং এর জন্যে আজ এমন একটি ওয়েব ওয়্যার তুলে ধরলাম, এর পরে মনে হয় অনেকেই অটো ক্যাডকে বাই বাই বলে দিবে। খুবই চমৎকার এবং ফ্রেন্ডলি ইন্টারফেস আর সবচেয়ে বড় ব্যাপার হল প্ল্যানিং হবে ড্র্যাগিং আর ড্রপিং এর মাধ্যমে !!!
আর দশটা টুলের মত এটিও একটি টাইম ট্রাকিং টুল যা আপনার হয়ে হিসেব করে দিবে আপনি কোন কাজে কতটা সময় অতিবাহিত করছেন। তবে ফারাক একটাই, এটি একটি ওয়েবওয়্যার।
আমার এই টুলটা অনেক ভালো লেগেছে। প্রিতিদিন আপনার স্যোশাল মিডিয়াতে কর্মকান্ড এবং ডেটা ব্যাকআপ, আর্কাইভিং এবং এক্সপোর্টিং করে থাকে।
এটি মূলত একটি এ্যাকাউন্টিং বেজড অনলাইন প্ল্যাটফর্ম। কোথায় কার কাছে কত পান, কাকে কখন কত পে করতে হবে সহ আপনার সমস্ত খরচপাতির ডেবিট ক্রেডিট এ্যানালাইজ করার মত চমৎকার একটি প্ল্যাটফর্ম।
এটিও একটি অনলাইন ম্যানেজমেন্ট লেভের টুল। এর ইন্টারফেসটা আমার খুবই ভালো লেগেছে।
ছবি তো কথা বলে এটা ফটোগ্রাফার রা বলে। তবে আপনি যদি জোর করে কোন ছবিকে কথা বলাতে চান তাহলে এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া আরো আছে বিভিন্ন সামাজিক নোটওয়ার্কে শেয়ারিং এর ব্যবস্থা।
এটা সাধারনত ডায়াট কন্ট্রোলো রাখতে চান তাদের জন্যে একটি প্ল্যাটফর্ম। প্রিতিদিন আপনার ডায়েট এবং ওয়েটের ডেটা এন্টার করে আপনার প্রোগ্রেস রিপোর্টটি ভিজ্যুয়ালি দেখে নিতে পারেন।
আমি চললাম ......নতুন কোন ওয়েবওয়্যারের সন্ধানে
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
অনেক টিউনের ভিড়ে টিনটিন ভাইয়ের এই টিউনটি দেখে খুব ভাল লাগছে।
ধন্যবাদ টিনটিন ভাই।