টিউনের জন্য বা নিজের সাইটের কাজে ইমেজ আপলোড করা এত সহজ!!!:)না পড়লে সত্যি মিস করবেন টাইপের পোস্ট -৩

আমার মতে আমরা যারা টিউন করি তারা টিউন করতে সবচেয়ে বেশী পরিশ্রম করতে হয় ইমেজ মানে পিকচার আপলোড করে ঠিক জায়গায় বসাতে ।আজ এই পিকচারের আপলোড নিয়ে আমার টিউন ।আশা করি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
কথা না বাড়িয়ে আসল কথায় আসি......................................

টেকটিউনস বা ব্লগার বা অন্যযেকোন সাইটেই পিকচার আপলোড করাটা কিছুটা আমার ঝামেলার মনে হয় ।মাঝে মাঝে টেকটিউনসেই ছবি আপলোড করতে সিরিয়াস বিরক্ত লাগে সেজন্য আমি মাঝে মাঝে প্রথমে Imageshake.us এ ছবিটা আপলোড করি তারপর পিকচারের Direct link টা টেকটিউনস এ পেস্ট করে দেই ব্যাস আমার আর পিকচার আপলোড করার ঝামেলা নাই।কিন্তু গতকাল রাতে আরও সহজ একদম স্মোথ একটা সফটওয়্যার পেলাম এতে আমার পিকচার আপলোড করার ঝামেলা একদমই শেষ বরং এখন আমার অকারনে পিকচার আপলোড করতে ইচ্ছা করে

সফটওয়্যারটির নাম হল ImageShack Uploader এটি দিয়ে আপনি সরাসরি ডেস্কটপ হতেই পিকচার আপলোড করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে।আপনি শুধু পিকচারটি Drag করে বা সিলেক্ট করে দিয়ে Upload বাটনে ক্লিক করবেন ।ছবিটি সাথে সাথে Image shake এ আপলোড হয়ে এর অনেকগুলো অপশন দেখাবে এখান হতে Direct Link টি কপি করে যে জায়গায় ছবিটি দেখাতে চান সেখানে পেস্ট করে দিন ব্যাস ছবিটি সেখানে দেখাবে।
Blogger সহ সকল সাইটেই এই ভাবে সহজে পিকচার আপলোড করতে পারবেন।

প্রথমে এখান হতে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।এবার ওপেন করে ADD এ ক্লিক করে যে ছবিটি আপলোড করতে চান তা সিলেক্ট করুন বা DRAG করে এনে ছেড়ে দিন।এবার Upload এ ক্লিক করুন ছবিটি আপলোড হওয়ার পর ছবিটি ব্যবহার করার অনেক অপশন পাবেন Direct link টি কপি করে উপরের ছবির মত Img তে ক্লিক করে Direct link টি পেস্ট করে দিন ব্যাস কাজ শেষ অথবা Hot Link for web টি কপি করে যেখানে ছবিটি ব্যবহার করতে চান সেখানে পেস্ট করে দিন ঠিক একইভাবে ব্লগারেও ইমেজ অ্যাড করার অপশন এ ক্লিক করুন এবার নিচের অপশন মানে Web address সিলেক্ট করুন বক্সে ডাইরেক্ট লিংকটি পেস্ট করুন এবার Ok করুন এইভাবে সবধরনের সাইটে আপনি ব্যবহার করতে পারবেন ।আর কিছুই করতে হবেনা তবে ব্যবহার করার পর বুঝতে পারবেন কতটা সহজ পিকচার আপলোড করা।কোন সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

মামুন ভাই জটিল !!! চালিয়ে যান ++++++++++++++++++++>

    ঠিক আছে চালিয়ে যাব ।কিন্তু কি চালিয়ে যাব ?ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি????হাহাহাহাহাহহা

সিন্ডিকেট জিন্দাবাদ, জটিল হইছে বস। আপনার টিউনের অপেক্ষাতেই ছিলাম।

joTilllll টিউন মামুন ভাই সফট গুরু

    ধন্যবাদ রলিন কিন্তু মিয়া হাসিব হল সফট গুরু বুঝছ মিয়া

    সফট গুরু তো হাসিব ভাই !!!! মামুন ভাই তো অন্য লাইনের বস।হা হা

Level 0

সত্যি মিস কারলাম না পইড়া…………:D

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    ————————————————————————————————-
    ——————————————————————————————
    —————————–

Level 0

+++++++++++>>>>>…..

ভাল টিউন, ধন্যবাদ মামুন ভাই। তবে টেকটিউনের ইমেজ এমনিতেও টেকটিউনের হোস্টিং এ আপলোড হয না তা হয় আমাজনে।

    আগামীকালের টিএসসি এর প্রোগ্রাম বাতিল করা হল।

    আপনাকেও ধন্যবাদ।ও এইমাত্ত খেয়াল করলাম ব্যাপারটা এখনই টিউন আপডেড করে দিচ্ছি।

গুড পোস্ট।

সত্যিই….জটিল হইছে………………

মামুন ভাই কাজের জিনিস দিছেন….. অনেক ধন্যবাদ

Level 0

ভাই আপনি যে সাইট এর কথা বলেছেন এই সাইট এর আরেকটা বিশেষ সুবিধা ছিল যা এখন বন্ধ। সুবিধা টি হল এই সাইট এর মাধ্যমে টরেন্ট ফাইল ডাউনলোড করা যেত। যদি এরকম আর কোন সাইট আপনার জানা থাকে দয়া করে জানাবেন।

    আপনি কোন ধরনের সাইট চাচ্ছেন বুজলাম না।আপনি কি টরেন্ট ফাইল ডাউনলোড করার সাইট এর ঠিকানা চাচ্ছেন???

Level 0

দুঃখিত আমি আসলে বোঝাতে পারিনি। এই সাইটের মাধ্যমে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়। মানে এই সাইট দ্বারা টরেন্ট ফাইল ডাউনলোড করিয়ে নিজের নিজের ইচ্ছামত যে কোন ডাউনলোডার দিয়ে ডাউনলোড করা যায়। আমি আসলে এটাই বোঝাতে চেয়েছিলাম। এই সাইটে imgeshack drive নামে একটা drive আছে যেখানে 5GB জায়গা দেয় এবং 10GB Bandwith দেয়। এখানে টেরন্ট ফাইল এর লিংক পেস্ট করার একটা অপশন আছে। সেখানে লিংকটি পেস্ট করলে সে নিজে নিজে ডাউনলোড করা শুরু করে। ওর ডাউনলোড শেষ হলে নিজের ইচ্ছামত যে কোন ডাউনলোডার দিয়ে ডাউনলোড করা যায় রিজিউম সুবিধা সহ। জানিনা আমি ঠিকমত বোঝাতে পেরেছি কিনা। আমি আসলে এই রকম আরো কোন সাইট আছে কিনা জানতে চেয়েছিলাম। যদি কারো জানা থাকে তাহলে দয়া করে জানাবেন।