আমরা যারা ইন্টারনেটে সবসময় বিভিন্ন সাইট ব্রাউজ করি তাদের প্রত্যেকেরই পছন্দ আলাদা কেউ টেকটিউনসের মত বাংলা ব্লগ পছন্দ করে কেউ ইংলিশ ব্লগ পছন্দ করে কেউ বা সামাজিক নের্টওয়ার্কের সাইট পছন্দ করে কেউ মিউজিক বিষয়ক সাইট পছন্দ করে ইত্যাদি ইত্যাদি
প্রত্যেকেই তার নিজের পছন্দের ক্যাটাগরির সাইট খুজে পেতে চায় যেমন আমি টেকনলজির ব্লগ পছন্দ করি তাই আমি চাই আমি যেন সহজেই আমার পছন্দের ব্লগ গুলো খুজে পাই ।আর এ নিয়েই আমার আজকের পোস্ট ।তাহলে চলুন শুরু করি .............................
আসলে এই সার্ভিসটি হচ্ছে গুগল সিমিলার পেইজ সার্ভিস প্রথমে এখানে ক্লিক করে সিমিলার পেইজের সাইটে যান তারপর গুগল সার্চের বক্সের ঘরে প্রথমে related: লিখুন তারপর আপনি যেই সাইটের সিমিলার সাইট খুজছেন তার ঠিকানা লিখুন যেমন related:www.techtunes.io আপনি নরমাল Google.com এ গিয়েও এভাবে লিখে সার্চ করতে পারেন।
তবে এই কাজের জন্য সবচেয়ে ভাল হল গুগল ক্রোমের অ্যাড অন যার সাহায্যে আপনি একেবারে কোন ঝামেলা ছাড়াই আপনার পছন্দের ক্যাটাগরির ওয়েবসাইট গুলো খুজে পাবেন।যখন ইচ্ছা তখন শুধু এ্যাড অনটির উপরে ক্লিক করলেই হবে।
প্রথমে এই লিংক হতে অ্যাড অনটি ইন্সটল করুন ইন্সটল করার পর এটি আপনি এড্রেস বারের পাশের জায়গায় দেখতে পাবেন।এবার মনে করুন আপনি টেকটিউনসের মত বাংলা সাইটগুলো খুজছেন এবার আপনি টেকটিউনস সাইটটিতে প্রবেশ করুন এবার অ্যাড অনটিতে ক্লিক করে অপেক্ষা করুন এবার দেখুন আপনার সামনে টেকটিউনসের মত সিমিলার বাংলা সাইটগুলো হাজির ।এভাবে আপনি আপনার পছন্দের সাইটে গিয়ে এ্যাড অনটির উপরে ক্লিক করলে এটি আপনাকে সিমিলার সাইটগুলো আপনার সামনে হাজির করবে
তবে বর্তমানে এটি একসাথে চারটিস মিলার সাইট প্রদর্শন করে কিন্ত আপনি এক সাইট হতে আরেক সাইটে গিয়ে এভাবে সিমিলার অনেক সাইট পাবেন যেমন আমি টেকটিউনস হতে সিমিলার হিসেবে আমাদের প্রযুক্তি,প্রজন্ম,সচলায়তন ,মূর্ছনা এই সাইটগুলো পেলাম এবার আমি আমাদের প্রযুক্তি সাইটটিতে গিয়ে সিমিলার সার্চ দিয়ে বিজ্ঞানি,সচলায়তন,টেকটিউনস এই সাইটগুলো পেলাম।
আশা করি আপনারা বুঝে গেছেন কত ইন্টারেস্টিং একটা অ্যাড অন।এই অ্যাড অনটি বর্তমানে বেটা অবস্তায় আছে আশা করি খুব শ্রীঘ্রই আরোও নতুন নতুন ফিচার সহ আপডেড ভার্সন আসবে।
পোস্ট কেমন লাগল জানাতে ভুলবেন না ।আপনাদের কমেন্টস গুলো আমাকে নতুন টিউন করতে উৎসাহ দেয় ।সবাই ভাল থাকবে
আর আজকের টিউনের সাথে থাকছে বোনাস টিউন ।এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন ৪৫ টি অসাধারণ এবং অসাধারণ ওয়ালপেপার।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
কি বস! এতদিন পরে টিউনটা করলা যাক এর জন্য আগেই কয়েকবার ধন্যবাদ দিসি আবারও দিলাম টিউনটা করার জন্য