ব্রাউজার দুনিয়ায় মজিলা বস একথা বলার অপেক্ষা রাখে না।কিন্তু ধীর গতির ইন্টারনেট কানেকশনের জন্য অপেরা ভাল একথাও অস্বীকার করার উপায় নাই।আর অপেরা ১০ এ তো একথা তো আরো ভালভাবে প্রতিষ্ঠিত হয়েছে।আর একারণেই অপেরা আমার প্রিয় ব্রাউজার ।আর সম্প্রতি অপেরা ১০.১০ বেটা রিলিজ পেয়েছে আর এতে অসাধারণ কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা আপনাদের বিস্মিত করবেই।
বেটা 10.10 এই প্রথম বারের মত opera unit নামে অসাধারণ একটি ফিচার যুক্ত করা হয়েছে ।যার সাহয্যে আপনি আপনার অনলাইনের কাজগুলো আরও সহজে সম্পন্ন করতে পারবেনতাহলে চলুন opera unit দিয়ে কি করা যায় একনজরে জেনে নেই
>>Hosting web sites with the web server application
>>Create photo galleries and make them available
without uploading them to a photo hosting website.>>File sharing without uploading the files to a file host
>>Accessing the media collection from anywhere with the Media Player application
>>Document Upload to your home computer from anywhere
>>Creating chat rooms on a computer running Opera Unite.
কি কেমন লাগল অপেরার নতুন চমক ।তাহলে চলুন প্রথমে নিচের লিংক হতে অপেরা 10.10 ডাউনলোড করে নিন ।এবার opera unit site এ চলুন তারপর আপনার পছন্দের application এর launch এ ক্লিক করে opera 10.10 এ যুক্ত করুন ।ব্যাস কাজ শেষ ।আরও অনেক application পেতে মেনু বারের application এ ক্লিক করুন তাহলে আরও অনেক মজার অ্যাপ্লিকেশন পাবেন।আশা করি আপনাদের ভাল লাগবে ।
Opera 10.10 beta
OPera Unit
আমার ব্লগে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
Thanks Mr. Mamun & Opera 10.10 Beta with OPera Unit.
মামুন ভাই,
আমি মজিলা ৩.৫.৩ ব্যবহার করি ।
Opera 10.10 Beta অপেক্ষা ভালো performance পাই ।
তবে এবার দেখবো Opera 10.10 Beta with OPera Unit এর কি অবস্থা ?