প্যাকেটজাত করা হলো টেকটিউন্স কে!! হ্যাক বলব নাকি মেগা হ্যাক ??? [হ্যাক এন্টি হ্যাক ফেক হ্যাক পর্ব-৪]

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ।

ওহ নোটিশ দিতেই ভুলে গেলাম!!

নোটিশ ১- যারা বেশী হারাম হারাম করে , তারাই বেশী হারামের ভেতর থাকে। প্রমাণ চান? আমাদের টেকটিউন্স প্লাটফর্মে অনেকে আছেন বর্তমানে টেকটিউন্সকে ধর্মীয় ব্লগ বানেয়ে ফেলেছেন। তাদের কাছে প্রশ্ন- আপনি কয় সফটওয়্যার বৈধভাবে ব্যবহার করছেন? বলতে পারেন নগদ ৪০ টাকায় সিডি কিনে  এনেছি!! হ্যাঁ এনেছেন বটে কিন্তু সফটওয়্যারটি ৪০ টাকা নয় ৪০০০০ টাকা। অতএব হারাম থেকে বাঁচতে জেনুইন সফটওয়্যার ব্যবহার করুন।[এই সতর্কবাণীর উদ্দেশ্য হলো উল্টা পাল্টা কমেন্টস না করা]

নোটিশ ২ - এই টিউনটি একটু ফানি করে করা হয়েছে যারা ফান পছন্দ করেন না তারা এই টিউনে হানা না দেয়াই উত্তম।কেননা আপনার কমেন্টস আমাকে বড়ই কষ্ট দেয়। আমি টিউনও করব কষ্টও পাব এটা চাইনা্। যেভাবেই টিউন করা হোক কিছুনা কিছু শুনতেই হয় সর্ব নিম্ন- আগেও জানতাম!!! আপনি কমেন্টস না করলে হয় না ভাই??? ‍টিউনের আপত্তিকর দিক  টিকটিউন্স ডেস্ক এ জানান।

আসসালামুআলাইকুম,

(এই সালামটি শুধু আপনার জন্য উত্তর দিবেন কিন্তু.....)  ‍[কি মজা ৯০ নেকি পাইয়া গেলাম 🙂 ]

আমার টিউন শুরু এখান থেকে

আজ আপনাদের একটি মহা অভিজ্ঞতার কথা বলব। আমার কাজ ওয়েবসাইট ব্রাউজ করা। ছোট হোক অনেকসময় ছোট ওয়েবে অনেক বড় তথ্য পাওয়া যায়। যাইহোক কথা বাড়াবো না। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম একটি ওয়েবসাইটে নাম- টেকটিউনস্পট ডট ব্লগস্পট ডট কম। ‍গিয়ে তো  পুরাই থ!!!

টেকটিউন্স এরে কার্বণ  কপি !!  http://techtunespot.blogspot.com/

হায় হায় কারা করল এই সর্বনাশ!! হায় হায় হায় হায়!!! তো দেখে এসে বলুন কমেন্টস এ কি দেখে আসলেন!! এডমিনরে পাইলে এক কাপ চা খাওয়াইয়া দিতাম!!

(একটু আগে চা বানায়া খাইলাম) বলুনতো এইটা ক্যামনে সম্ভব??

আমার মূল টিউন শুরু এখানে

মাম্মাাাাাা আজকে একটা চমক আছে তোমার জন্য। বলতো কি?? সিঙ্গারা খাওয়ামু তোমারে ..

আরে ধুর সিঙ্গারাতো সবসময় খাও!! আজ এমন কিছু খাওয়ামু যা কোন দিন খাও নাই।

আপনি মনে মনে- শক্তে লোহা আর নরমে ঘু ছাড়া তো মনে হয়না কোনডা বাদ রাখছি! হালায় কি খাওয়াই বো??

হে হে হে আসলে কিছুই খাওয়ামুনা... মেডিটেশন করে ধরে নাও তোমারে হোটেল সোনারগাঁওয়ে ডিনার করাইতেছি!!!

কথা আর প্যাঁচামু না। স্ক্রীন শর্ট দিলে হয়তো কইতা জোস টিউন , ফাটায়া দিছেন ।সাথে প্রিয়তেও ঢুকায়া নিতেন আর নির্বাচিত করার জন্যে ভোটও দিয়া দিতেন!!! কিন্তু আমি স্ক্রীনশর্ট দিতে পারমুনা। তয় যা দিমু তা জেনুইন। কোন সমস্যা নাই। আরএফএল বালতিরও প্রতিভা বাইর হইয়া যায় মাগার আইজ যা দিমু তার প্রতিভা বাইরায়া যায় না।

দেখেন আমার অসাম কালেকশান ! আপনি যাই কন ভাই আমি জানি এটা অসাম!!

আজকে আপনারে যা দিমু তা হলো বাংলাদেশের সমস্ত টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানা। আপনারা নিজ নিজ দায়িতে্ব বিভিন্ন ব্লগে নিজের নাম দিয়া টিউন কইরা দ্যান। দেরি কইরেন্না !! গুগল ইনডেক্স হওয়ার আগে আগে কাম সারায়া দ্যান!

সত্যি কথা বলতে, আমি ব্যাক্তিগত ভাবে টেকটিউন্স আর আমার নিজের ব্লগসাইট ছাড়া অন্য কোন ওয়েবসাইট ব্রাইজই করিনা।। এতগুলো ওয়েবসাইট থাকা সত্তেও শুধু টেকটিউন্সেই ব্রাউজ করি।এমনকি অন্য কোন ওয়েবেও খুব কম ব্রাউজ করি।  তবে এখন থেকে চেষ্টা করব অন্য গুলোতেও ব্রাউজ করার জন্য।

এখানে ২৯টি ওয়েবসাইটের নাম ঠিকানা দেয়া হলো আপনারা যদি আরো কিছুর সন্ধান জানেন তবে কমেন্টস এ দিতে পারেন। ব্রাউজ করতে থাকুন বাংলার টেকনো ভূবনে আর সামান্য একটু দোয়া করে দিন আমার জন্যে।

<মূল ডাটার শুরু এখানে

techtunes.io 

মূল ডাটার শেষ এখানে/>

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

 

আমার টিউনটি মানসম্পন্ন হয়নি হয়ত, তবুও কষ্ট করে পড়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ। ভুল ত্রুটি মাফ করবেন, কেননা আপনি আমার চেয়ে ভালো।

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও অনেক প্যাঁচাইছেন তবুও সোজা প্রিয়তে না ঢুকাইয়া পারলাম না।

বেশ , বেশ !!

Level 0

রিতি মত আমি আপনার ফ্যান হয়ে যাচ্ছি ভাই।

    @rock12: আমার বাসায় কারেন্ট যায় না! আইপিএস ভালো ব্যাকআপ দেয়। তা না হলে আপনাকে নিয়ে আসা যেত!!!!

Level 0

কি উদ্দেশ্য কি বিধেয় কিছুই বুঝি নাইরে ভাই। অব্শ্য সবটা পড়ার সৌভাগ্য আমার হয় নাই।

    @MediaWorld: বোঝার তো প্রয়োজন দেখছি না। আপনি যে উদ্দেশ্য বিধেয় চিনেন তাতই আমি গর্বিত!! টিউন না পড়ে মন্তব্য ‍করার জন্য আপনাকে অভিনন্দন

Level 0

[[নোটিশ ১]] এ- আমার মনের কথা খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখছেন এর জন্য ”ডাবল” ধন্যবাদ
আর আপনার লেখা পরে খালি ”থ” হই নাই ”হ” ”হ”ও করছি

টেকটিউনস এর কার্বন কপির কাজটা তো মনে হচ্ছে আপনারই করা। 🙂 তা না হলে অন্য কোন আরিফ আহমেদ এর করা। কারন ঐ সাইট এর মধ্যে কোন এক অংশে নাম লেখা আছে।

ধরা পড়ে গেলেন। আমি নিশ্চিত যে ওটা আপনারই কাজ। প্রমান আছে । 😀

    @পেইড ব্লগার: হে হে ওটা আমার কাজ টিউনটা ভালো করে পড়লেই বুঝতে পারবেন টিউনেই দেয়া আছে।। মজা করার জন্য কালকে রাতেই ওই ব্লগটা তৈরি করলাম

Level 2

আপনি কিন্তু সাহিত্যিক হতেই পারেন আরিফ ভাই, সত্যি কথাগুলো এতো সুন্দর করে বলেছেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।

Lal ghorate chore ghurte jabar amontron roilo.

Level 0

very good. 100 te 85 dilam

টিউনার পেজে টেকটিউন্স হারাম টেকটিউন্সে টিউনার পেজ কাহিনীটা বুঝলাম না!!

আহারে কত কষ্ট করিল , ব্লগে iframe সাপোর্ট থাকলে JS দিয়া ১০০ % iframe মাইরা দিতেন 😀

    @সাইফুল ইসলাম: আপনার মেইল আইডিটা দ্যান একটু হেল্প করবেন । একটা এফ বি আইডি হ্যাক করা অত্যন্ত্ জরুরী। কিন্তু আমি যেভাবে হ্যাক করি সেভাবে এই আইডিটা কাজ করতেছে না

“স্বাগতম আরিফ আহমাদ” অসাধারন জোক্স

Bhaia, amar kase facebook hacking er soft asa? Jodi Biswas na hoy tahole apnar ID ta den. Hack kore apnar wall e akta picture upload kore dei. aaar apnar tune ta valo hoy nai. parle nize kishue kore dekhan………

ভাই এইগুলি দিলেন যে এখন টিটির মডরা টিউন ডিলিট মাইরা দিতে পারেন। টিটির টার্মস পড়ে দিলে ভাল হত। টার্মসের সাথে সাংঘর্ষিক না হলেই হল।
বিদ্রঃ আমি টিটির পোষা কিছু নয়।

    @দিহান: কোন টা বিরোধী ভাই?? আমাকে যদি লিংক সহকারে কত নাম্বার নিয়মের সাথে সাংঘর্ষিক বলে দেন নিজেই ডিলিট করে দেব।

      @আরিফ আহমাদ: না না, এইসব না। টিটি অন্য সাইটের লিঙ্ক দেয়া পছন্দ করে না 🙂 tAds আছে তো তাই বিজ্ঞাপন গ্রহন করে

Level 0

অসাধারন লেখা এবং কালেকশান, তবে কিভাবে করলেন বুঝলাম না। আরও একটা জিনিস বুঝলাম না দুই জায়গার মধ্যে এত মিল হয় কি করে………তার মানে এটা কপি-পেস্ট বেসড ওয়েবসাইট। এর বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেয়া যায় না? কারন এরা সরাসরি টিটির নাম নিয়ে ব্যবসা করছে।

আর এতগুলি ওয়েবসাইট এর ঠিকানা দেওয়ার জন্য ধন্যবাদ। সুন্দর টিউন।

    @jiko: হে হে হে কিভাবে করলাম সেটাই রহস্য!! ধন্যবাদ আপনাকে

Level 0

আগা টু মাথা কিছুই বুঝলাম না :/ :/ ;/ :/ ঃ
/

Level 0

notice gulo jossh. Dhormo na tanay apna k thanks. R soja kotha bolar sahos dekhe anondito holaw

Level 0

bhai go kmne korlen aita sotti kosom kaita koitaci jodi apni pa dia nah hatten taile ….. 😀 ar akkhan mama ar bari ar abdar…. aktu jodi shikhaiten 😀

ভাই সাইটা কি আপনার তৈরী? “স্বাগতম আরিফ আহমাদ”

এতোগুলা সাইট এর লিংক এক সাথে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level New

নকল সাইটটি একটি Grabber.
এই রকম যেকোন সাইটের Grabber আপনি নিজেই মাত্র ১মিনিটের মধ্যে তৈরী করতে পারবেন ।
যেকোন সাইটের Grabber তৈরী করতে এখানে ভিজিট করুন
http://bdfoorti.com/grab

তৈরী হলে আপনার সাইটে শুধুমাত্র কোডগুলো পেষ্ট করুন ।

অসংখ্য ধন্যবাদ

সাইটম্যাপ নতুন করে সাবমিট করে দেখতে পারেন।

osthir vai. vangchur hoise tune ta.

আরিফ ভাই একটু হেল্প করেন ভাই । পারলে techtunes wordpress plug i গুলার নামটা একটু দেন আর theme আর নামটা । অনেক চুরি করার চেষ্টা করসি পারি নাই 🙁 . plz help . plugins গুলা আর theme

    @ফিদা আল হাসান: চুরি চামারি বাদ দিয়া নিজে কাজ কৈরা খান। এতই চুরি করেন, তাও দেখেন নাই থিমের ফাইলে অথোর ইনফো কার লেখা, প্লাগইনগুলাও বাইর করতে পারতেন যদি ট্রাই করতেন।

    বাই দা ওয়ে,থিমের নাম techtunes-melody, মেহেদী ভাইয়ের বানানো।

Level 0

১(এক) বছর হলেও অামার কাছে মনে হয়েছ. লেখাটি নতুন । অসাধারণ !

Level 0

অসাধারণ !