আচ্ছা আপনারা কি কখনো ঠিক আমার মতই সমস্যায় পড়েছেন যে একটা গান খুব ভালো লেগেছে কিন্তু গানের টাইটেল,গায়ক বা অ্যালবামের নাম এগুলো কিছুই জানেন না।যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার জন্যই আমার এই টিউন।ভনিতা না করে চলেন মেইন কাজে মনোযোগ দেই।আজকে আমি একটা ইঙলিশ গান শুনতেছিলাম গানটা আমার খুব ভালো লাগে কিন্তু এই গানের টাইটেলে লিখা আছে Track 2 আর কিছু লেখা নাই কি ঝামেলা কে গায়ক অ্যালবামের নাম বা কি কিছুই জানিনা।
তখন খুজে বের করলাম AudioTag.info ওয়েব সাইটটি এই সাইটের বৈশিষ্ট হচ্ছে এই সাইটে কোন গানের কিছু অংশ বা পুরোটা আপলোড করলে এটি সাথে সাথে আপনাকে গানের টাইটেল,অ্যালবামের নাম বা গায়কের নাম জানিয়ে দিবে।
প্রথমেই এখানে http://www.audiotag.info/ ক্লিক করে ওয়েবসাইটটিতে চলুন এবার পুরো গানটি বা গানের কিছু অংশ কোন সফটওয়্যার দিয়ে কেটে ওই অংশটি আপলোড করে দিন।এবার প্রসেস এ ক্লিক করুন হিউম্যান ভেরিফিকেশন করুন তারপর দেখুন সকল ইনফরম্যাশন।
ইউটিউবের কোন অডিও ফাইলের লিংক দিলেও এটি আপনাকে ওই ফাইলের বিস্তারিত জানাতে পারবে।
আশা করি সব বুঝে গেছেন না বুঝলে কমেন্টস করুন ।ভালো থাকবেন সবাই
এই টিউনটি প্রথমে আমার ব্লগ http://mytechnotice.blogspot.com/ এ প্রকাশ করা হয়েছে
মারামারি @ গুগল ভার্সেস অ্যাপল
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
হা হা হা…………………… দারুন প্যাচাল,জটিল টিউন। 😛