ওয়েবওয়ার নিয়ে খুব কম লেখাই আমরা টেকটিউনসে দেখতে পাই যতগুলো আসে তার মধ্য টিনটিন ভাই সবচেয়ে বেশী ওয়েবওয়ার নিয়ে লিখে থঅকেন। তাই আজকে ইচ্ছে হল ওয়েবওয়ার নিয়ে টিউন করা। যখন আমাদের দেশের তথ্য ও প্রযুক্তি উন্নত দেশের মত হবে সেদিন মানুষে অনলাইনে বসেই তার সকল কাজ সম্পাদন করবে। এর ফলে একদিকে যেমন পাইরেসির প্রবনতা কমবে তেমনি কোন সফটওয়ারের ক্র্রয় বা সফটওয়ারের সিরিয়াল খোজার প্রয়োজন হবে না। হয়তবা সেই দিনখুব একটা বেশী দূরে নয়্। যাই হোক আজকের টিউনটি মূলত ডায়াগ্রাম তৈরি নিয়ে, আশঅ করি এর ফলে প্রফেশনালদের মত ডায়াগ্রাম তৈরি করতে পারবেন।
Gliffy হচ্ছে এমন একটি অনলাইন ডায়াগ্রাম তৈরির টুল যা দিয়ে আপনি খুব সহজেই ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন। এর চমৎকার ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে। হয়তবা আপনাদের কাজে আসবে।
বিদ্রঃ এই সাইটে আপনাকে রেজিস্ট্রেশনের ঝামেলা পোহাতে হবে না।
http://www.drawanywhere.com/
বিদ্রঃ এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
http://www.lovelycharts.com/
বিদ্রঃ এই সাইটে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
http://www.lucidchart.com/
বিদ্রঃ এই সাইটে প্রবেশ করতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
সকলকে ধন্যবাদ.............................................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
জটিল…………………………………………………………………………………………………… 😛