লাইভ ক্রিকেট আপডেট নিন কোন ঝামেলা ছাড়াই

কাজের ফাঁকে সাধের ম্যাচটাও দেখা যায় না। পিসিতে থাকলেও বারবার ক্রিকইনফোতে ঢুঁ মারাও বিরক্তিকর লাগে। এ সমস্যা থেকে উদ্ধারের জন্যই আজ আপনাদের সাথে শেয়ার করব LiveCricket নামের ছোট একটি ডেক্সটপ গেজেট।

 

 

গেজেটটি WinXP SP2/SP3, Win 2000, Win 2003, Win 2008, Win Vista, Win 7 সমর্থন করে। তবে পিসিতে .net ফ্রেমওয়ার্ক থাকা চাই। না থাকলে নিচ থেকে ডাউনলোড করে নিন-

 

32 bit | 64 bit

 

 

► এবার এখান থেকে LiveCricket গেজেটটি ডাউনলোড করে নিন (মাত্র ২.৫৬ মেগাবাইট)।

 

► জিপ ফাইলটি আনজিপ করে গেজেটটি ইনস্টল করুন।

 

► এপ্লিকেশনটি রান করুন। প্রথমে ইনফরমেশন সংগ্রহ করতে ২-৩ সেকেন্ড সময় নিবে। তারপর আজকে যে ম্যাচগুলো আছে তার লিস্ট দেখাবে।

 

 

► যে ম্যাচের আপডেট দরকার তার উপর ডাবল ক্লিক করলেই ডেক্সটপের ডান কোণের নিচের দিকে Live Score Ticker আসবে।

 

► নরমালি Ticker মিনিমাইজ হয়ে থাকবে।

 

 

তবে চার, ছয়, আউট, নো বল, ওয়াইড বল ইত্যাদি হলে ম্যাক্সিমাইজ হয়ে জানান দিবে। আপনি চাইলে এসব বিষয় Settings থেকে পরিবর্তন করে নিতে পারবেন।

 

 

 

 

► Scorecard সিলেক্ট করে সম্পূর্ণ স্কোরও দেখতে পারবেন।

 

 

 

এবার আপনার কাজ আপনি নিশ্চিন্তে করতে থাকুন। Live Score Ticker আপনাকে অনবরত আপডেট জানাতেই থাকবে।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পর আপনার পোস্ট,এতদিন কোথায় ছিলেন?

Level 0

বহুদিন পরে উন্মাদের দেখা

হুদা উন্মাদ না, মুইও হাজির! 😈
চরম টিউন। :mrgreen:

মোবাইলে কি হবে?

    @শহিদুল: না ভাই, এটা উইন্ডোজ গেজেট। মোবাইলে হবে না।

      @উন্মাদ তন্ময়: লিনাক্স গেজেট কই? 😡

        @নিওফাইটের রাজ্যে: মামা, লিনাক্সের কথা আর কইস না। মাদারবোর্ড চেইঞ্জ করার পর আর নেট কানেক্ট লয় না। অনেক টাইম নষ্ট কইরা ১২.০৪ নামাইছিলাম, হেইডাতেও একই কাহিনি। কেরিক্স নামে একটা সফট দিয়া ইন্ডাইরেক্টলি .deb নামাইয়া ২-১ চালাইছিলাম। মাগার পরে দেহি Software Centre আর কাম করে না। এরপর মনের দুঃখে আর রাগের মাথায় দিলাম লিনাক্সরে বিদায় কইরা। এখন আমি কেবল জানালা দিয়াই উঁকি মারি

ভাগ্যিস আমি ক্রিকেট খেলা দেখিনা নাইলে আপনারে একটা পাপ্পি দেওন যাইত 😛

সুন্দর !

এটা কোন ব্লগে যুক্ত করা যায় না।

এটা কোন ব্লগে যুক্ত করা যায় না।গেজেট হিসাবে।