ইয়াহু বলেই হয়ত এই খবরটা এত প্রচারণা পায় নাই। গুগল হলে ঠিকই সবাই জানত।আচ্ছা আসল খবর হচ্ছে ইয়াহু কিছুদিন আগে Yahoo Meme নামে টুইটারের মত ব্লগিং সার্ভিস শুরু করেছে। আর এখন এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। Yahoo Meme দিয়ে আপনি টুইটারের মত ব্লগিং এবং সাথে সাথে পিকচার ভিডিও এগুলোও শেয়ার করতে পারবেন।
আর Yahoo Meme ব্যবহার করতে অবশ্যই ইয়াহু মেইল একাউন্ট লাগবে।
আর টুইটারের মত এখানেও follow করা যায় আর আমাকে follow করতে এখানে ক্লিক করুন আর যারা ক্রিকেট কে ভালবাসেন দয়া করে তারা এখানে ক্লীক করে একটা মন্তব্য দিন।
আমার বাংলা ব্লগে পূর্বে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
মামুন ভাই,
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।