দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ডের উপর খেলা হয়। দাবা খেলায় জিততে হলে বোর্ডের ওপর ঘুঁটি সরিয়ে বা চাল দিয়ে বিপক্ষের রাজাকে নিয়ন্ত্রণে আনতে হয়, দাবার পরিভাষায় একে বলে “কিস্তিমাত”।
দাবার বোর্ড ৬৪টি সাদা-কালো (একটির পর আরেকটি; সব মিলিয়ে ৩২টি সাদা ও ৩২টি কালো) বর্গাকার ঘর দিয়ে তৈরী একটি ছক।
দাবা আমার অন্যতম প্রিয় খেলা । এক সময় প্রতিদিণ খেলা হত। এমন ও দিন গিয়েছে যেদিন ৪০ - ৫০ টি গেম খেলেছি । তাই যারা আমার মত এই খেলা কে খুব পছন্দ করেন তাদের জন্য দারুন একটি সাইট হচ্ছে
তবে আপনার কম্পিউটার এ অবশ্যই এডোব ফ্লাশ প্লেয়ার ইন্সটল থাকতে হবে।
আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good