কাজের ফাঁকে সাধের ম্যাচটাও দেখা যায় না। পিসিতে থাকলেও বারবার ক্রিকইনফোতে ঢুঁ মারাও বিরক্তিকর লাগে। এ সমস্যা থেকে উদ্ধারের জন্যই আজ আপনাদের সাথে শেয়ার করব LiveCricket নামের ছোট একটি ডেক্সটপ গেজেট।
গেজেটটি WinXP SP2/SP3, Win 2000, Win 2003, Win 2008, Win Vista, Win 7 সমর্থন করে। তবে পিসিতে .net ফ্রেমওয়ার্ক থাকা চাই। না থাকলে নিচ থেকে ডাউনলোড করে নিন-
► এবার এখান থেকে LiveCricket গেজেটটি ডাউনলোড করে নিন (মাত্র ২.৫৬ মেগাবাইট)।
► জিপ ফাইলটি আনজিপ করে গেজেটটি ইনস্টল করুন।
► এপ্লিকেশনটি রান করুন। প্রথমে ইনফরমেশন সংগ্রহ করতে ২-৩ সেকেন্ড সময় নিবে। তারপর আজকে যে ম্যাচগুলো আছে তার লিস্ট দেখাবে।
► যে ম্যাচের আপডেট দরকার তার উপর ডাবল ক্লিক করলেই ডেক্সটপের ডান কোণের নিচের দিকে Live Score Ticker আসবে।
► নরমালি Ticker মিনিমাইজ হয়ে থাকবে।
তবে চার, ছয়, আউট, নো বল, ওয়াইড বল ইত্যাদি হলে ম্যাক্সিমাইজ হয়ে জানান দিবে। আপনি চাইলে এসব বিষয় Settings থেকে পরিবর্তন করে নিতে পারবেন।
► Scorecard সিলেক্ট করে সম্পূর্ণ স্কোরও দেখতে পারবেন।
এবার আপনার কাজ আপনি নিশ্চিন্তে করতে থাকুন। Live Score Ticker আপনাকে অনবরত আপডেট জানাতেই থাকবে।
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর আপনার পোস্ট,এতদিন কোথায় ছিলেন?