এর আগেও বহুবার ডিজাইনারদের জন্যে আলাদা আলাদা করে অনেক টুলকে ফিচার করেছি। তবে কখনও ফন্ট নিয়ে টিউন করেছি বলে মনে পড়ে না। যাই হোক আজকের টিউনটি হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্যে একটি অনলাইন ফন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়। “মাই ফন্টবুক” হচ্ছে একটি ব্রাউজার বেজ্ড অনলাইন ফন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনি অন্যান্য ফন্ট ভিউয়ার দের থেকে সম্পূর্ণ আলাদা। এটি আপনি আপনার ব্রাউজারে খুবই স্বতস্ফুর্তভাবে ব্যবহার করতে পারবেন। এক একটি জানালায় নির্দিষ্ট স্পেসে বিভিন্ন ফন্ট সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিতে পারবেন এই টুলটির মাধ্যমে।
এছাড়া ও রয়েছে আরো অনেক ছোট বড় ফিচার। টুলটি খুবই হ্যান্ডি এবং ওয়েববেসড। আশা করি অনেকেরই কাজে আসবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই চমৎকার টিউন ।অসাধারণ।কুমিল্লা আইসেন কিন্তু