যেদিন প্রথম ক্রোম ব্যবহার করি সেদিনই ক্রোম আমার পছন্দ হয়ে যায়।আসলে গতির দিক হতে ক্রোমকে সবার সামনে এটা পরিক্ষিত গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন।আর গুগল আস্তে আস্তে ব্রাউজার মার্কেটে নিজেদের কতৃর্ক্ত পাকাপোক্ত করে নিচ্ছে।সবশের্ষ হিসেবমতে গুগল ক্রোম বর্তমান ব্রাউজার মার্কেটের ১০% 5.63 % দখল করে আছে অল্পকিছুদের মাঝে এই সাফল্যের জন্য অবশ্যই ক্রোম ধন্যবাদ পাবার যোগ্য।
এবার আসি আসল কথায় আমি অনেককেই বলেছি ক্রোম ইউজ করতে কিন্তু সবার এক কথা মজিলার এ্যাড অন লাইফকে করেছে আরও সহজ এজন্য মজিলা ছাড়া অসম্ভব।আসলে যারা মজিলা ব্যবহার করে তারা অধিকাংশরাই এই এক কারনে মজিলা ছেড়ে গুগল ক্রোমে আসতে নারাজ।আর যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে তারা হিসেবের বাইরে এরা ক্যান এটা ব্যবহার করে আল্লায় জানে ।
তবে আপনারা অনেকেই জানেন না গুগল ক্রোমেও অ্যাডঅন ব্যবহার করা যায় এবং গুগল ক্রোমেও অ্যাড অনের অভাব নাই+Counting ......
তাহলে চলুন আজকে কিছু অতি প্রয়োজনীয় অ্যাড অনের সাথে পরিচয় হই যেগুলো আপনাকে ক্রোমে ট্রান্সফার হতে বাধ্য করতে পারে।
Google Mail Checker Plus অ্যাডঅনটি ব্যবহার করে সরাসরি জিমেইল একাউন্টে না গিয়েই মেইল চেক সহ সবকিছু করতে পারবেন।
Facebook for Google Chromeদিয়ে ফেইসবুকে না গিয়েই ফেইসবুকে সবকিছু চেক করতে পারবেন এবং স্টাটার্স আপডেট করতে পারবেন। এছাড়া মজার আরেকটি টুলস হল Facebook Fixer
ব্যবহার করলেই বুঝতে পারবেন।
Last pass পার্সওয়ার্ড ম্যানাজার এটি ব্যবহার করলে আর আপনাকে পাসওয়ার্ড নিয়ে কোন টেনশন করতে হবেনা।ভুলে যান সব পাসওয়ার্ড।আপনি যেই সাইটের পাসওয়ার্ড সেভ করে রাখবেন সেই সাইটে প্রবেশ করা মাত্ত এটি অটোমেটিক ইউজার নেম আর পাসওয়ার্ড পুরন করে নিবে।মানে এটি ব্যবহার করলে পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে আর টেনশন থাকবেনা।আর আপনার সিকিউরিটি নিয়েও কোন টেনশন করতে হবেনা।এছাড়া আছে RoboForm
Google Dic আপনার অনলাইন জীবনের ইংলিশকে করবে আরও সহজ ।শুধু ওয়ার্ডটি কপি করে পেস্ট করে দিন সাথে সাথে জেনে নিন এর বাংলা /ইংলিশ অর্থ।
easy youtube video downloader ব্যবহার করে সহজেই যেকোন ফরমেটে ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।ইউটিউব সহ সকল সাইট হতে ডাউনলোড করতে all downloader ব্যবহার করতে পারেন।
Adblock ব্যবহার করে আপনারা যেকোন সাইটের অ্যাড ব্লক করে দিতে পারবেন।এছাড়া আরও ব্যবহার করতে পারেন AdThwart
Webpage Screenshot সাহায্যে যেকোন পেজের স্কীনশট নিতে পারবেন এবং সেভ করে রাখতে পারবেন।এছাড়া আরো আছে Picnik Extension for Chrome
>>goo.gl URL Shortener
দিয়ে বড় এ্ড্রোসকে ছোট করে নিতে পারবেন এবং সরাসরি টুইটার এবং ফেইসবুকে পোস্ট করতে পারবেন
>>আরেকটি মজার অ্যাডঅন হল GoGoogleImage ।আমরা যখন গুগলে কোন ইমেজ সার্চ দেই তখন যেই ইমেজটি ভালো লাগে সেই ইমেজের সাইটে যাই তারপর ডাউনলোড করি কিন্তু এই অ্যাডঅনটি দিয়ে আপনি সরাসরি পিকচারটি ডাউনলোড করতে পারবেন সাইটে গিয়ে সময় নষ্ট করতে হবেনা।
আরো হাজার হাজার অ্যাড অন আছে যা আপনি অফিসিয়াল অ্যাডঅনের সাইটে গেলেই্ দেথতে পাবেন ।এখানে ক্লিক করুন আর প্রবেশ করুন গুগল ক্রোম অ্যাড অনের দুনিয়ায়।
আর গুগল ক্রোম সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আশা করি আপনাদের ভালো লাগবে এই রকম সকল অ্যাড অনই দেবার চেষ্টা করেছি সবগুলো দেয়াতো সম্ভবনা । আপনাদের আর কিছু দরকার হলে বলবেন আমি খুজে অ্যাড করে দিব।
আসেন জোর গলায় বলি গুগল ক্রোম রকসসসসসসসসসসসস
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
মজিলা রক্স। 😛 😛 😛 😛 😛 😛 😛