ওয়েবসাইট ব্রাউজার টুলবার [Browser Toolbar create]তৈরী করুন এবার নিজেই। তো এবার মুক্তি বিরক্তিকর টাইপিং থেকে।

পরম করুনাময় মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের নামে শুরু করছি।
টেকটিউনস্ পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করি সবাই খুবই ভালো আছেন।

            টেকটিউনস্ এর সাথে অনেক দিন থেকে যুক্ত থাকলেও সেই অর্থে কোন টিউন আজও করা হয়ে উঠেনি আমার জ্ঞানের স্বল্পতার জন্য।  টেকটিউনস থেকে শুধুই নিয়েছি , নিচ্ছি কিন্তু দেয়া হয়নি কিছুই । আমার আজকের এই টিউন যদি আপনাদের কারো এতটুকো উপকারে লাগে তাহলে টেকটিউনস্ এর কাছে নিজের ঋণের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে।

টেকটিউনস্ search করে এ ধরনের কোন টিউন না পেয়ে সাহস করে টিউন করায় হাত দিলাম। টিটিতে search করলে আপনি দু একটি টুলবার পাবেন যা আপনাকে কিছু সুবিধা দেবে। কিন্তু তা আপনার সকল চাহিদা পূরণ করতে পারবেনা। কারণ আমাদের একেক জনের চাহিদা একেক রকম। তাই কেমন হয় যদি সকলেই তার চাহিদা মতো Browser Toolbar নিজেই তৈরী করে নিয়ে ব্যবহার করতে পারি? তো চলুন শুরু করি !.

আপনার যে সমস্ত যোগ্যতা থাকতে হবে।

১। নিজের একটি ই-মেইল ঠিকানা।

২। কপি পেস্ট করার ক্ষমতা। 😉

নতুনদেরও ভয়ের কিছুই নেই । আমরা আজকে খুবই সহজ সরল একটি টুলবার তৈরী করতে শিখবো যদিও  এই পদ্ধতিতে অনেক জটিল টুলবার তৈরী করা সম্ভব কিন্তু আমরা বিস্তারিততে যাবো না। আমরা শুধু আমাদের প্রয়োজনী সাইটগুলো এই টুলবারে সংযুক্ত করতে শিখবো, আর এটুকো শিখতে আমার মতো অল্প জানা লোক যদি পারে তো নতুনদের ভয়ের কোন কারন নেই। 😛 তো এই প্রজেক্টে আমরা Browser হিসেবে  Mozila Firefox Browser  ব্যাবহার করবো। যদিও এই টুলবারটি অন্যান্য Browser (internet explorer, chrome) এ কাজ করে।

আসলে আমরা আমাদের মনের মতো Browser Toolbar তৈরীর কাজটি করিয়ে নেব conduit.com এই সাইটকে দিয়ে। তাই শুরুতেই ওদের website এ আমাদের একটি Account খুলতে হবে নিজের  e-mail Address দিয়ে।

Account তৈরী ও Activate করা

১। প্রথমেই এখানে ক্লিক করুন তাহলে নীচের চিত্রের মতো একটি Page ওপেন হবে।

২। এই Page এর “Join Now” Button এ Click করুন।

৩। তাহলে নিচের মত একটি Registration Form পাবেন। যেখানে প্রথম বক্স এ আপনার e-mail Address তারপর আপনি যে Account টি খুলতে যাচ্ছেন তার জন্য একটি Password এবং তার নিচের বক্সে একই Password টি পুনরায় লিখুন। এবং পরের দুটি বক্সে কিছু না লিখলেও চলবে। সবশেষে “CreateAn Account” Button এ Click করুন।

৪। এবার নিচের Page টি আসবে। এখানে আপনার e-mail Address টি নিশ্চিত করার অনুরোধ জানিয়ে Registration প্রক্রিয়া শেষ করা হচ্ছে।  ব্যাস হয়ে গেলো Account তৈরীর কাজ।

৫। এবার তৈরীকৃত Account টি আামদের Activate করতে হবে। তার জন্য আমরা এই Page টি close করে দিয়ে New Tab নিয়ে আমাদের যে e-mail Address দিয়ে Registration করেছি সেই e-mail Account টি খুলতে হবে। e-mail Account টি খুলে তার “Inbox” check করলেই Community Toolbar এর পাঠানো একটি e-mail দেখতে পাবো এবং সে e-mail open করলে নিচের ছবির মতো একটি বার্তা দেখবো যেখানে বলা হচ্ছে যে আমাদের তৈরীকৃত Account টি Activate করতে  “Activate your account”  লিখাতে Click করবো।

টুলবার তৈরী শুরু

৬। এবার আমাদের সামনে নতুন একটি Tab এ নিচের page টি ওপেন হবে। এবং এখান থেকে  “Start Working” Button এ Click করবো।

৭। এবার আমাদের সামনে নিচের বক্সটি আসবে এখানে আমরা আমাদের Browser Toolbar টির নাম নিবন্ধন করার মাধ্যমে Browser Toolbar তৈরীর কাজের শুভ উদ্ভোধন করে ফেললাম। তবে নামের ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই নামের টুলবার ইতিপূর্বে কোনদিন কেউ করেনি। সহজ কথায় আপনার দেয়া নামটি অবশ্যই Unique   হতে হবে নয়তো পরবর্তী ধপে আপনাকে যেতে দেবেনা। তো নিজের পছন্দ মতো নামের সাথে নাম্বারের কম্বিনেশনের সাহায্যে আপনি খুব সহজেই একটি Unique নাম টাইপ করে দিতে পারবেন আশা করি কোন সমস্যা হবেনা। তারপর সোজা Start লিখাটির উপর ক্লিক করে শুরু করে দিন মনের মতো Browser Toolbar তৈরী ।

৮। এবার আমাদের সামনে আমাদের Browser Toolbar তৈরীর প্রধান পেজটি আসবে ঠিক নিচের মতো। আমি পেজটির সাথে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। সাবধানতার জন্য এই পেজের ঠিকানাটি একটি নোটপ্যাডে কপি পেস্ট করে সেভ করে রাখুন।

ক. এই বক্সে  আমাদের Browser Toolbar এর শিরোনাম দেখা যাচ্ছে ।

খ. এখানে আমাদের Browser Toolbar এর project view দেখাচ্ছে। এখান থেকেই আমরা প্রয়োজনীয় Website এর Button  তৈরী করে ধীরে ধীরে তৈরী করে নেব এই Browser Toolbar টিকে এবং শেষে Publish করবো।

গ. এখানে বিভন্ন ক্যাটাগেরীতে আমাদের Tools গুলো সাজানো আছে । যে Tools গুলোর সাহায্যে আমরা আমাদের Browser Toolbar টিকে তৈরী করে নেবো।

ঘ. আমরা যখনই আমাদের টুলবারে কোন নতুন Website সংযোজন বা বিয়োজন করবো,  কিংবা আমাদের Browser Toolbar টির যেকোন ধরনের Change  করবো তৎক্ষনাত কিন্তু সেই সংযোজন বিয়োজন Browser Toolbar এ এ্যাপ্লাই হবে না । সেই কমান্ডগুলো থাকে Pending  অর্থ্যাৎ বাকী খাকবে, এই বক্সটিতে সকল Pending কমান্ড গুলো  অনেকটা ফটোশপ সফটওয়্যারের হিস্টোরির মতো এখানে শো করবে। এবং চুড়ান্ত ভাবে Publish করার পূর্বে এই বক্স থেকেই প্রয়োজনীয় আনডু করে নিতে পারবো।

ঙ. এটি আমাদের প্রিভিউ বাটন

চ. এবং এটি আমাদের চুড়ান্ত Publish বাটন যেটিতে ক্লিক করে আমাদের সমস্ত Pending থাকা Change গুলোকে চুড়ান্ত ভাবে Publish করবো বা এ্যাপ্লাই করবো।

৯। প্রথমেই আমাদের প্রিয় Browser Toolbar টিতে আমারা নিজেদের লোগো সংযোজন করার মাধ্যমেই শুরু করবো। তার জন্য নিচের ছবিতে দেখানো বাটনে ক্লিক করতে হবে।

১০। এবার কিছু সময় অপেক্ষা করতে হবে (ওদের সার্ভার আমার মতে স্লো) তাহলে ই নিচের পেজের মতো লোগো কাস্টমাইজড করার পেজ চলে আসবে।

ক. সবুজ রংয়ে হাইলাইট করা টেক্সট বক্সটিতে যেকোন নাম দিয়ে ঠিক তার নিচেই স্টাইল  গুলোর মধ্যে থেকে পছন্দ মতো স্টাইলের রেডিও বাটনে ক্লিক করে পছন্দের স্টাইল নির্বাচিত করবো।

খ. চাইলে নিজের তৈরীকরা কোন লোগো আপলোড করে ব্যাবহার করতে পারবো তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের লোগোটি যেন ২৪*২২০ পিক্সেল হয়। এমন লোগো আপলোড করতে হলে হলুদ রংয়ের হাইলাইট করা upload your logo’s image file রেডিও বাটনটিতে ক্লিক করে Browse করে নিজের লোগটি ওপেন করে আপলোড করে ব্যাবহার করতে পারবো

গ. লাল রংয়ে হাইলাইট করা এই বক্সে আপনার নিজের যদি কোন ওয়েব সাইট বা ব্লগ থেকে থাকে তার লিংকটি কপি পেস্ট করে দিতে পারেন। ব্যাবহারের ক্ষেত্রে আপনার লোগোটিতে ক্লিক করলেই উক্ত সাইটটি ওপেন হবে।

ঙ. নীল রংয়ের হাইলাইট করা শেষের ঘরটিতে আপনি যা লিখবেন সেই লেখাটি উক্ত লোগোর উপরে মাউস পয়েন্টার নিলে টুলটিপস্ আকারে শো করবে।

আপনার লোগো লিখা বা আপলোড শেষে Add to Pending Changes লিখা সবুজ রংয়ের এই বাটনটিতে ক্লিক করে (বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ সাইটটির সার্ভার স্লো ) লোগো কাস্টমাইজড করার কাজ শেষ করতে হবে।

আগেই বলেছি যে আমাদের যেকোন রকমের সংযোজন পেন্ডিং আকারে থাকবে পেন্ডিং বক্সে। সেটি কিন্তু এ্যাপ্লাই হবেনা। তো আমরা যেহেতু আমাদের এই টুলবারটি এখনো ইন্সটল করিনি তাই এর Change গুলো পাবলিশ করা যবেনা। তাই এখন আমরা প্রথমবারের মতো এই টুলবারটি আমাদের ব্রাউজারে ইন্সটল করে নেবো।

প্রথমবারের মতো টুলবারটি ইন্সটল করা

ক. প্রিভিউ বাটনে ক্লিক করলেই ইন্সটল করার জন্য নতুন একটি অপশন বক্স আসবে। সেখান থেকে
খ. ইন্সটল বাটনে ক্লিক করবো। এবং অন্যান্য এড অনের মতোই এটি ইন্সটল করবো।

Install বাটনে চাপলেই কিছুক্ষণ পরে নতুন ডায়লগ বক্স আসবে সেখানে থেকে Allow করে দেবো

তারপর আরো একটি ডায়লগ বক্স আসবে সেখানে নিচের দিকে Install নামক একটি বাটন আছে তাতে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে।

এবং শেষে Firefox Restart করবো। আবারো বলছি Firefox Restart করবো । ক্লোজ করবো না।

Firefox  পুনরায় চালু হলে সাধারনত আমাদের নতুন তৈরী করা Browser Toolbar এমনিতেই শো করবে এবং প্রথম বার টুলবারটি ইন্সটল করলে নিচের মতো একটি সাফল্য বার্তা আসে । আপনি যদি না চান যে E-mail notifire, Weather, Redeo plyaer এই টুলগুলো না থাকুক তাহলে সবগুলো চেকবক্স আনচেক করে দিন। এবং Please configure the settings below. You can change them at any time. এর নিচের সবগুলো চেকবক্স আনচেক করুন।

যদি কোন কারণে না করে তাহলে ফায়ারফক্সের টাইটেলবারে রাইট বাটন ক্লিক করে পপডাউন মেনু থেকে আপনার নামের টুলবারটিতে check mark দিন। আশা করছি এবার সকলেরই প্রিয় Browser Toolbar টি Firefox এ শো করছে।

ইচ্ছেমতো website সংযোজন প্রক্রিয়া

এবার হবে আসল মজা। 😛 একটু আগেই আমরা যেহেতু Firefox Restart করেছিলাম সেহেতু এখন আপনাদের সবার সামনেই উপরের ৭নং স্ক্রীন শর্টের মতোই টুলবার কাস্টমাইজড করার সেই পেজটি খোলা আছে। যদি না থেকে থাকে তাহলে যে নোটপ্যাডে লিংকটি সেভ করে রেখেছিলেন সেখান থেকে কপি পেস্ট করুন এড্রেস বারে এবং কাস্টমাইজড করার পেজটি নিয়ে আসুন। এখন আমরা প্রিয় ওয়েব সাইটগুলোকে একে একে এই টুলবারে সংযুক্ত করবো। তার জন্য নিচের চিত্রে দেখানো

Link Button এ ক্লিক করে লিংক কাস্টমাইজড পেজটি নিয়ে আসুন। এখানে আমরা প্রথমেই আমাদের প্রিয় টেকটিউনস্ সাইটের লিংক তৈরী করতে চাই।  তাহলে গুগলে Techtunes logo লিখে Image search করলেই পেয়ে যাবো বেশ কিছু লোগো সেখান থেকে পছন্দ মতো ডাউনলোড করে নেব। এরপর আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেবো যেমনটি চিত্রে দেখা যাচ্ছে।

Text Add a label: বক্সে আমরা বাটটির নাম লিখবো যেহেতু টিটির জন্য তাই টেকটিউনস লিখলাম। আপনারা আপনাদের প্রয়োজনানুসারে নাম লিখবেন এবং এই নামটিই কিন্তু টুলবারে শো করবে। আপনি বাংলা কিংবা ইংরেজি তে লিখতে পারেন কোন অসুবিধা নেই।
URL Enter the Link’s :  এটি সবচেয়ে গুরুত্ব পূর্ণ ফিল্ড । এখানে কাঙ্খিত সাইটের পূর্ণ ঠিকানা লিখতে হবে ভালো হয় সাইটটি ওপেন করে এড্রেস বারে থেকে কপি পেস্ট করে দিলে। তাহলে ভুল হবার সম্ভাবনা থাকেনা। আরেকটি বিষয়, টেকটিউনস্ এর মত যে সমস্ত সাইটে আপনার একাউন্ট আছে কখনই সেই একাউন্ট এ লগইন করে সেই ঠিকানা পেস্ট করবেন না তাহলে বাটনটি কাজ করবে না। সব সময় সাইটের হোম পেজের ঠিকানা ব্যাবহার করুন। এবং যদি চান যে বাটনটিতে ক্লিক করলে কাঙ্খিত সাইটটি নতুন ট্যাব নিয়ে ওপেন হবে তাহলে নিচের চেক বক্সে মার্ক করে দিন।
Hint Add a tooltip: এটি অতটা গুরুত্বপূর্ণ কিছু নয় । আপনি বাটনের উপর মাউস পয়েন্টার রাখলে এখানের লিখাটি টুলটিপস আকারে শো করবে।

ফিল্ড গুলো যথাযথভাবে পূরণ শেষে নিচের “Add to pending changes” Button এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন যে আবারো সেই কাস্টমাইজেশনের হোম পেজ চলে এসেছে।  এবার লক্ষ্য করুন আপনার পেন্ডিং বক্সে কিন্তু আপনি যে বাটনটি কমান্ড তৈরী করেছেন তা পেন্ডিং আকারে শো করছে। তো আর অপেক্ষা কিসের এবার পাবলিশ করে দিন আপনার পছন্দের বাটনটিকে আপনার টুলবারে।

তার জন্য Publish Changes Button এ ক্লিক করুন । করলে পর পর দু বার দুটি নিশ্চিত করন ম্যাসেজ আসবে উভয় বারই ওকে করুন এবং Don’t show again Box এ চেক মার্ক দিন। এবার দেখুন আপনার প্রিয় টুলবারটিতে সদ্য তৈরী করা বাটনটি শো করছে।

সেটিতে ক্লিক করুন দেখবেন নতুন ট্যাবে ওপেন হচ্ছে আমাদের সকলের প্রিয় টেকটিউনস্ । 😛 😛 একই ভাবে আপনি facebook, youtube সহ যেকোন সাইটেরই বাটন তৈরী করতে পারবেন এবং একই ভাবে পাবলিশ করার মাধ্যমে তা ব্যাবহার করতে পারবেন পরম শান্তিতে। 😀 😀

RSS বাটন সংযোজন

আপনি যদি টেকটিউনস আরএসএস সেবা ব্যবহার কারী হয়ে থাকে তো আপনি চাইলে তাও যুক্ত করতে পারেন। সে জন্য আপনাকে নিচের চিত্রের মতো RSS Button এ Click করুন।

তাহলে নিচের মতো আরএসএস কাস্টমাইজড পেজ আসবে সেখানে থেকে আপনি প্রথমেই একটি আইকন নির্বাচন করুন। তারপর আপনার আরএসএস টি যদি আড়াআড়ি দেখতে চান তো ল্যান্ডস্কিপ নির্বাচন করুন যদি খাড়াখাড়ি দেখতে চান তো পোর্টরেইট নির্বাচন করুন।

Topic Name: এ দিতে পারেন টেকটিউনস্ RSS feed: এখানে আপনাকে প্রয়োজনীয় লিংকটি পেস্ট করুন। যেমন টেকটিউনস্ এর জন্য http://feeds.feedburner.com/techtunes লিংকটি দিতে হবে। তারপর নীচে থেকে যেকোন দুটি কালার দিয়ে তৈরী কোন একটি থিম পছন্দ করুন চাইলে কালার পিকার দিয়ে ইচ্ছে মতো কালার নির্বাচন করে আপনিও থিম বানাতে পারনে। এবং সর্বশেষে নিচের Add to pending changes বাটনে ক্লিক করে। কাজ শেষ করুন। কিছু সময় অপেক্ষা করুন দেখবেন আবারও আপনাকে টুলবার তৈরীর মূল পেজে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে পূর্বের দেখানো নিয়মে পেন্ডিং বক্স থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারে ও এই টুলটি আপডেট হয়ে গেছে।

তৈরীকৃত বাটন সংশোধন

এভাবে আপনার যে টুল খুশি তা সংযোজন বা বিয়োজন করতে পারবেন যেকোন সময়। যদি কোন কারনে পূর্বের প্রকাশিত  টুলবারের কোন বাটন সংশোধনের প্রয়োজন পড়ে তাহলেটুলবার তৈরীর মূল পেজে আমাদের যে প্রজেক্ট টুলবারটি শো  করছে

সেখানে থেকে  যে বাটন সংশোধন করার প্রয়োজন সেখানে মাউস পয়েন্টার নিলেই নিচের চিত্রের মতো এডিট অপশন আসবে। Edit বাটনে ক্লিক করলেই আপনি আবারও সেই বাটনটির কাস্টমাইজড পেজে চলে যাবেন সেখান থেকে প্রয়োজনীয় সংশোধন শেষে “Add to pending changes” Button এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন যে আবারো সেই কাস্টমাইজেশনের হোম পেজ চলে এসেছে। সেখান থেকে পূর্বের নিয়ম মতো Publish Changes Button এ ক্লিক করে আপনার সংশোধনটি চুড়ান্ত ভাবে আপনার টুলবারে এ্যাপ্লাই করুন। যদি কোন টুল মুছে ফেলতে চান তো Remove এ ক্লিক করুন চাইলে কোন টুল Copy বা Disable ও করতে পারবেন এখান থেকে।

টুলবারে থিম সংযোজন

আমার স্ক্রিনশর্ট গুলোর সবগুলোতে  লক্ষ্য করবেন যে আমার প্রজেক্ট টুলবারটিতে একটি চমৎকার ঘাস ও আকাশের থিম রয়েছে। আপনি চাইলে আপনিও যোগ করতে পারেন নিজের পছন্দ মতো যেকোন কালার থিম বা আমার মতো ছবির থিম, কিংবা নিজের তৈরী কোন থিম আপলোড করে ব্যাবহারের স্বাধীনতা তো থাকছেই। তো থিম সংযোজন করে যদি আপনার টুলবারটিকে আরো বেশি আকর্ষনীয় করতে চান তাহলে নিচের চিত্রের মতো More লিখার উপরে ক্লিক করুন।

তাহলে নিচের চিত্রের মতো সম্পূর্ন Toolbar settings নতুন পেজে আসবে। সেখান থেকে Skin নির্বাচন করুন। এবং পছন্দ মতো কালার বা ছবি বা নিজের আপলোড করা ছবিও স্কীন থিম হিসেবে ব্যাবহার করতে পারবেন।

কিছু ডিফল্ট সেটিংস সংশোধন

আপনি টুলবারটি ইন্সটল করার সাথে সাথেই আপনার ডিফল্ট search ইঞ্জিন পরিবর্তন হয়ে যাবে বিষয়টি যদি আপনার ভালো না লাগে (যেমটি আমার লাগে নি) তাহলে আপনি নিচের চিত্রানুযায়ী Manage Search Engines Open করুন এবং তারপর যে বক্স আসবে সেখানে থেকে অপছন্দের search ইঞ্জিন টি রিমুভ করে দিন। ব্যাস ঝামেলা মিটে গেলো।

তাছাড়া  নিউট্যাবে ক্লিক করলে ওদের search বক্স নিয়ে ট্যাবটি ওপেন হয় যা আমার ভালো লাগেনি। এটা বন্ধ করতে চাইলে নিচের চিত্রানুযায়ী  Toolbar Option Open করে Advanced Settings এ চলে যান তারপর Show A search box on new browser tabs এ আনচেক করুন।

আর মজিলার হোমপেজ পরিবর্তিত হয়ে যায় যা আমার ভালো লাগেনি। তা ডিফল্ট করতে Firefox menu bar > Tools > Options > General> Home_page:> Restore to Default>Ok

আরো যদি কোন সমস্যা অনুভব করেন তো টুলবারের লোগো বাটন টির পাশে ছোট্ট এ্যারো বাটনটিতে ক্লিক করলেই পেয়ে যাবেন টুলবারটির ড্রপ ডাউন মেনু। সেখানে থেক হেল্প এ ক্লিক করে সাহায্য নিতে পারবেন।

সবইতো হলো কিন্তু আপনার এতো যত্নে তৈরী কার্যকর এই টুলবারটি অন্য বন্ধুদের সাথে কিভাবে শেয়ার করবেন?  😕 কিংবা কিছুদিন পর হঠাৎ ই আপনার উইন্ডোজ ফর্মেট দিলেন নতুন করে ফায়ারফক্স ইন্সটলের পর দেখবেন আপনার পূর্বের সেই বুকমার্ক পেজগুলো আর টুলবার কোনটাই নেই তখন কি হবে বলুন তো? 😯

জী হ্যাঁ ভাই এমন সমস্যায় আমি নিজেও পড়েছিলাম 😳 ভয়ের কিছু নেই এবার আমরা এমন অহেতুক অনাকাঙ্খিত ঝামেলা এড়ানোর রাস্তা চিনে নেবো। প্রথমেই আসি টুলবারটির কথায়। টুলবার কাস্টমাইজড করার হোম পেজটি যেটির লিংক ইতিপূর্বেই আমরা একবার নোট প্যাডে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে সংগ্রহ করে পুনরায় উক্ত পেজটি ওপেন করি। এবং নিচের চিত্রে লক্ষ্য করুন সবুজ রংয়ের হাইলাইট করা Try this toolbar নামক Button টিতে ক্লিক করুন

তাহলে নিচের মতো পেজ ওপেন হবে। এই লিংকটি আপনার কাঙ্খিত টুলবারটির ডাউনলোড লিংক। এটি সংরক্ষণ করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মনের মতো টুলবার।

টুলবারের কাহিনী এ পর্যন্তই । আর সেভকরে রাখা বুকমার্ক পেজের ব্যাপারে বলি। যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি, আপনি যেকোন ওয়েব সাইটের ঠিকানা খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন ব্রাউজারের বুকমার্ক অপশন ব্যাবহার করে। বিষয়টি খুবই সহজ যে পেজের ঠিকানা সংরক্ষণ করতে চান প্রথমেই সেই পেজটি ওপেন করুন এবং কীবোর্ড থেকে Ctrl + D (Mozila Firefox browser এর জন্য) তাহলেই নিচের ছবির মতো একটি বক্স চলে আসবে

এখানে ট্যাগ বক্সে লিখুন আপনি যে ওয়েব সাইটের লিংকটি সংরক্ষণ করলেন সেটি কি সংক্রান্ত যেমন মুভি ডাউনলোড সংক্রান্ত সকল সাইটের ট্যাগ দেবো “মুভি ডাউনলোড” এবং তারপর Done বাটনে ক্লিক করলেন ব্যাস সংরক্ষিত হয়ে গেলো আপনার সাইট।একবার একটি ট্যাগ লিখলে পরর্তীতে যত মুভির ডাউনলোড সংক্রান্ত সাইট সংরক্ষণ করবো সবগুলোকেই ব্রাউজ করে পূর্বের লেখা “মুভি ডাউনলোড” ট্যাগটিকেই টিক মার্ক করে দিতে হবে। ব্যাস হয়ে গেলো বুকমার্ক। ‍পুনরায় ব্যবহারের জন্য উপরের মেনুবার থেকে Bookmarks > Recent tag> এ গেলেই দেখবেন আপনার তৈরীকৃত “মুভি ডাউনলোড” ট্যাগটি শো করছে সেখানে ই আপনার সবগুলো সাইটের ঠিকানা পাবেন যা এই ট্যাগ দিয়ে বুকমার্ক করেছিলেন তো এবার যে সাইট প্রয়োজন শুধু একবার তার নামের উপর ক্লিক করুন। দেখুন সেই সাইটটি ওপেন হয়ে গেছে।

পরবর্তীতে উইন্ডোজ ফরম্যাট করার পূর্বে অবশ্যই বুকমার্ক সাইটগুলোর ব্যাকআপ তৈরী করুন। কিভাবে করবেন? 😐
খুবই সহজ মেনুবার থেকে  Bookmarks > show all bookmarks এ চাপুন তাহলেই নিচের চিত্রের মতো Library ডা্য়লগ বক্স ওপেন হবে।

এখানে থেকে  Import and Backup> backup বাটনে ক্লিক করলেই সেইভ এ্যাজ ডায়লগ বক্স আসবে এবার শুধু ব্রাউজ করে দেখিয়ে দিন কোথায় ব্যাকআপ ফাইলটি সেভ করতে চান। এবার তৈরীকৃত ব্যাকআপ ফাইলটি রিস্টোর করে ব্যাবহারের পালা।  তার পূর্বে আপনার সকল বুকমার্ক ফাইলগুলো Library থেকে ডিলেট করে দিন। এবার আবারও Bookmarks > show all bookmarks > Import and Backup> Restore> Choose File এ ক্লিক করে

পূর্বের তৈরীকৃত ব্যাকআপ ফাইলটি ব্রাউজ করে দেখিয়ে দিন। ব্যাস হয়ে গেলো বুকমার্ক রিস্টোর। তবে একটি কথা জানিয়ে রখি আপনি পূর্বের কোন ব্যাকআপ বুকমার্ক রিস্টোর করলে কিন্তু বর্তমানে যে বুকমার্ক ছিলো সেগুলো আর থাকবেনা।

আর যদি বলেন যে না আমি আর এ টুলবার রাখবনা আনইন্সটল করে দেবো। তো সেক্ষেত্রে চমৎকার একটি ছোট্ট কাজের সফটওয়্যার আছে। নাম Toolbar Cleaner. এটি নিয়ে শ্রদ্ধেয় শামীম ভাইয়ের চমৎকার  একটি কাজের টিউন আছে এখনে দেখতে পারেন। আর Toolbar Cleaner ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।

টিউন বলতে যা বুঝায় সে অর্থে এটিই আমার প্রথম টিউন। তাই আপনাদের ভালো লাগা মন্দ লাগা, গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করছি।

আর সর্বশেষে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা টুকো আমার পরম শ্রদ্ধেয় খান রওনক আলী প্রবাসী ভাইয়ের সম্মানে উৎসর্গ করছি।
যার দেশ প্রেম ও প্রযুক্তি প্রেম সব সময়ই হৃদয়কে অনুপ্রাণিত করে

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন ! অসাধারন !! প্রিয়তে……

Level New

অনেক ভালো tune। ধন্যবাদ।

সত্যি অসাধারন ! চমৎকার । আপনাকে অনেক ধন্যবাদ।

আমি একটা টুলবার বানিয়েছি। দেখুন তো আর কী কী প্রয়োজন? http://roufmomen.ourtoolbar.com

think positive