আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ।
ওহ নোটিশ দিতেই ভুলে গেলাম!!
নোটিশ ১- যারা বেশী হারাম হারাম করে , তারাই বেশী হারামের ভেতর থাকে। প্রমাণ চান? আমাদের টেকটিউন্স প্লাটফর্মে অনেকে আছেন বর্তমানে টেকটিউন্সকে ধর্মীয় ব্লগ বানেয়ে ফেলেছেন। তাদের কাছে প্রশ্ন- আপনি কয় সফটওয়্যার বৈধভাবে ব্যবহার করছেন? বলতে পারেন নগদ ৪০ টাকায় সিডি কিনে এনেছি!! হ্যাঁ এনেছেন বটে কিন্তু সফটওয়্যারটি ৪০ টাকা নয় ৪০০০০ টাকা। অতএব হারাম থেকে বাঁচতে জেনুইন সফটওয়্যার ব্যবহার করুন।[এই সতর্কবাণীর উদ্দেশ্য হলো উল্টা পাল্টা কমেন্টস না করা]
নোটিশ ২ - এই টিউনটি একটু ফানি করে করা হয়েছে যারা ফান পছন্দ করেন না তারা এই টিউনে হানা না দেয়াই উত্তম।কেননা আপনার কমেন্টস আমাকে বড়ই কষ্ট দেয়। আমি টিউনও করব কষ্টও পাব এটা চাইনা্। যেভাবেই টিউন করা হোক কিছুনা কিছু শুনতেই হয় সর্ব নিম্ন- আগেও জানতাম!!! আপনি কমেন্টস না করলে হয় না ভাই??? টিউনের আপত্তিকর দিক টিকটিউন্স ডেস্ক এ জানান।
আসসালামুআলাইকুম,
(এই সালামটি শুধু আপনার জন্য উত্তর দিবেন কিন্তু.....) [কি মজা ৯০ নেকি পাইয়া গেলাম 🙂 ]
আমার টিউন শুরু এখান থেকে
আজ আপনাদের একটি মহা অভিজ্ঞতার কথা বলব। আমার কাজ ওয়েবসাইট ব্রাউজ করা। ছোট হোক অনেকসময় ছোট ওয়েবে অনেক বড় তথ্য পাওয়া যায়। যাইহোক কথা বাড়াবো না। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম একটি ওয়েবসাইটে নাম- টেকটিউনস্পট ডট ব্লগস্পট ডট কম। গিয়ে তো পুরাই থ!!!
টেকটিউন্স এরে কার্বণ কপি !! http://techtunespot.blogspot.com/
হায় হায় কারা করল এই সর্বনাশ!! হায় হায় হায় হায়!!! তো দেখে এসে বলুন কমেন্টস এ কি দেখে আসলেন!! এডমিনরে পাইলে এক কাপ চা খাওয়াইয়া দিতাম!!
(একটু আগে চা বানায়া খাইলাম) বলুনতো এইটা ক্যামনে সম্ভব??
আমার মূল টিউন শুরু এখানে
মাম্মাাাাাা আজকে একটা চমক আছে তোমার জন্য। বলতো কি?? সিঙ্গারা খাওয়ামু তোমারে ..
আরে ধুর সিঙ্গারাতো সবসময় খাও!! আজ এমন কিছু খাওয়ামু যা কোন দিন খাও নাই।
আপনি মনে মনে- শক্তে লোহা আর নরমে ঘু ছাড়া তো মনে হয়না কোনডা বাদ রাখছি! হালায় কি খাওয়াই বো??
হে হে হে আসলে কিছুই খাওয়ামুনা... মেডিটেশন করে ধরে নাও তোমারে হোটেল সোনারগাঁওয়ে ডিনার করাইতেছি!!!
কথা আর প্যাঁচামু না। স্ক্রীন শর্ট দিলে হয়তো কইতা জোস টিউন , ফাটায়া দিছেন ।সাথে প্রিয়তেও ঢুকায়া নিতেন আর নির্বাচিত করার জন্যে ভোটও দিয়া দিতেন!!! কিন্তু আমি স্ক্রীনশর্ট দিতে পারমুনা। তয় যা দিমু তা জেনুইন। কোন সমস্যা নাই। আরএফএল বালতিরও প্রতিভা বাইর হইয়া যায় মাগার আইজ যা দিমু তার প্রতিভা বাইরায়া যায় না।
দেখেন আমার অসাম কালেকশান ! আপনি যাই কন ভাই আমি জানি এটা অসাম!!
আজকে আপনারে যা দিমু তা হলো বাংলাদেশের সমস্ত টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানা। আপনারা নিজ নিজ দায়িতে্ব বিভিন্ন ব্লগে নিজের নাম দিয়া টিউন কইরা দ্যান। দেরি কইরেন্না !! গুগল ইনডেক্স হওয়ার আগে আগে কাম সারায়া দ্যান!
সত্যি কথা বলতে, আমি ব্যাক্তিগত ভাবে টেকটিউন্স আর আমার নিজের ব্লগসাইট ছাড়া অন্য কোন ওয়েবসাইট ব্রাইজই করিনা।। এতগুলো ওয়েবসাইট থাকা সত্তেও শুধু টেকটিউন্সেই ব্রাউজ করি।এমনকি অন্য কোন ওয়েবেও খুব কম ব্রাউজ করি। তবে এখন থেকে চেষ্টা করব অন্য গুলোতেও ব্রাউজ করার জন্য।
এখানে ২৯টি ওয়েবসাইটের নাম ঠিকানা দেয়া হলো আপনারা যদি আরো কিছুর সন্ধান জানেন তবে কমেন্টস এ দিতে পারেন। ব্রাউজ করতে থাকুন বাংলার টেকনো ভূবনে আর সামান্য একটু দোয়া করে দিন আমার জন্যে।
<মূল ডাটার শুরু এখানে
মূল ডাটার শেষ এখানে/>
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমার টিউনটি মানসম্পন্ন হয়নি হয়ত, তবুও কষ্ট করে পড়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ। ভুল ত্রুটি মাফ করবেন, কেননা আপনি আমার চেয়ে ভালো।
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদিও অনেক প্যাঁচাইছেন তবুও সোজা প্রিয়তে না ঢুকাইয়া পারলাম না।