গুগল ক্রোম নিয়ে আগের পোস্টে আমি মূলত গুগল ক্রোমের বেসিক কাজে লাগে এবং অতি প্রয়োজনীয় এই রকম এ্যাড অন নিয়ে টিউন করেছিলাম উদ্দেশ্য একটাই সবাইকে গুগল ক্রোমের প্রতি টেনে আনা ।মনে হয় কিছুটা সফলও হয়েছি।আচ্ছা থাক সেসব কথা চলুন ঝটপট আরও কিছু ভালো এবং কাজে লাগার মত এ্যাড অন দেখে নেই যাতে আপনাদের অ্যাড অন খুজে সময় নষ্ট করতে না হয়
এই অ্যাড অনটি মজার একটি অ্যাড অন আপনি যখন গুগলে কোন কিছু সার্চ দিবেন তখন এই অ্যাড অনটি ইন্সটল থাকলে কোন সাইটে না গিয়েই সার্চ রেজাল্টের প্রতিটি সাইটের প্রিভিউ দেখতে পারবেন।
এই অ্যাড অনটি দিয়ে আপনি আপনার ব্রাউজারের ভিতরেই Docs ,PDF,PowerPoint ফাইল সরাসরি দেখতে পারবেন।কোন সফটওয়্যার ছাড়াই
যারা টুইটার বেশি পছন্দ করেন বা নানা কাজে ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাড অনটি আপনার কাজকে করবে আরও সহজ ।টুইটার সাইটে না গিয়েই সরাসরি টুইট করা বা নতুন টুইট আপডেট চেক করতে পারবেন এটি দিয়ে।
FlashBlock দিয়ে আপনি যেকোন সাইটের / পেইজের ফ্লাশ ডিসঅ্যাবল করে দিতে পারবেন ।
যারা গুগল হতে ইমেজ ডাউনলোড করেন তাদের জন্য সত্যি কাজে লাগার মত অ্যাড অন।ইমেজ সার্চ রেজাল্ট হতেই সরাসরি ইমেজটি ভালো করে দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন ।বুঝতে পারছেনতো কেমন মজার একটি অ্যাড অন এটি।
যারা ফেইসবুক বেশি পছন্দ করেন বা দিনভর চ্যাট করেন তাদের চ্যাটে নতুনত্ব আনবে এই অ্যাড অনটি ।নতুন নতুন Emoticons, Winks,Text Effects পাবেন ।
যারা এখনও ইন্টারনেট এক্সপ্লোরারের ধ্যানে মগ্ন অথবা মাঝে মাঝে মুখ ফসকাইয়্যা বলে ফেলেন ইন্টারনেট এক্সপ্লোরারইতো ভালো তাদের জন্য এই অ্যাড অনটি ।এটি দিয়ে ক্রোমের মাঝেই এক্সপ্লোরারের চেহারা দিতে পারবেন।
এই অ্যাড অনটি দিয়ে গুগল ক্রোমের মাঝে যেকোন সাইটে খুবই সহজে উপরে নিচে scrool করতে পারবেন ।ব্যবহার করে দেখুন একেবারে প্রেমে পড়ে যাবেন।
যারা এখনো ইয়াহু মেইল ব্যবহার করেন তারা এই অ্যাড অনটি দিয়ে মেইল বক্সে না গিয়েই সরাসরি মেইল চেক করতে পারবেন।
এই অ্যাড অনটি দিয়ে আপনি যেকোন পেইজে সরাসরি স্যোশাল নের্টওয়ার্ক যেমন ফেইসবুক ,টুইটার ইত্যাদি সাইটে শেয়ার করতে পারবেন ,মেইল বুর্কমার্ক টান্সলেট করতে পারবেন সোজা বাংলায় Add This দিয়ে যতকিছু করতে পারেন সবই এই অ্যাড অনটি দিয়ে করতে পারবেন।
এই সিরিজটা মোটামুটি কিছুদিন চলবে।মোটামুটি মানের পোস্টমার্টম হয়ে গেলেই শেষ।তবে যেভাবে গুগল ক্রোমের অ্যাড অন বেড়ে চলছে তাতে আমার এনার্জি শেষ হয়ে যাবে কিন্তু অ্যাড অন শেষ হবেনা বলেই মনে হচ্ছে।
যাই হোক আশা করি যারা বর্তমানে ক্রোম ব্যবহার করছেন তাদের বেশ কাজে লাগবে টিউনটি আর যারা ব্যবহার করছেন না তারা যখন ভবিষ্যতে গুগল ক্রোমে কনভার্ট হবেন তারা বিনা পরিশ্রমেই প্রয়োজনীয় অ্যাড অনগুলো খুজে পাবেন ।
গুগল ক্রোম বর্তমানে ব্রাউজার মার্কেটের ৬.১৬ % দখল করে আছে যেখানে মজিলা দখল করে আছে ২৮.০৩% আর এক্সপ্লোরার দখল করে আছে ৫৮.০৬%
অল্পকয়েকদিনের মাঝে গুগল ক্রোম অনেক সামনে এগিয়ে গিয়েছে মাশাবলের এক পোস্টে দেখলাম বর্তমানে সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে গুগল ক্রোমের ।
সবাই ভালো থাকবেন সেই আশায় আজ এ পযর্ন্তই।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ধন্যবাদ। Nice Tune..