আশা করি সকলেই বারকোড চিনেন।তবুও বলছি বিভিন্ন পন্যের উপরের কালো কালো দাগ গুলো যেগুলোতে পন্যের বিভিন্ন ইনফরমেশন লুকানো থাকে এবং বারকোড রিডারের সামনে রাখলে পন্যের তথ্যগুলো দেখা যায় এগুলোই হল বারকোড। আমার আজকের পোস্টের মূল বিষয় হচ্ছে কি করে আপনার লেখাকে অনলাইনে বারকোডে রুপান্তর করবেন এবং অনলাইনে কি করে বারকোড পড়বেন তা নিয়ে।
ব্যক্তিগতভাবে আমার যেকোন লেখাকে বারকোডে রুপান্তর করার বিষয়টি অসাধারণ লেগেছে। এটিকে আমার মনে হয়েছে সস্পূর্ন নতুন ধরনের কনসেপট।যেমন মাঝে মাঝে আমার বন্ধুদেরকে বারকোডে লেখা পাঠাই তখন অনেকেই ভেজালে পড়ে যায় আমি কি লিখেছি এই নিয়ে।যেমন নিচের দুটি বারকোড দেখুন একটিতে আমার নাম আরেকটিতে মামা ফাপর লইয়ও না।
এভাবে আপনি আপনার যেকোন কথাকেই বারকোডে রুপান্তর করতে পারেন।আশা করি আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে ফেলেছেন। তাহলে চলুন এবার মুল কাজে যাই।
ব্যাস এবার আপনার বারকোড পিকচারটি মাউসের রাইট বাটনে ক্লিক করে save image এ ক্লিক করে সেভ করে নিন।ব্যাস আপনার কাজ শেষ।
এখন প্রশ্ন হল আপনাকে যদি কেউ এভাবে বারকোড পাঠায় বা আপনি যদি কোন বারকোডের অর্থ জানতে চান তখন কি করবেন । তারও সমাধান আছে।
আপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা দিয়ে যেকোন বারকোডের পিকচার তুলে আপলোড করে দিরেও এর অর্থ পেয়ে যাবেন। আর একটি কথা প্রতিটি বারকোড তৈরী করার পর বারকোডের অর্থটিও লেখা থাকে সেক্ষেত্তে আপনি ফটোশপ বা অন্য কোন সফটওয়্যার দিয়ে লেখাটি মুছে দিতে পারেণ।
আশা করি আপনাদের ভাল লাগবে । ভাল থাকবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আমার মামাতো শর্টহ্যান্ডে লাভ লেটার লিখে ক্লাসে শর্টহ্যান্ড টিচারের কাছেই ধরা খেয়েছিল ……………. বেচারা। দেখি ওরে এইবার বারকোড লাভ লেটারের সিস্টেমটা শিখিয়ে দিতে হবে।
ধন্যবাদ মামুন।