মাই ফন্টবুক – ওয়েব বেইসড চমৎকার একটি ফন্ট ম্যানেজমেন্ট সিস্টেম

এর আগেও বহুবার ডিজাইনারদের জন্যে আলাদা আলাদা করে অনেক টুলকে ফিচার করেছি। তবে কখনও ফন্ট নিয়ে টিউন করেছি বলে মনে পড়ে না। যাই হোক আজকের টিউনটি হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্যে একটি অনলাইন ফন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়। “মাই ফন্টবুক” হচ্ছে একটি ব্রাউজার বেজ্ড অনলাইন ফন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনি অন্যান্য ফন্ট ভিউয়ার দের থেকে সম্পূর্ণ আলাদা। এটি আপনি আপনার ব্রাউজারে খুবই স্বতস্ফুর্তভাবে ব্যবহার করতে পারবেন। এক একটি জানালায় নির্দিষ্ট স্পেসে বিভিন্ন ফন্ট সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিতে পারবেন এই টুলটির মাধ্যমে।

myfontbook

ফিচারস

  • তাদের ডাটাবেজের বাইরেও, আপনার পিসিতে ইন্সটল করা টুলগুলো সম্বন্ধে অল্প সময়ে ক্লিয়ার ওভারভিউ প্রোভাইড করবে।
  • একই ফন্টের বিভিন্ন স্টাইল ভিউ এবং প্রিন্টিং অপশন।
  • ট্যাগিং এবং ওয়ার্ল্ডওয়াইড রেটিং এর মাধ্যমে আপনার প্রোজেক্টের অনেক সময় সেভ করে নিতে পারবেন।
  • ওয়েব পেজে টাইপিং ফেস ক্যারেক্টারগুলো আস্কি কোডের সাহায্যে লিস্টেড করা রয়েছে। ফলে এম্বেড করতে কিছুক্ষন সময় লাগবে মাত্র।
  • আপনার দেয়া কোন স্যাম্পলে সহজেই সেই ফন্ট এ্যাপ্লাই করে প্রিভিউ নিয়ে নিতে পারেন।

myFontbook_com_browser

এছাড়া ও রয়েছে আরো অনেক ছোট বড় ফিচার। টুলটি খুবই হ্যান্ডি এবং ওয়েববেসড। আশা করি অনেকেরই কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই চমৎকার টিউন ।অসাধারণ।কুমিল্লা আইসেন কিন্তু

Level 0

টিনটিন ফিচারিং -মাই ফন্টবুক , running successfully.

অসাধারণ টিউন। টিনটিন ভাই এর টিউন গুলো সত্যিই চমৎকার এবং ইউনিক, এই কারনে………টিনটিন ভাই ইজ দ্যা বেস্ট এবং এই কারনে টিনটিন ভাই এর টিউন গুলো আমার কাছে অনেক প্রিয়। So keep it up brother

আপনাদেরকেও ধন্যবাদ ………..

    Level New

    আপনাকেও ধন্যবাদ টিনটিন ভাই আমাদের কে চমৎকার সব টিউন গুলো উপহার দেবার। টিউনটি আসলেই চমৎ কার।

Level New

একটু পর আমি একটা টিউন করতে যাচ্ছি … আপনি যদি টিউনটি দেখে বিন্দু মাত্র কষ্ট পান তবে আমাকে ক্ষমা করে দিবেন এবং জানাবেন আমি টিউনটি মুছে দিব।