বহুকাল হয়ে গেছে ওয়েবওয়্যার নিয়ে লেখা হয় না। ভাবলাম ওয়েবওয়্যার নিয়েই লিখি। তবে আজ যে কয়টা ওয়েবওয়্যার নিয়ে লিখব সেগুলোর বেশিরভাগই আমার কাছে অজানা ছিল। তবে টিউনার বন্ধুদের কাছে পরিচিত হতেও পারে। আসুন কথা না বাড়িয়ে দেখে নেই ওয়েবওয়্যারগুলো –
ইন্টিগ্রেটেড ডেভেলাপমেন্ট এনভাইরোমেন্টের জন্যে এটি একটি চমৎকার ক্রস প্ল্যাটফর্ম। মূরত ক্লাউডিং এর জন্যেই ডিজাইন করা। এর সাহায্যে ডেভেলপার খুব সহজেই ডেভেলাপ, ডিবাগ এবং ডিপ্লয় করতে পারবে তার বানানো ওয়েব এ্যাপ্লিকেশান। তাও আবার ব্রাউজারেই!
নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে যে এর সাহায্যে যে কোন ওয়েবসাইটের স্ক্রীনশট নেওয়া যেতে পারে। এর সাহায্যে আপনি আপনার ভিজিটরদের জন্যে ক্লিক করার আগেই আপনার সাইট কে তাদের কাছে ভিজুয়ালাইজ করাতে পারেন।
ছবি থেকেই বোঝা যাচ্ছে এর কাজ কি। অনেকেই নিজের সাইটের জন্যে রাউন্ডেড কর্নার বাটন তৈরি করে থাকেন। এখন থেকে এর জন্যে আর আলাদা করে কোডিং জানার দরকার হবে না বলে মনে করি।
এটি একটি ইমেজ রিপ্লেসমেন্ট স্ক্রীপ্ট যার সাহায্যে ডায়নামিকভাবে আপনার ওয়েব পেজকে টেক্সটের আকারে রিপ্রেজেন্ট করবে অথবা আপনার ভিজিটরদের জন্যে সেই সমস্ত ইমেজকে ইনভিজিবল করে দিবে।
আপনার এইচটিএমএল কোড থেকে অপ্রয়োজনীয় ট্যাগ এবং স্টাইল ছেটে ফেলার জন্যে একটি উপযুক্ত টুল হচ্ছে ওয়ার্ড অফ। যে সমস্ত ডেভেলপার রা তাদের কোড ছাটাইয়ের কাজটা ম্যানুয়ালি করে থাকেন তাদের জন্যে হয়ত রাতে ঘুমানোর কিছুটা সময় বের করে দিতে পারবে এই ওয়ার্ড অফ।
এটি একটি অনলাইন ফ্রি সার্ভিস যার সাহায্যে আপনি বিভিন্ন ফরম্যাটের ফাইলকে কম্বাইন এবং কনভার্ট করতে পারবেন পিডিএফ ফরম্যাটে। এছারাও অর্গানাইজিং এর কাজটাও ঝামেলামূক্তভাবে সেরে নিতে পারবেন।
ফটো শেয়ারিং এবং প্রিন্টিং বিজনেসের জন্যে একটি চমৎকার ফটো এডিটর।
একটি ওয়েব ২.0 টুল। যার সাহায্যে সহজেই আপনার ব্রাউজারের থেকেই আপনার সাইট ডিজাইন ও ডেভেলাপ করতে পারবেন। এখানে আপনি এক্সএইচটিএমএল কোড কে সিম্পলি এক্সটার্নাল শিট হিসাবে এডিট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ওয়েব প্রজেক্টটি টেস্টিং এবং চেকিং এর কাজটিও সেরে নিতে পারবেন।
আপনার দরকারী ফাইল দুত ইমেইলের সাহায্যে অনলাইনে পোস্ট করাতে চাইলে এই ওয়েবওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
অনলাইনের অনেকগুলো সিগনেচার জেনেরেটারের মধ্যে এটি ফ্রি এবং বেস্ট। এর সাহায্যে আপনি চাইলে স্টাইলিশ ইমেজ সিগনেচার এবং ইমেইলের আইকন জেনেরেট করতে পারবেন।
চলবে ...........
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
এই সফ্ট গুলো ডাউনলোড করার লিন্ক দেয়া থাকলে অারও ভাল হত………………………