ইন্টারনেটে ইংলিশ সমস্যার অসাধারণ সমাধান না পড়লে সত্যি মিস করবেন-২

বলেনতো বাংলাদেশিদের ইন্টারনেটে সবচেয়ে বড় সমস্যা কি ???জ্বী ভাই ইংরেজী ভাষাটাই বিশাল সমস্যা ।ইংরেজি ঠিকমত না জানার কারনে আমরা অনেক কিছু জানতে পারি না বা বুঝতে পারিনা।
আমরা যখন ইংলিশ ব্লগ বা আর্টিকেল পড়ি তখন ইংলিশ শব্দের অর্থ নিয়ে ভেজালে পড়ে যাই তখন আমাদের ডিকশনারি ঘাটাঘাটি করা লাগে ।কিন্ত এবার এইসব বাদ দেন ডিকশনারিটা কম্পিউটার হতে ডিলিট করেন।কারন এখন আর এইসব ডিকশনারি লাগবেন কেননা এইসব সমস্যায় এখন আপনার পাশে আছে গুগল ক্রোম ব্রাউজার।

আমি কিছুদিন আগে গুগল ক্রোমে সুইচ করেছি সত্যি বলতে গুগল ক্রোম অন্য যেকোন ব্রাউজার হতে অনেক ফাস্ট পেইজ লোড করে ।বিশ্বাস না হলে নিজেই ব্যবহার করেই দেখুন

আজকে আমি গুগল ক্রোমের জন্য ADD ON ইন্সটল করতে ছিলাম।তখন ক্রোম ব্রাউজারের জন্য Google Dictionary Lookup নামে একটি এ্যাড অন পেলাম যা পেয়ে আমার মনে হল় আকাশের চাদ পেয়ে গেছি। এই অ্যাড অনটি আপনি ক্রোম ব্রাউজারে ইন্সটল করার পর আপনি যদি কোন ইংলিশ শব্দের অর্থ না জানেন তাহলে এটির উপরে মাউসটি দুইবার ক্লিক করুন সাথে সাথে আপনি এই শব্দটির অর্থ বাংলা ভাষায় দেখতে পাবেন। নিচের ছবিটা দেখুন আমি Found অর্থ জানি না শব্দটার উপরে দুইবার ক্লিক করলাম সাথে সাথে আমাকে এর অর্থ বাংলা +ইংলিশে জানিয়ে দিয়েছেন

এই সুবিধা পেতে আপনাকে অবশ্যাই গুগল ক্রোম ব্রাউজারের 4 এর উপরের ভার্সন ব্যবহার করতে হবে

এই লিংক হতে প্রথমে ডাউনলোড করুন গুগল ক্রোম এবার এই লিংক হতে Add on বা এক্সেটেশনটি ক্রোমে ইন্সটল করুন।ক্রোম ব্রাউজার রিষ্টার্ট করুন।

ব্যাস আপনার কাজ শেষ এবার আপনি গুগল ক্রোমের একদম উপরে ডান সাইডের সেটিংস অপশন এ ক্লিক করে Extensions এ ক্লিক করুন দেখবেন আপনার ইন্সটল করা অ্যাড অন গুলো আছে এবার Google Dictionary Lookup এটির অপশনএ ক্লিক করে ল্যাংগুয়েজের ঘরে ইংলিশ টু বাংলা সিলেক্ট করে Mouse lookup modifire এ None সিলেক্ট করে সেইভ করুন এবার ক্রোম রিষ্টার্ট করুন আপনি আপনার ইচ্ছামত এটিকে সেটিংস করতে পারবেন। এবার যেকোন ইংলিশ ওয়েবসাইটে যান যে শব্দটির অর্থ জানেনা দুইবার ক্লিক করুন ব্যাস এবার এর বাংলা অর্থ দেখতে পাবেন।যে শব্দের বাংলা গুগল ডিকশনারিতে নেই এটি তখন এর ইংলিশ ব্যাখ্যা এবং অর্থ দেখাবে

অতিরিক্ত কথা

এই টিউটি পড়ার পর আপনাদের প্রশ্ন আসবে মজিলাতে এত এ্যাড অন মজিলা ছাড়তে পারবনা।অপেরা এত ফাস্ট না ভাই অপেরা ছাড়তে পারবনা ।
বাদ দেন এইসব কথা।ক্রোমে অ্যাড অনের অভাব নেই বিশ্বাস না হলে এই লিংকে যান সবধরনের অ্যাড অন পাবেআর আমি নিজেই ক্রোমোর অ্যাড অনের উপরে টিউন নিয়ে খুব খুব তাড়াতাড়ি আসছি আর ক্রোম অপেরা আর মজিলা হতে অনেক ফাস্ট পেইজ লোড করতে পারে বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন।জানেনতো গুগল মানেই বসসসসসসসসসসসসসসসসসস।
কোন সমস্যা হলে কমেন্ট করেন না হলেও কমেন্টস করেন কেননা কমেন্টই টিউনের প্রাণ।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্রাউজার হিসেবে আমারো প্রথম পছন্দ Google Chrome. XP-তে ব্যবহার করে আসছিলাম। এখন Windows 7 ব্যবহার করায় এতে Google Chrome ইনস্টল করতে পারছি না। কি সব হিজিবিজি এরর মেসেজ আসে। তাই বাধ্য হয়ে Explorer-এই আছি। কিভাবে Google Chrome ইনস্টল করব টিপস্ দেবেন প্লিজ!!!!!!!!!!!!

    ভাই কি এরর মেসেজ আসে এটা বললে সমস্যাটা বুঝতে পারতাম ।আচ্ছা আপনি আমার দেয়া লিংক হতে ক্রোম টা ডাউনলোড করে দেখুন হয়কিনা।না হলে কি এরর মেসেজ আসে এটা জানান।

    Level 0

    আমি তো Google Chrome Version 4 কোন ঝামেলা ছাড়াই Windows 7 এ ব্যবহার করি…. 🙂

thanks, অনেক সুন্দর করে লিখেছেন,খুব ভাল লাগছে-মামুন ভাই meta tag নিয়ে একটা টিউন করেছিলন,আপনি আরোও লিখতে চেয়ে ছিলন ।https://www.techtunes.io/tutorial/tune-id/10203/

    নাদিম ভাই আসলে কেউ আর আগ্রহ দেখায় নাই আবার আমার নিজেরও জ্ঞানের কমতি ছিল তাই আর করা হয় নাই ।অল্প জ্ঞান ভয়ঙকর তবে এখন মোটামুটি বিষয়টা অনেক ক্লিয়ার ।যত দ্রুত সম্ভব এটা নিয়ে টিউন করব ।মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ ভাল থাকবেন।

অনেক অনেক অনেক অনেক ভালো জিনিস এর খোজ দিলা মামুন, যদিও আমার খুব একটা ইংরেজি তে সমস্যা হ্য় না। তাও …………১ কেজি ধইন্যা দিলাম।

মেসেজের সমাধান হয়েছে। Chrome ডাউনলোড করেছি। কিন্তু ইনস্টল করতে গিয়ে Initializing… দেখাচ্ছে.. দেখাচ্ছে… দেখাচ্ছে….. দেখাচ্ছে…… দেখিয়েই যাচ্ছে!!!!!!!!!!!!!!!!!! অথচ শুরুতেই বলেছে কয়েক সেকেন্ডে ইস্টল হবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    আপনি যদি আমার লিংক হতে ডাউনলোড করে থাকেন।তাহলে পিসি রিষ্টার্ট দিয়ে ট্রাই করেন।আর যদি ক্রোমের অফিসিয়াল সাইট হতে ডাউনলোড করেন করেন তাহলে অপেক্ষা করেন সময় লাগবে ।ক্রেমের মেইল সাইটে দেয়া ফাইলটি ৫০০ কেবির মত হয় ।তারপর আস্তে আস্তে সমস্ত ফাইল ডাউনলোড করে ।আর আমার লিংকএ ১১ মেগাবাইট ।

    বুঝতে হবে একটা অনলাইন ইনস্টলার আর একটা অফলাইন ইনস্টলার

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

    ভাই ভালো থাকার জন্য দোয়া করবেন ভালো থাকলেইতো আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারব।আর সামুর মডারেশনে স্বচ্ছতা চাই এখানে ক্যান।??আমাদের মডারেটর আমাদের সবার ফ্রেন্ড।

    এজন্যই তো মামুন ভাইরে গুরু মনে করি। মিয়া আমারে নিয়া যে টিউনটা করছেন তা বলেন নাই কেন? আমি তো ইংরেজীতে দুর্বল। যদি পারেন একটা কাজ করেন আমার জন্য সেটা হল ইংরেজী সেন্টেনসকে বাংলা সেন্টেনসে রুপান্তুর করার পদ্ধতি বের করেন। আমার খুব উপকারে আসবে। গুরু তুমি কই চোরের মত রাতে রাতে আস কেন?

    হাসিব মিয়া ইংরেজী সেন্টেনসকে বাংলা সেন্টেনসে রুপান্তুর করার পদ্ধতি একটা আছে ।এখন ওয়েব এড্রেসটা মনে নাই ।কিন্তু মিয়া আমি এখানে যেই পদ্ধতিটা দিছি এটা ট্রাই কর ।তাহরে তোমার উপকার হবে অনেক শব্দের অর্থ জানতে পারবা এবং একসময় আর ডিকশনারি লাগবেনা।

    না না মামুন ভাই আমার ওই ওয়েবসাইট টা লাগবই আপনেরে খোজ কইরা দিতে হইব জানি না কেমনে দিবেন। যত টাকা লাগুক ওইটা আমার চাই ই চাই। হা হা হা

    http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl হাসিব মিয়া এই লিংকে দেখ তোমার সমস্যার সমাধান হয় কিনা।তবে আমি তোমাকে এই টিউনটাই ফলো করার কথা বলব।

    মিয়া ওইটা তো করতেছি তবে যদি বিনা কষ্টে পাইয়া যাই……… হা হা হা সিন্ডিকেট জিন্দাবাদ

    মামুন ভাই আপনেরে সালাম করতে ইচ্ছা করতেছে মিয়া অনেক অনেক ধন্যবাদ…………………………..সিন্ডিকেট জিন্দাবাদ, সিন্ডিকেটের জয় হোক

    জয় হোক

    Level 0

    কি দেখাইলেন ভাই??? আমার যে উপকার করলেন তা আমি কি করে বুঝাই৷ এখন আফনে যদি আমার সামনে থাকতেন তাহলে জোড়ে ধইরা ৬ কেজি মিষ্টি খাওয়াইতাম৷

Thank u. আপনার লিংক থেকে ডাউনলোড করে উনস্টল করতে পেরেছি! টিপস্ এর জন্যে ধন্যবাদ। আরো অনেক .. অনেক ধন্যবাদ কাজের টিউনটার জন্যে। ভাল থাকুন।

Level 0

ধন্যবাদ অনেক উপকারে আসবে।

মাথায় চাপ একটু কম পড়বে এখন থেকে
ধন্যবাদ

Level 0

হুম… মনে হচ্ছে Google Chrome জিনিসটা Firefox কে একসময় কিছুটা হলেও চিপায় ফেলবে… but hey Firefox has a large user base and developer community… English এ সমস্যা নাই কিনতু কিছু plugin খুজছিলাম Chrome এর জন্য… আপনার plugin site এর link কাজে লাগলো…

আপনার লেখা হেব্বী হইছে… A BIG THANK YOU… নতুন জিনিস জানানোর জন্য… 🙂

    আসলে গুগল যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাতে অন্য সবারই ভবিষ্যত অন্ধকার দেখতেছি

টিপস্ এর জন্য অনেক ধন্যবাদ।

ডাউনলোড এর পর ইনসটল হচচে না । Msg >> Unknown installer error

    ভাই আমার দেয়া লিংক হতে ডাউনলোড করে ইন্সটল করার চেষ্টা করুন।না হলে রিষ্টার্ট দিয়ে চেষ্টা করুন ভাল থাকবেন।

অসাধারণ………খুবই কাজের জিনিস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই মোঃ সাম্য যদি কিছু মনে না করেন তাহলে একখানা কতা কইতাম৷ ধইন্যাপাতা দেওয়া শুরু করছিলাম আমি আর শেষ করতাছেন আফনে!!!!!!!!!!!
সাবটাইটেল মামুন ভাইকে বলছি এরকম মারাত্মক টিউনের অপেক্ষায় ছিলাম “””হাজার বছর ধরে””””

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এরকম সুন্দর একটি টিউন নিয়ে হাজির হবার জন্য আশা করি ভবিষ্যতে ও আরো সুন্দর সুন্দর টিউন নিয়ে হাজির হবেন৷ এই প্রত্যাশায়……

    ওই মিয়া নাদের তুমি জান না যে সবকিছু পাইরেসি হয় ওইটাও হইছে। হা হা হা তয় ওইটা ব্যবহার করতে কোন সিরিয়াল বা প্যাচ লাগে না।

    Level 0

    ভাল লাগল৷ যাক বুঝা গেল আমরা বাঙালীরা কোন দিক থেকে পিছিয়ে নাই????

    নাদের ভাল করে আমার জন্য দোয়া কর ।তাহলে ভাল টিউন করতে পারব।ভাল থাক সবসময়

হাসিব তুমি এই সাইটে গিয়ে দেখ কাজ হয় কি না। http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl। ধন্যবাদ সাবটাইটেল মামুনভান সুন্দর টিউনের জন্যে।

    ধন্যবাদ তবে আগেই মামুন ভাই এড্রেসটি দিয়ে দিয়েছে । অনেক ধন্যবাদ আমার জন্য কষ্ট করার জন্য।

Level 0

আরেকটা বিষয় বাকী রয়েছে । বাংলা যে কোণ শব্দের উপর ডাবল ক্লিক করলে এর ইংলিশ ট্রান্সলেট হয়ে যায়

    হুম অনেকগুলোই অপশন আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।এবং এই এড অনটির আপডেড ভার্সনেও নতুন কিছু বিষয় অর্ন্তভুক্ত করা হয়েছে।

অসাধারণ । অনেক ধন্যবাদ। শব্দটি হাইলাইট করলেও একই কাজ হয় । আচ্ছা ফায়ারফক্সে এরকম কোন এ্যাড-অন নেই? থাকলে কেউ সন্ধান দিবেন প্লিজ ।

    শরীফ ভাই আসলে আমি ফায়ারফক্স কখনো ব্যবহার করিনি।প্রথমে ওপেরা ছিলাম এখন ক্রোম ব্যবহার করি।তবে আপনি ক্রোম ব্যবহার করে আপনি মজা পাবেন এটা বলতে পারি।

মামুন ভাই আপনে কই?

টিউনটা সেইরকম। হাসিব ভাই তো সফট বস আর আপনে হইলেন সফট গুরু।
হাসিব ভাই এর জন্য যে লিংক টা দিছেন তা পাইয়া তো আমি 😀
আপনেরে পাইলে আমি কপালে সালাম করতাম সত্যি।

এখন আর ইংরেজিতে সমস্যা হইবো না ইনশাল্লাহ্‌

–সালাম নিবেন–

    হুম রলিন আছি আমি আছি ।তোমাদের উপকার হবে এই আশায়তো টিউন করি।ভাল থাক সবসময়।

ভাই ক্রোম ব্যবহার করলে কি পরে বাংলা লিখতে অসুবিধা হবে ? যেমন অভ্র্রতে বাংলা লিখা। আশা করি জানাবেন। ধন্যবাদ

    না ভাই কোন সমস্যা হবেনা।আপনি ক্রোম ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে ।

Level 0

আপনার এবং সকল টিউনারদের জন্য রইল আমার অঢেল দোয়া

Level New

সত্যিই অসাধারন।
যদিও আমি গুগুল ক্রোম ব্যবহার করি না তবুও শুনে ভাল লাগল যে….
গুগুল বাংলা ভাষাকে গুরুত্ব দিচ্ছে।

যারা ইংরেজীতে দুর্বল তাদের অনেক উপকার হবে
welcoming post.

    তবে গুগল ট্রান্সলেট এ বাংলা যুক্ত করলে বাংলাদেশিদের জন্য ইন্টারনেটটা আরও সহজ হয়ে যেত ।আশা করি গুগল আমাদের দিকে তাকাবে।

ভাইয়া ইনষ্টল করলাম কিন্তু ল্যাংগুয়েজের ঘর নেই । আপনার দেওয়া লিঙ্ক হেত google Chrome 12 download করেছি।

vai language box to khuje pelamna. plz janaben khub problem,e achi