গুগল মানেই নতুন কিছু তা আর বলার অপেক্ষা রাখেনা। গুগলের মেইল সার্ভিস জিমেইল উন্মুক্ত হবার পর থেকেই নতুন নতুন ফিচার যোগ করার মধ্য দিয়ে দিন দিন জিমেইলের জনপ্রিয়তা বেড়েই চলছে।আর আজকে খুজে পেলাম জিমেইলের অসাধারণ একটি ফিচার জিমেইল Gadgets ।অর্থাৎ আপনি ইচ্ছামত কাস্টমাইজ করা gadgets ব্যবহার করতে পারবেন জিমেইল এ।তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি ।
প্রথমেই বলি এই অপশনটি ব্যবহার করার জন্য আপনার জিমেইল অবশ্যই standard view তে থাকতে হবে ।অনেকে Basic Html ব্যবহার করে ।তাই প্রথমেই standard view select করে নিন।
জিমেইলের এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে custom Gadget অপশনটি একটিভ করতে হবে ।একটিভ করার জন্য
Settings –> Labs and find “Add any gadget by URL” and Enable করুন
এবার আপনাকে আপনার পছন্দের Gadgets এর Url যোগ করতে হবে।যোগ করার পর gadgets গুলো জিমেইলের বাম বা ডানপাশে দেখতে পাবেন।যোগ করার জন্য
Settings –> Gadgets এ যান তারপর আপনার Gadgets এর Url দিয়ে ADD এ ক্লীক করুন ব্যাস কাজ হয়ে গেল।
এবার প্রশ্ন হচ্ছে আপনি Gadgets এর Url কোথায় পাবেন।?অসংখ্য Gadgets এর Url পাবেন আপনি এখানে । খেয়াল করবেন অধিকাংশ gadgets এর url এর শেষে .xml আছে।মনে রাখবেন .xml গুলো সঠিকভাবে কাজ করবে জিমেইলে ।এবং প্রতিটি url এর ঠিকানাতেও কিছু পরিবর্তন করতে হবে যেমন url যদি থাকে http://www.google.com/ig/directory?hl=en&type=gadgets&url=www.labpixies.com/campaigns/dates/dates.xml তাহলে আপনি শুধু http://www.labpixies.com/campaigns/dates/dates.xml এই অংশটি http:// সহ যুক্ত করবেন তাহলেই আপনার কাজ শেষ।
আমি নিজে কিছু gadgets url দিয়ে দিচ্ছে আপনারা ট্রাই করে দেখুন।কোন সমস্যা হলে জানাবেন।
World Clock Gadget URL: http://gad.getpla.net/poly/clock.xml
Google Calculator Gadget URL: http://calebegg.com/calc.xml
Links To Google Services Gadget URL: http://blakewest.googlepages.com/googleservices.xml
Currency Converter Gadget URL: http://www.ac-markets.com/forex/currencyconverter.xml
এই gadgets গুলো ট্রাই করে দেখতে পারেন ।আর gadgets এর বিরাট কালেকশন পাবেন Google gadgets এ
আশা করি আপনাদের ভাল লাগবে আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন।সবাই ভাল থাকবেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
মামুন ভাই সময় কিন্তু বেশি নাই ১০০ টিউনের অপেক্ষায় আছি ।আশা করছি খুব দ্রুত করবেন ১০০ তম টিউনটি ।